বাংলাদেশ কৃষি ব্যাংক (BKB)
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ Bangladesh Krishi Bank (BKB) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। ১৯৭৩ সালে রাস্ট্রপতি আদেশ নং–২৭ বলে প্রতিষ্ঠিত বাংলাদেশের কৃষির মতো প্রকৃতি নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক। আমানত,ঋণ,বৈদেশিক বানিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কৃষি ব্যাংক। গ্রাম–গঞ্জের ১০৩১ টি শাখার মধ্যে প্রায় ৩২০ টি অন–লাইন এবং ৩৬৫ টি অটোমেটেড শাখার মাধ্যমে বিশ্বের যে কোন দেশের প্রবাসীদের রেমিট্যান্সের টাকা দ্রুততম সময়ে স্বজনদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহ শহরে ৬টি এটিএম বুথের মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করছে।
ব্যাংকের নিজস্ব এটিএম বুথ ছাড়াও যে কোন ব্যাংকের এটিএম বুথ হতে টাকা উত্তোলন এবং কেনাকাটায় যে কোন পয়েন্ট অব সেলে খুব সহজেই কৃষি ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করা যায়। Mobile Financial Service (MFS) এর আওতায় খুব শীঘ্রই “বাংলা–ক্যাশ” নামে কৃ্ষি ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ডিজিটালাইজেশনে বাংলাদেশ কৃষি ব্যাংক অনেকদুর এগিয়ে আছে। বিকেবি এর প্রধান কার্যালয় কৃষি ব্যাংক ভবন, ৮৩–৮৫, মতিঝিল বা/এ, ঢাকা–১০০০ এ অবস্থিত।
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) প্রতিষ্ঠার পর থেকে কৃষি ক্ষেত্রের অর্থায়ন করছে উল্লেখযোগ্যভাবে। BKB বাণিজ্যিক ব্যাংকিংও করে। বিদেশে কাজ করা মানুষ সহজেই আমাদের টাকা অঙ্কন ব্যবস্থা মাধ্যমে টাকা পাঠাতে পারেন। বাংলাদেশের জনগণের প্রধান পেশা হচ্ছে “কৃষি“। জনসংখ্যার প্রায় ৮৫% কৃষিতে সরাসরি বা পরোক্ষভাবে নির্ভর করে যা জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ দেয়।
Bangladesh Krishi Bank (BKB) কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। Bangladesh Krishi Bank (BKB) এর সেবাসমূহ নিম্নে তুলে ধরা হলো– • Credit Programs বা ক্রেডিট প্রোগ্রাম এসএমই অর্থনীতিতে BKB গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসএমই তে প্রধান ক্ষেত্র হল: • Deposit schemes বা আমানত স্কিম • International Banking বা আন্তর্জাতিক ব্যাংকিং • Poverty alleviation বা দারিদ্র্য বিমোচন এর মাধ্যমে যে সেবা সমূহ BKB দিয়ে থাকে– উপরোক্ত পণ্য এবং সেবার পাশাপাশি Bangladesh Krishi Bank (BKB) ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিস প্রদান করে। POS এবং ATM বিস্তৃত নেটওয়ার্ক আপনার ব্যাংকিংকে সহজ এবং ঝুঁকি মুক্ত রাখবে। বাংলাদেশে Bangladesh Krishi Bank (BKB) এর ১০৩১ টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। Bangladesh Krishi Bank (BKB) এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা বিভাগ ও জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর নামের তালিকা সাজিয়েছি। বাংলাদেশে Bangladesh Krishi Bank (BKB) এর শাখা সমূহের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে Bangladesh Krishi Bank (BKB) তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকিং সহজ ও সাবলীল করার জন্য বিভিন্ন ধরনের কার্ড প্রদান করে। আপনার সাথে এই কার্ড থাকলে নগদ অর্থ বহন করার প্রয়োজন হবে না। এই কার্ডগুলো ব্যবহার করা খুব সহজ এবং সুরক্ষিত। বাংলাদেশ কৃষি ব্যাংক তার নিজস্ব ৬ টি এটিএম বুথ প্রতিষ্ঠা করেছে এবং পেমেন্ট সিস্টেমকে উন্নত করার জন্য সারা দেশে শক্তিশালী Q-Cash এটিএম নেটওয়ার্ক স্থাপন করেছে। BKB ২০১৩ সাল থেকে NPSB (National Payment System of Bangladesh) এর সক্রিয় সদস্য। বর্তমানে NPSB (National Payment System of Bangladesh) ডেবিট কার্ড সুবিধা চালু করেছে। • ATM এর সার্ভিস চার্জ বর্তমানে Bangladesh Krishi Bank (BKB) এর ৬ টি ATM বুথ রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে ATM Booth গুলোর নামের তালিকা সাজিয়েছি। 