ব্যাংক আলফালাহ্ লিমিটেডব্যাংকস ইন বাংলাদেশ

ব্যাংক আলফালাহ্ লিমিটেড

ব্যাংক আলফালাহ লিমিটেড (Bank Alfalah) পাকিস্তানের একটি প্রাইভেট ব্যাংক, যা আবুধাবী গ্রুপের মালিকানাধীন। পাকিস্তানের ১৯৮৪ সালের কোম্পানী আইন অনুসারে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে ১৯৯৭ সালের ২১ জুন তারিখে নিবন্ধিত হয় এবং কার্যক্রম শুরু করে ঐ বছরেরই ১ নভেম্বর তারিখে। ১৬ মে, ০০৫ ব্যাংক আলফালাহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শামিল ব্যাংক বাহরাইনের নাম পরিবর্তন করে ১৭.৮৮ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে কার্যক্রম শুরু করে। এটি পাকিস্তানের বাইরে ব্যাংকের প্রথম শাখা ছিল। আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকের একটি আন্তর্জাতিক প্রতিনিধি অফিস রয়েছে। বর্তমানে ব্যাংকটির দেশে ৬ টি ATM বুথ এবং টি শাখা রয়েছে। ব্যাংকটি প্রিমিয়ার আর্থিক সেবা সংস্থা হিসেবে স্থানীয় এবং বিশ্বব্যাপী বিভিন্ন বিভাগে আর্থিক পণ্য এবং সার্ভিসে কাজ করে যাচ্ছে। ব্যাংক আলফালাহ লিমিটেডের লক্ষ্য হল উদ্ভাবনী পণ্যগুলোর বিকাশ শক্তিশালীকরণ এবং ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য সর্বাধিক মান উন্নয়নে অবদান রাখা

বর্তমানে পাকিস্তানের অভ্যন্তরে ব্যাংকটির শাখার সংখ্যা ৪৭১টি। এছাড়াও এটি আফগানিস্তান, বাংলাদেশ এবং বাহরাইনএ তাদের কার্যক্রম পরিচালনা করে।

 ক নজরে 

নামBank Alfalah (ব্যাংক আলফালাহ)
লোগো
লিগ্যাল স্টাটাসপাবলিক লিমিটেড কোম্পানী
প্রতিষ্ঠাকাল১৯৯৭
ধরনপ্রাইভেট ব্যাংক
ক্যাটাগরিকমার্শিয়াল ব্যাংক
উৎপত্তিবিদেশী ব্যাংক
কোড০৬৫
ঠিকানা১৬৮ গুলশান এভিনিউ, ঢাকা, ২১২
টেলিফোন+৮৮০৮৮৩৩১১২(এক্স ২০৫, ২১৯)
ফ্যাক্স+৮৮০২ ৯৮৯৬৭৮২
ইমেইলcustomercomplaint@bankalfalah.com.bd
ওয়েবসাইটwww.bankalfalah.com/bd
সুইফটALFHBDDH

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
রিলেটেড লেখা

 সার্ভিস 

Bank Alfalah কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। Bank Alfalah এর সেবাসমূহ নিম্নে তুলে ধরা হলো
– লোন বা ঋণ
– আমানত হিসাব
– SMS এসএমএস এলার্ট সার্ভিস
– লকার সুবিধা
– ইন্টারনেট ব্যাংকিং
– বাণিজ্যিক ব্যাংকিং
– ইসলামী ব্যাংকিং
– কার্ড সেবা
– কনজুমার লোন
– এটিএম পরিসেবা।

উপরোক্ত পণ্য এবং সেবার পাশাপাশি Bank Alfalah ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিস প্রদান করে। POS এবং ATM বিস্তৃত নেটওয়ার্ক আপনার ব্যাংকিংকে সহজ এবং ঝুঁকি মুক্ত রাখবে

 শাখা 

বাংলাদেশে Bank Alfalah  টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। Bank Alfalah এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখা ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা বিভাগ ও জেলা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর নামের তালিকা সাজিয়েছি।

BranchDistrictTelephone
AgrabadChittagong031 2510481-8
DhanmondiDhaka02 9126237, 9123578
GulshanDhaka02 8833112-4, 9855768
MirpurDhaka02 9028451, 9028452
MotijheelDhaka02 9587890-4
UttaraDhaka02 8991619, 8991736
SylhetSylhet0821 711487, 711268, 711796

