ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২২ হিসাব সংক্রান্ত
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Account Related সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ২২তম পর্বে।
প্রশ্ন: মি: বলতে পারবেন Positive Pay Instruction কি?
উ: জি স্যার, Positive Pay Instruction হলো গ্রাহক সম্মতিপত্র।
প্রশ্ন: Positive Pay Instruction কখন নিতে হয়?
উ: স্যার, প্রতিষ্ঠানের হিসাবের ক্ষেত্রে ১ লাখ বা তার বেশী এবং ব্যক্তি হিসাবের ক্ষেত্রে ৫ লাখ ও তার বেশী চেকের Payment দিতে Positive Pay Instruction নিতে হবে।
প্রশ্ন: আচ্ছা বুঝলাম তবে আপনি কি বলতে পারবেন Legacy Accounts কি?
উ: স্যার, Legacy Account হলো সে Account যে গুলি ২০০২ সালের ৩০ শে এপ্রিলের পূর্বে খোলা হয়েছে।
প্রশ্ন: Legacy Account এর ব্যাপারে Bangladesh Bank এর নির্দেশনা কি?
উ: Legacy Accounts গুলিকে Update করতে হবে, যদি Update করা না যায় তাহলে Account কে Dormant করে রাখতে হবে।
প্রশ্ন: বুঝলাম তবে Dormant কিভাবে হয়?
উ: স্যার, যদি কোন Current Account এ এক বছর এবং Saving Account এ দুই বছর লেনদেন না হয় তাহলে সে Account কে Dormant Account বলে।
প্রশ্ন: আচ্ছা, আপনি কি জানেন Freezing Account কি?
উ: স্যার যে Account এর লেনদেন বন্ধের জন্য Court বা Competent Authority কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছে তাকে Freezing Account বলে।
প্রশ্ন: আচ্ছা বলেনতো MPB কি?
উ: Mudaraba Perpetual Bond.
প্রশ্ন: MPB এর Profit Distribution System টা কেমন ?
উ: স্যার, MPB এর Profit Distribution System হলো MSB-8 Years এর Final রেট এর সাথে উক্ত বছরে Share holder দের জন্য ঘোষিত Dividend এর 10% যোগ করে Bond Holder দের জন্য Profit রেট নির্ধারিত হয়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: আচ্ছা বিষয়টা তেমন স্পষ্ট বুঝলাম না।
উ: স্যার যেমন: এ বছর
MSB আট বছররে Final Rate = 9%
ঘোষিত Dividend ২০% এর 10%=2%
অতএব এ বছর MPB এর profit Rate হবে 9%+2%=11%.
প্রশ্ন: বুঝলাম, আপনি কি বলতে পারবেন আন্তরজাতিক বানিজ্যের মাধ্যমে কিভাবে Money Laundering হতে পারে?
উ: হ্যা স্যার, Foreign Exchange এর মাধ্যমে Under Invoice এবং Over Invoice এর মাধ্যমে মুদ্রা পাচার করার দ্বারা Money Laundering হতে পারে।
প্রশ্ন: তাই? তাহলে Under Invoice ও Over invoice আবার কি?
উ: স্যার, যখন বাজার মূল্যের চেয়ে বেশী মূল্য দিয়ে কোন পন্য আমদানী করা হয় এবং অতিরিক্ত মূল্য বিদেশে আমদানী কারকের হিসাবে জমা করা হয় তাকে বলে Over Invoice.
আবার যখন রপ্তানি দ্রব্যের মূল্য বাজার মূল্যের চেয়ে কম ধরে রপ্তানি করা হয় তাকে Under Invoice বলে। এ ক্ষেত্রে Invoice উল্লেখ করা অর্থ দেশে আনা হয় আর অতিরিক্ত অর্থ রপ্তানি কারকের বিদেশের হিসাবে জমা করে দেয়।
প্রশ্ন: আপনি কি Diploma করেছেন?
উ: স্যার না।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। দ্রুত Diploma শেষ করেন। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)
Very good and excellent