ব্যাংক এশিয়া জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

ব্যাংক এশিয়াতে বিজনেস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ব্যাংক এশিয়া লিমিটেড (Bank Asia Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেড চাকরিপ্রার্থীদের জন্য “বিজনেস অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ১৮ মার্চ, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নামঃ বিজনেস অফিসার
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: ইউনিয়ন/ উপজেলা ডিজিটাল পোস্ট অফিস।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রী ধারীরা আবেদন করতে পারবেন।
✓ সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ২.৫০ এবং ৫-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
✓ শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য।
✓ এই পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ১৮ মার্চ, ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
✓ ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বেতন-ভাতা ও সুযোগ সুবিধাঃ
✓ প্রবেশন সময়কাল ২ বছর।
✓ ব্যাংকের নীতি অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতিঃ
✓ কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
✓ ব্যাংক এশিয়া লিমিটেড কোনও কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনও আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৮ মার্চ, ২০২২।

আরও দেখুন:
 বেছে নিন ব্যাংকিং পেশা

সোর্সঃ ব্যাংক এশিয়া লিমিটেড

About Bank Asia Limited:
In the year 1999, Bank Asia Ltd was launched by a group of successful entrepreneurs with recognized standings in the society. The management of the Bank consists of a team led by senior bankers with decades of experience in national and international markets. The senior management team is ably supported by a group of professionals, many of whom have exposure in the international market.

A career at Bank Asia Limited offers an opportunity to touch a life with growth and social status. It tries to provide a social status and feeling of self actualization with its Brand image. If you want to be part of a company whose actions reflect their ethics, whose people live their guiding principles, consider a career at Bank Asia Limited. We understand that people are the center of our success. Our highly-skilled and trained employees go out of their way to provide the best services to customers. Working at Bank Asia can offer you the opportunity of an exciting career as well as a social status/recognition with its Brand image.

As a Bank Asia employee you will be privileged to work as part of a team with good working conditions and the opportunity for continuous development and training. We constantly strive to identify and define the intangible characteristics that contribute to our unique culture and aim to reinforce them in everyday life. We want our employees to have a clear vision for the business and to foster enthusiasm to drive superior performance. Bank Asia is committed to bring first-class resources through its exclusive talent management program.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button