 ATM বুথ 

Bank Alfalah  টি ATM বুথ রয়েছে। আপনি নীচে তালিকা থেকে সরাসরি আপনার কাছাকাছি বুথটি বেছে নিতে পারেন। Bank Alfalah  ATM Booth এর নাম, অবস্থান সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ ATM Booth এর ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা জেলা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে ATM Booth গুলোর নামের তালিকা সাজিয়েছি।

Booth NameAddress
AgrabadAs-Salam Tower, 57 Sabdar Ali Rd, Agrabad C/A, Chittagong 4100
DhanmondiHouse 81/A, Road 8/A,Satmasjid Road, Dhanmondi, Dhaka 1209
Gulshan168 Gulshan Avenue, Dhaka 1212
MirpurLakewood Avenue Plot 1, Avenue 1, Block D, Section 11, Mirpur, Dhaka 1216
UttaraHouse 4, Garib E Newaz Avenue Road, Sector 11, Uttara, Dhaka 1230
MirabazarMerchant Tower, 582 East Mira Bazar, Mira Bazar Road, Sylhet 3100

 রাউটিং নম্বর 

Bank রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের সংখ্যা ব্যাংক কোড, সংখ্যা জেলা কোড, সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচেবামে মুদ্রিত থাকে

Bank Alfalah  মোট টি শাখা রয়েছে। আমরা জেলা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি।

Branch NamesRouting No.
Agrabad Branch065150137
Dhanmondi Branch065261189
Gulshan Branch065261721
Mirpur Branch065262988
Motijheel Branch065271782
Uttara Branch065264636
Sylhet Branch065913558

 কার্ড 

Bank Alfalah তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকিং সহজ ও সাবলীল করার জন্য বিভিন্ন ধরনের কার্ড প্রদান করে। আপনার সাথে এই কার্ড থাকলে নগদ অর্থ বহন করার প্রয়োজন হবে না, খাওয়াদাওয়া বা ভ্রমণ করা যাই হোক না কেন সকল সুবিধা পাবেন। এই কার্ড ব্যবহার করা খুব সহজ এবং সুরক্ষিত।

আপনি সহজেই Bank Alfalah এর যেকোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলে কার্ড পেতে পারেন। আবেদন ফরম পূরণ করে জমা দেয়ার ৭ কার্যদিবসের মধ্যে কার্ডটি পাবেন।

বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নিম্নে ব্যাংক আল ফালাহ এর ভিসা ডেবিট কার্ডের সুবিধা সমূহ তুলে ধরা হলো

ব্যাংক আলফালাহ ভিসা ডেবিট কার্ড আপনাকে নগদ অর্থ বহন করা বা চেক লেখার ঝুঁকি থেকে বাঁচাবে। পাশাপাশি বাংলাদেশে ইলেকট্রনিক পেমেন্টের মানসিকতা তৈরি করে। ভিসা লোগো সম্বলিত ১৫০০০ এরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ৪০০০ এটিএম এ দেশব্যাপী বিস্তৃত সেবা নিশ্চিত করে।
মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স অনুসন্ধান
দৈনিক ৫০,০০০ টাকা ফান্ড ট্রান্সফার
এটিএম থেকে ৫০,০০০ টাকা দৈনিক উত্তোলন
রিটেইল ক্রয় সীমা দৈনিক ৫০,০০০ টাকা
– SMS এলার্ট অ্যাক্টিভেট করতে ফোন ব্যাংকিং (৮১৯১৭৫১) এ কল করুন।
লেনদেন বিবরণী
এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফার।

