সাম্প্রতিক ব্যাংক নিউজ

ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিল সংসদে পাস

ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। নির্ধারণ করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞাও। এখন থেকে জামানত গচ্ছিত রেখে ঋণ নিতে হবে ব্যাংকের পরিচালকদের। তবে আইন সংশোধন বিলের বিরোধিতা করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা।

বুধবার (২১ জুন, ২০২৩) বিকালে সংসদ অধিবেশনে ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, গত ১৪ বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ শতাংশ কমেছে। সরকারি তহবিল থেকে মূলধন নিতে হয় না রাষ্ট্রায়ত্ত ব্যাংককে। তাই আগের চেয়ে আর্থিক খাতের পরিস্থিতি ভালো। ফলে সাত গুণ বেড়েছে আমানতের হার।

সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১৪ বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ ১৩ দশমিক ২ শতাংশ থেকে ৮ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখন আর তহবিল যোগান দিতে হয় না। ব্যাংকে মোট আমানতের পরিমাণ সাত গুণ বেড়ে ১৬ লাখ ৬৯ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিলের বিরোধিতা করে জাতীয় পার্টির এমপিরা বলেন, আইএমএফের শর্ত মেনে এই সংশোধনী আনা হয়েছে। এটি পাসের আগে আরও যাচাই-বাছাই প্রয়োজন। তবে সেই প্রস্তাব নাকচ করে দেন অর্থমন্ত্রী। এর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে জাতীয় পার্টি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button