ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪৭ ব্যাংকিং আইন সংক্রান্ত
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা আইন সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪৭তম পর্বে।
১৷ প্রশ্ন: মি শাখায় কি কাজ করেন?
উ: স্যার, Investment এ কাজ করি।
২৷ প্রশ্ন: বলেন তো Mortgage কি?
উ: স্যার, বিনিয়োগের সিকিউরিটি হিসাবে কোন স্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে হস্তান্তর করাকে Mortgage বলে৷
৩৷ প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তবে বাংক কোন আইন বলে Mortgage নেয় সেটা বলতে পারবেন?
উ: জি স্যার পারব, Transfer of Property Act-1882 এর Section -59 অনুযায়ী ব্যাংক ঋণ গ্রহিতার সম্পত্তি Mortgage নিয়ে থাকে৷
৪৷ প্রশ্ন: Section 59 এ কি বলা আছে?
উ: Section-59 এ বলা আছে” ১০০ টাকা বা তার বেশি Loan দিলে Scheduled Bank গুলি ঋণ গ্রহিতার স্হাবর সম্পদ Security হিসেবে Mortgage Registration করে নিবে৷
৫৷ প্রশ্ন: Mortgage কি Registration করা লাগবে?
উ: হ্যা স্যার, কারণ Registration Act-1908 এর Section-17 তে যে সকল দলিল Registration বাধ্যতা মূলক করা হয়েছে তার মধ্যে Mortgage দলিল একটি?
৬৷ প্রশ্ন: মি যদি কোন আমানত ১০ বছরের এর অধিক কাল অদাবীকৃত অবস্হায় ব্যাংকে পড়ে থাকে তাহলে কি করবেন?
উ: স্যার, এরকম হলে বাংলাদেশ ব্যাংকে জমা করে দিতে হবে৷
৭৷ প্রশ্ন: বুঝলাম, তবে বলতে পারবেন, কোন আইন বলে বাংলাদেশ ব্যাংকে জমা করবেন?
উ: স্যার, Bank Company Act-1991 এর Section 35 এর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ব্যাংকে জমা করতে হবে৷
৮৷ প্রশ্ন: তবে যদি কোন মেয়াদী হিসাব যেমন ৮ বছর মেয়াদের জন্য জমা করে হয়েছে এবং ১০ বছর পর্যন্ত ব্যাংকে জমা আছে তাহলেও কি বাংলাদেশ ব্যাংকে জমা করতে হবে?
উ: না স্যার, কারণ এ আইনে বলা আছে মেয়াদী হিসাব মেয়াদ পূর্ণ হওয়ার পর ১০ বছর অদাবীকৃত অবস্থায় থাকলে তার পর এ আইন কার্যকর হবে৷
৯৷ প্রশ্ন: যদি নাবালকের হিসাব হয় তাহলে সে তো দাবীই করতে পারবে না তাতে যদি ১০ বছর অদাবীকৃত থাকে তাহলে কি হবে?
উ: এই আইনে বলা আছে নাবালকের হিসাব হলে এই আইন কার্যকরী হবে না৷ বরং নাবালক Matured হওয়ার পর থেকে হিসাব শুরু হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
১০৷ প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকে জমা করার পর এ টাকা আমানতকারী দাবী করলে কি ফেরত পাবে?
উ: যদি বাংলাদেশ ব্যাংকে জমা করার পর ২ বছরের মধ্যে আমানতকারী দাবী করে তাহলে ফেরত পাবে অন্যথায় পাবে না।
১১৷ প্রশ্ন: মি. বলেন তো কাহারও হিসাব খোলার জন্য Introducer কি কারণে প্রয়োজন?
উ: যদি Introducer এর Introduce ছাড়া কোন হিসাব খোলা হয় এবং উক্ত হিসাবে এমন কোন Cheque এর টাকা জমা হয় আর যদি ঐ চেক এর মালিকানায় ত্রুটি ধরা পড়ে, তবে NI Act -1881 এর 131 Section এর আওতায় ব্যাংকার কোন আইনগত নিরাপত্তা পাবে না, তাই কোন হিসাব খোলার জন্য Introducer জরুরী।
১২৷ প্রশ্ন: বুঝলাম, কিন্তু ব্যাংকার আইনগত নিরাপত্তা পাবে না কেন?
উ: দায়ীত্ব অবহেলার কারণে আইনগত নিরাপত্তা পাবে না। কারণ NI Act-1881 এর Section – 131 এ বলা হয়েছে যে, যদি কোন ব্যাংকার সরল বিশ্বাসে কোন ধরণের অবহেলা না করে কোন কাজ করে তাহলে ব্যাংকার আইনগতভাবে নিরাপত্তা পাবে।
১৩৷ প্রশ্ন: মি. DO কি?
উ: স্যার, Delivery Order অর্থাৎ এই Form এর মাধ্যমে গ্রাহক মাল হস্তান্তর করার জন্য ব্যাংকের নিকট আবেদন করে। ব্যাংক তার আবেদনের বিপরীতে Godown থেকে মালামাল হস্তান্তর করার আদেশ দেয়।
১৪৷ প্রশ্ন: Delivery Order এর কয়টি Part থাকে?
উ: স্যার, Delivery Order এর তিনটি Part থাকে৷
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)