কার্ড ও লেনদেন ফি
কার্ড ইস্যু ফি= ৫০০ টাকা
কার্ড নবায়ন ফি= ৫০০ টাকা
কার্ড রিপ্লেসমেন্ট ফি= ৩০০ টাকা
পিন জেনারেশন ফি= ফ্রি
ব্যাংক আলফালাহ এটিএম থেকে ক্যাশ উত্তোলন= ফ্রি
– OMNIBUS সদস্য ব্যাংক এটিএম থেকে ক্যাশ উত্তোলন= ১৫ টাকা প্রতি লেনদেন (ভ্যাট সহ)
– NPSB সদস্য ব্যাংক এটিএম থেকে ক্যাশ উত্তোলন= ১৫ টাকা প্রতি লেনদেন (ভ্যাট সহ)
– VISA সদস্য ব্যাংক এটিএম থেকে ক্যাশ উত্তোলন= ২৫ টাকা প্রতি লেনদেন (ভ্যাট সহ)
খুচরো লেনদেন (যেকোন POS) ফ্রি
ফান্ড স্থানান্তর
ব্যাংক আলফালাহ এটিএম ফি= ফ্রি
SMS এলার্ট ফি= ফ্রি।

ATM কার্ড ইন্সট্রাকশন পেতে ক্লিক করুন এখানে

 লোন 

Bank Alfalah তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের ঋণ বা ক্রেডিট দিয়ে থাকে। নিম্নে Bank Alfalah ঋণ সমূহ তুলে ধরা হলো

Working Capital Finance বা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স
অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান গুলো প্রায়ই প্রয়োজনীয় অর্থের উপর যথেষ্ট চাপ অনুভব করে নগদ ক্যাশ প্রবাহ এবং বহিঃপ্রবাহ, সময়সীমা পার্থক্য, বিদ্যমান সুযোগ সুবিধাগুলোর উন্নতি এবং ব্যবসা সম্প্রসারণের কারনে। আপনার নির্দিষ্ট স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী তহবিল প্রয়োজনীয়তা পূরণের জন্য ব্যাংক আলফালাহ এর ডেডিকেটেড ব্যবস্থাপকদের সাথে যোগাযোগে ঋণ সমাধান তে পারে। ব্যাংক আলফালাহ আপনার প্রয়োজনগুলোউপযুক্ততা যাচাই করে ওভারড্রাফ্ট বা ওয়ার্কিং পুঁজি ঋণের মাধ্যমে ফাইন্যান্স প্রদান করে থাকে। এই পণ্য ক্লায়েন্টদের তরল অবস্থা হ্রাস করার জন্য ডিজাইন করা হয়ে থাকে

Trade Finance বা ট্রেড ফাইন্যান্স
ব্যাংক আলফালাহ তাদের কর্পোরেট ক্লায়েন্টদের চাহিদা পূরণের জন্য বিস্তৃত বাণিজ্য পরিষেবার জন্য একটি অফার প্রদান করছেব্যাংক আলফালাহ তাদের কর্পোরেট ক্লায়েন্টদেরকে নিম্নোক্ত সেবা সমূহ দিয়ে থাকে
লেটার অব ক্রেডিট আমদানী
ব্যাক টু ব্যাক এলসি আমদানী
আমদানী ও রপ্তানি বাণিজ্য
আমদানির বিপরীতে অগ্রিম প্রদান
রপ্তানি বিল সংগ্রহ, স্থানীয় বিল ছাড়করণ, অগ্রিম পরিশোধ/পরামর্শ/নিশ্চিতকরণ/ক্রেডিট রপ্তানীর চিঠির হস্তান্তরসহ রপ্তানি।
বিভিন্ন গ্যারান্টি ইস্যু, যেমন বিড বন্ড/পারফরম্যান্স বন্ড/অগ্রিম পেমেন্ট গ্যারান্টি/কাস্টমস বন্ড এবং অন্যান্য স্ট্রাকচার্ড ট্রেড সমাধান।

 হিসাব

Bank Alfalah তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রেখেছেনিম্নে অ্যাকাউন্টের নাম ও সুবিধা সমূহ তুলে ধরা হলো

Alfalah Current Account বা আলফালাহ চলতি হিসাব
চলতি হিসাবের মাধ্যমে আপনার দৈনন্দিন ব্যাংকিং সুবিধার সাথে উপভোগ করুন যে কোন শাখা থেকে নগদ ও তাত্ক্ষণিকভাবে ক্যাশ উত্তোলন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম জমার পরিমাণ ১০,০০০ টাকা
প্রথম চেক বই ফ্রি
মাসিক একাউন্ট বিবৃতি ফ্রি
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
ভিসা ডেবিট/এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলন, যা দেশ জুড়ে ৪,০০০ এরও বেশি এটিএম এবং ১৫,০০০ ভিসা আউটলেট ব্যবহার করা যেতে পারে
আনলিমিটেড ট্রানজেকশন
কোন সর্বনিম্ন ব্যালেন্স প্রয়োজন নেই।

