বাংলাদেশ ব্যাংক সার্কুলার

বুধবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

​​​​রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আগামী ২১ জুন, ২০২৩ (বুধবার) নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৮ জুন, ২০২৩) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ জুনের প্রজ্ঞাপন মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং ৩টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাংগাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ২১ জুন বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button