গল্প ও কবিতাব্যাংকার
ব্যাংক ক্লোজিং
সবাই করে দৌড়াদৌড়ি
বছরের এই শেষে
প্রফিটের অংক করে
সবাই অবশেষে।
এক্সপেনডিচার কতো হলো
হিসাব সবাই করে
নেট প্রফিটটা কতো হয়ে
আসলো ব্যাংকের ঘরে।
টার্গেট পূরণ হলো নাকি
সকল প্যারামিটারে
তা হয় না, ধানের মাঝে
থাকে অনেক চিটা রে!
ডিপোজিট কতো হলো
কতো ইনভেস্টমেন্ট
ইনকাম হলো কতো রে ভাই
করে লেনদেন?
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এক্সপোর্ট কতো ইমপোর্ট কতো
কতো রেমিটেন্স
এসব হিসাব সবাই করে
যাদের আছে সেন্স।
ওভারডিউ কতো রইলো
কতো ক্ল্যাসিফাইড
এসব নিয়ে টেনশনে
কাটে ডে নাইট।
ক্লোজিং করতে সবাই
থাকে অনেক চাপে
ভালো নাকি মন্দ হলো
সেই চিন্তায় কাঁপে।
চায় যে সবাই হোক ভালো হোক
ক্লোজিংটা আজ
ভালো হলেই সবাই ভালো
থাকে বারোমাস।
লেখকঃ বেলাল হোসেন ফকির, কবি ও ব্যাংকার।