Alfalah Udyog Current Account বা উদ্যোগ চলতি হিসাব
উদ্যোগ চলতি হিসাবের মাধ্যমে আপনার দৈনন্দিন ব্যাংকিং সুবিধার সাথে উপভোগ করুন যে কোন শাখা থেকে নগদ ও তাত্ক্ষণিকভাবে ক্যাশ উত্তোলন। যে কোনও শাখায় চেক লিখা এবং অনলাইন লেনদেন পরিচালনা করা যায়।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম মাসিক জমার পরিমাণ ১,০০,০০০ টাকা
চেক বই ফ্রি
বিনামূল্যে স্থায়ী নির্দেশাবলী
মাসিক একাউন্ট বিবৃতি ফ্রি
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
জমাকৃত অর্থের ৯০% ঋণ নেয়া যায়
মাসে ৫টি পেঅর্ডার/ ডিডি ফ্রি।

Alfalah Foreign Currency Account বা আলফালাহ বিদেশী মুদ্রা হিসাব
নিরাপত্তা, সহজ লেনদেন এবং সুবিধার সাথে আপনার বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনা করতে ফরেন কারেন্সি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
ফরেন কারেন্সি কারেন্ট অ্যাকাউন্ট অলাভজনক চেক হিসাব
এই হিসাব মার্কিন ডলারে খুলতে হয়
মাসিক আনলিমিটেড জমা ও উত্তোলন।

Alfalah Savings Account বা আলফালাহ সঞ্চয়ী হিসাব
সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য সহ আপনার মৌলিক ব্যাংকিং চাহিদা উপভোগ করে আপনার সঞ্চয়ের উপর মুনাফা অর্জন করতে আলফালাহ সঞ্চয়ী হিসাব খুলতে পারেন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম জমার পরিমাণ ১০,০০০ টাকা
প্রথম চেক বই ফ্রি
ষান্মাসিক একাউন্ট বিবৃতি ফ্রি
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
ভিসা ডেবিট/এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলন, যা দেশ জুড়ে ৪,০০০ এরও বেশি এটিএম এবং ১৫,০০০ ভিসা আউটলেট ব্যবহার করা যেতে পারে
আনলিমিটেড ট্রানজেকশন
কোন সর্বনিম্ন ব্যালেন্স প্রয়োজন নেই।
দৈনিক ভিত্তিতে প্রফিট গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য।

Alfalah Savings Plan বা আলফালাহ সঞ্চয় প্রকল্প
ক্রমবর্ধমান সঞ্চয়ের উপর মাসিক মুনাফা অর্জন করতে আলফালাহ সঞ্চয় পরিকল্পনা হিসাব খুলতে পারেন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম জমার পরিমাণ ২,০০০ টাকা
৫ বছর মেয়াদে এই হিসাব খোলা যায়
জমাকৃত অর্থের ৯০% ঋণ নেয়া যায়
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
,০০০২৫,০০০ টাকা পর্যন্ত আমানত পরিকল্পনা
দৈনিক ভিত্তিতে প্রফিট গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য
অতিরিক্ত অর্থ ৫০০ টাকার গুণিতক হারে জমা করা যায়।

Alfalah Premium Plus Savings Account বা আলফালাহ প্রিমিয়াম প্লাস সঞ্চয়ী হিসাব
মাস শেষে আপনার কিছু টাকা বেঁচে গেছে। আপনার জন্য রয়েছে আলফালাহ প্রিমিয়াম প্লাস সেভিংস একাউন্ট। এটি আপনাকে প্রতি মাসে একটি ভাল মুনাফা অর্জন করতে দেবে।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম জমার পরিমাণ ৫০,০০০ টাকা
আলফালাহ ডেবিট কার্ড ফ্রি
প্রতিটি লেনদেনের SMS এল্যার্ট
ফ্রি অনলাইন ব্যাংকিং সেবা।

