গল্প ও কবিতাব্যাংকার
ব্যাংকারদের বদলি জীবন
বদলি আদেশ হাতে পেয়ে
কেউ হাসে কেউ কাঁদে
নতুন শাখায় যাবার জন্য
বেডিং পত্র বাঁধে।
কেউ বা যাবে বাড়ির কাছে
কেউ বা যাবে দূরে
কেউ বা হাসে মিষ্টি হাসি
কেউ বা করুণ সুরে।
কেউ বা খোজে ভাড়া বাড়ী
কেউ বা খোজে মেস
নয়তো সহজ খুজে পাওয়া
ভালো পরিবেশ।
ফ্লাট বাড়ী যে করেছে
তার কপালটা মন্দ
নিজের বাড়ী নিজের ঘর
থাকবে পড়ে বন্দ।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ছেলে মেয়ে বৌ চায়না
ছাড়তে নিজের ঘর
কি আর করা ওরা আমায়
করে দিলো পর।
দিন কাটবে অফিস করে
রাত কাটবে মেসে
কয়টা বসর থাকতে হবে
যাযাবরের বেসে।
লেখকঃ মোঃ নজরুল ইসলাম, কবি ও ব্যাংকার।