ব্যাংক নির্বাহী

ব্যাংক এশিয়ার অডিট কমিটির পুনর্নির্বাচিত চেয়ারম্যান দিলওয়ার

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন দিলওয়ার এইচ চৌধুরী। ব্যাংকিং ক্যারিয়ারের শেষ ভাগে তিনি দি সিটি ব্যাংকে (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ- তিন দেশের তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন তার অভিজ্ঞতায় একটি বিশেষ মাত্রা যোগ করেছে। এছাড়াও ২০০৪-০৫ সময়কালে তিনি কেপিএমজি-ঢাকা অফিসে ব্যাংকিং কলসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও দেখুন:
ব্যাংকারদের বিদেশ যাওয়া সীমিত করল কেন্দ্রীয় ব্যাংক

বর্তমানে তিনি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ক্রেডিট পোর্টফোলিও অডিট অব ব্যাংকস এবং মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন বিষয়ে ফ্রিল্যান্স পেশায় নিযুক্ত আছেন। তিনি ৩৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আটটি দেশে ভিন্ন সংস্কৃতির কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতাসম্পন্ন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button