Alfalah Monthly Premium Account বা আলফালাহ মাসিক প্রিমিয়াম হিসাব
যদি আপনার একটি ব্যবসা থাকে এবং এতে বড় লেনদেন হয় তবে আলফালাহ মাসিক প্রিমিয়াম অ্যাকাউন্টটি আপনার দৈনিক ব্যাঙ্কিং চাহিদা পূরণের জন্য সর্বোত্তম হতে পারে। এটা শুধুমাত্র একটি চলতি হিসাবের বৈশিষ্ট্যগুলির সাথে সাদৃশ্য নয় বরং এটি আপনাকে একটি সঞ্চয় অ্যাকাউন্টের সুবিধাও প্রদান করে।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম জমার পরিমাণ ১০,০০০ টাকা
প্রথম চেক বই ফ্রি
সুদ লাভের জন্য ৫,০০,০০০ টাকায সর্বনিম্ন দৈনিক ব্যালেন্স থাকতে হবে
ত্রৈমাসিক একাউন্ট বিবৃতি ফ্রি
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
ভিসা ডেবিট/এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলন, যা দেশ জুড়ে ৪,০০০ এরও বেশি এটিএম এবং ১৫,০০০ ভিসা আউটলেট ব্যবহার করা যেতে পারে
আনলিমিটেড ট্রানজেকশন
কোন সর্বনিম্ন ব্যালেন্স প্রয়োজন নেই।
দৈনিক ভিত্তিতে প্রফিট গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য।

Alfalah Rising Star বা আলফালাহ উদীয়মান তারকা
ছোট বেলা থেকেই সঞ্চয়ের মানসিকতা তৈরি করতে ব্যাংক আলফালাহ নিয়ে এসেছে ছাত্রদের জন্য Alfalah রাইজিং স্টার হিসাব। যদি আপনার সন্তানের বয়স ৬১৭ বছরের মধ্যে হয়, তাহলে আপনি তার নামে এই হিসাবটি খুলতে পারেন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম জমার পরিমাণ ১০০ টাকা
প্রথম চেক বই ফ্রি
ষান্মাসিক একাউন্ট বিবৃতি ফ্রি
আলফালাহ ডেবিট কার্ড ফ্রি
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
ভিসা ডেবিট/এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলন, যা দেশ জুড়ে ৪,০০০ এরও বেশি এটিএম এবং ১৫,০০০ ভিসা আউটলেট ব্যবহার করা যেতে পারে
আনলিমিটেড ট্রানজেকশন
কোন মাসিক ব্যালেন্স প্রয়োজন নেই।
দৈনিক ভিত্তিতে প্রফিট গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য
হিসাব রক্ষণাবেক্ষণ চার্জ ফ্রি।

Alfalah Salary Account বা আলফালাহ বেতন হিসাব
Alfalah বেতন হিসাব কর্মচারীদের বেতন প্রদান করে এবং তাদের সুবিধার্থে তাদের অফিস, বাড়ি বা অন্য কোথাও তাদের জন্য অসংখ্য সুবিধা প্রদান করে।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
দৈনিক ভিত্তিতে আকর্ষনীয় প্রফিট গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য
নূন্যতম জমার পরিমাণ ১০০ টাকা
প্রথম চেক বই ফ্রি
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
ভিসা ডেবিট/এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলন, যা দেশ জুড়ে ৪,০০০ এরও বেশি এটিএম এবং ১৫,০০০ ভিসা আউটলেট ব্যবহার করা যেতে পারে।

Alfalah Advance Profit বা আলফালাহ অগ্রিম লাভ
Alfalah অগ্রিম লাভ হিসাবের সাথে আপনি আপনার এক বছরের লাভ আগেই নিয়ে নিতে পারেন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নূন্যতম জমার পরিমাণ ১,০০,০০০ টাকা
আগাম ১২ মাসের মুনাফা প্রদান করা হয়
সুদ সমন্বয় সাপেক্ষে ম্যাচিউরিটির পুর্বেই ভাঙ্গানো যায়।

