ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪ BACH বা ক্লিয়ারিং
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হবে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা BACH বা Clearing কাজ করা Officer দের জন্য। কথা না বাড়িয়ে চলুন ৪র্থ পর্বে।
প্রশ্ন: মিস্টার আপনি কোথায় কাজ করেন?
উ: স্যার BACH এ কাজ করি।
প্রশ্ন: আচ্ছা, BACH কি?
উ: Bangladesh Automated Clearing House.
প্রশ্ন: বুঝলাম, তাহলে BACH এর কয়টি অংশ?
উ: স্যার, BACH এর দুটি অংশ।
প্রশ্ন: তাই? সে গুলি কি কি? বলতে পারবেন?
উ: হ্যা স্যার, BACPS এবং BEFTN.
প্রশ্ন: আচ্ছা BACPS দ্বারা কি বুঝায়?
উ: স্যার, Bangladesh Automated Cheque Processing System.
প্রশ্ন: আচ্ছা, BACPS আসলে কিভাবে হয়?
উ: স্যার, Cheque স্কান করে শুধু Image টা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়। এটাতে দুটি অংশ থাকে, একটি হলো High Value এবং অন্যটি হলো Regular Value.
প্রশ্ন: আচ্ছা High Value আবার কি?
উ: স্যার, High Value তে সর্বনিম্ন ৫০০,০০০ টাকার চেকগুলি ধরানো যায়, এ value স্বাধারনতঃ ২ঃ৩০ এর আগে Settlement হয়ে যায়, তাই লেন দেন শেষ হওয়ার আগেই গ্রাহকের Account এ Credit করা হয়, গ্রাহক ইচ্ছা করলে লেনদেন সময় শেষ হওয়ার আগেই Account থেকে তুলতে পারে।
প্রশ্ন: আচ্ছা BACH এর মাধ্যমে Money Laundering এর কোন সুযোগ আছে কি?
উ: স্যার, আমার জানা নাই। Sorry, স্যার।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বোর্ড এর বক্তব্য: আপনাকে Money laundering সম্পর্কে আরও পড়তে হবে। OK আপনি আসেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)