Alfalah Special Notice Account বা আলফালাহ বিশেষ নোটিশ হিসাব
যদি আপনি স্বল্পমেয়াদী সময়ের জন্য আপনার তহবিল আমানত রাখতে চান, তাহলে Alfalah বিশেষ নোটিশ হিসাবটি আপনার জন্য উপযুক্ত। একটি নির্দিষ্ট সময় নির্বাচন করুন যে সময়ে আপনি আপনার তহবিল রাখতে এবং প্রতিদিনের মুনাফা অর্জন করতে চান।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
দৈনিক ভিত্তিতে আকর্ষনীয় প্রফিট গণনা করা হয় এবং ষান্মাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য
প্রথম চেক বই ফ্রি
বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সেবা
ভিসা ডেবিট/এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলন, যা দেশ জুড়ে ৪,০০০ এরও বেশি এটিএম এবং ১৫,০০০ ভিসা আউটলেট ব্যবহার করা যেতে পারে
আনলিমিটেড ট্রানজেকশন
কোন মাসিক সর্বনিম্ন ব্যালেন্স প্রয়োজন নেই।

• বিঃ দ্রঃ
আপনি যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে চান তবে ৭ দিনের একটি ন্যূনতম নোটিশ প্রয়োজন। এমনকি অর্থ উত্তোলনের ক্ষেত্রে যদি ন্যূনতম ৭ দিনের নোটিশ দেওয়া না হয় আহলে সেই মাসের মুনাফা দেওয়া হবে না।

Alfalah Fixed Deposit Account বা আলফালাহ ফিক্সড ডিপোজিট হিসাব
একটি আলফালাহ ফিক্সড ডিপোজিট হিসাব খুলে আপনার সঞ্চয় বিনিয়োগ করুন এবং আপনার সঞ্চয়ের মুনাফা অর্জন করুন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
আকর্ষনীয় মুনাফার হার
১ মাস থেকে ২ বছর মেয়াদে এই হিসাব খোলা যায়
জমাকৃত অর্থের ৯০% ঋণ নেয়া যায়
সুদ সমন্বয় সাপেক্ষে ম্যাচিউরিটির পুর্বেই ভাঙ্গানো যায়।

ব্যাংক আলফালাহ মুনাফার হার ও অন্যান্য সার্ভিস চার্জ দেখতে ক্লিক করুন এখানে

 লকার 

আপনি আপনার মূল্যবান সম্পদ নিরাপদে রাখা একটি জায়গা খুঁজছেন, তাহলে আলফালাহ লকারের তুলনায় আর কোন ভাল বিকল্প নেই। এই সেবাটি আপনি আপনার সুবিধার্থে কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন।

• বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
ছোট, মাঝারি, বড় এবং অতিরিক্ত বড় সাইজের লকার পাওয়া যায়
ব্যক্তি, সংস্থা, সমিতি, ক্লাব এবং ট্রাস্ট কর্তৃক ভাড়া করা যেতে পারে
নমিনী সুবিধা পাওয়া যায়
আলফালাহ অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট অপশন
সুবিধাজনক এবং সহজে প্রবেশযোগ্য লোকেশন
বিনামূল্যে বীমা সুবিধা।

অতিরিক্ত বড় আকারের লকারগুলো শুধুমাত্র নির্বাচিত শাখাগুলোতেই পাওয়া যায়।

 ইন্টারনেট ব্যাংকিং 

Alfalah ইন্টারনেট ব্যাংকিং (অনলাইন ভিউ) এর মাধ্যমে আপনি এখন আপনার অ্যাকাউন্টের কার্যকলাপের নজর রাখতে পারেন এবং ২৪/৭ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন। নিম্নে Bank Alfalah র ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সমূহ তুলে ধরা হলো
আপনার হিসাব বিবরণী বিস্তারিত এবং সারাংশ দেখতে পারবেন
একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন
আপনার হিসাব বিবৃতি দেখা, ডাউনলোড এবং প্রিন্টরতে পারবেন
ব্যাংক আলফালাহ এর ২৪ ঘন্টা ফোন ব্যাংকিং ৮১৯১৭৫১ এ কল করার মাধ্যমে আপনি এই সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আলফালাহ ইন্টারনেট ব্যাংকিং এর ফর্ম ডাউনলোড করতে ক্লিক করতে পারেন। এখানে

২ মন্তব্য

  1. সব রকম লিংক দিলেন ধন্যবাদ অবশ্যই, কিন্তু Career সংক্রান্ত কোনো লিংক কিংবা তথ্য দিলে আরোও ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button