1. Panchlaish 2. Staff College 3. Motijheel 4. Khan A Sobur Road 5. Agri Varsity 6. Zindabazar Bangladesh Krishi Bank (BKB) তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের ঋণ বা ক্রেডিট দিয়ে থাকে। নিম্নে Bangladesh Krishi Bank (BKB) এর ঋণ সমূহ তুলে ধরা হলো– ক্রেডিট প্রোগ্রামকে ব্যাংকের প্রধান কার্যকরী বলা যেতে পারে। এই প্রোগ্রামটি কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য নিম্নোক্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছে। এসএমই অর্থনীতিতে BKB গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসএমই তে প্রধান ক্ষেত্র হল: • ঋণ আবেদনকারীর যোগ্যতা • ঋণ মূল তথ্য এবং পরিশোধ সময়কাল • শস্য ঋণের প্রয়েজনীয় কাগজপত্র • মেয়াদী ঋণের প্রয়োজনীয় কাগজপত্র • ঋণের প্রকারভেদ Bangladesh Krishi Bank (BKB) তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রেখেছে। নিম্নে অ্যাকাউন্টের নাম ও সুবিধা সমূহ তুলে ধরা হলো– • Current Account বা চলতি হিসাব চলতি হিসাব খুলতে প্রয়োজনীয় যোগ্যতা গ্রাহক সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র • Savings Account বা সঞ্চয়ী হিসাব সঞ্চয়ী হিসাব খুলতে প্রয়োজনীয় যোগ্যতা গ্রাহক সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র • Special Notice Deposit (SND) Account বা বিশেষ নোটিস ডিপোজিট (এসএনডি) অ্যাকাউন্ট সঞ্চয়ী হিসাব খুলতে প্রয়োজনীয় যোগ্যতা গ্রাহক সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র • Student Savings Account বা ছাত্র সঞ্চয়ী হিসাব Bank রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে–বামে মুদ্রিত থাকে। Bangladesh Krishi Bank (BKB) এর মোট ১০৩১ টি শাখা রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি। BKB স্কুল ব্যাংকিং হিসাবটি স্কুল বাচ্চাদের এবং তাদের বাবা–মাদের জন্য একটি বিশেষ ধরনের ব্যাংকিং যা শিশুদের ছোটবেলা থেকে সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল একটি সঞ্চয় আমানত অ্যাকাউন্ট যা শিক্ষার্থীর নামের সাথে শিরোনাম এবং অভিভাবক এর স্বাক্ষর দ্বারা যৌথভাবে পরিচালিত হয় যিনি অ্যাকাউন্টের নমিনী হতে পারেন। • স্কুল ব্যাংকিং এর নিয়ম এবং প্রবিধানব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। নাম Bangladesh Krishi Bank (BKB)
বাংলাদেশ কৃষি ব্যাংক লোগো লিগ্যাল স্টাটাস পাবলিক লিমিটেড কোম্পানী প্রতিষ্ঠাকাল ১৯৭৩ ধরন প্রাইভেট ব্যাংক ক্যাটাগরি বিশেষায়িত ব্যাংক উৎপত্তি লোকাল ব্যাংক কোড ০৩৫ ঠিকানা ৮৩–৮৫ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা, ১০০০ টেলিফোন +৮৮০–২ ৯৫৬০০২১ ফ্যাক্স +৮৮০–২ ৯৫৬১২১, ৯৫৫৬৯০৩, ৯৫৫৩০২৮ ইমেইল info@krishibank.org.bd ওয়েবসাইট www.krishibank.org.bd সুইফট BKBABDDH
– Corporate Financing বা কর্পোরেট ফাইন্যান্সিং
– Credit Program বা ক্রেডিট প্রোগ্রাম
– Deposit Scheme বা জমা স্কিম
– International Banking বা আন্তর্জাতিক ব্যাংকিং
– Loan Services of BKB বা BKB এর ঋণ সেবা
– Poverty Alleviation বা দারিদ্র্য বিমোচন
– Micro-credit Program বা মাইক্রোক্রেডিট প্রোগ্রাম
– Corporate Financing বা কর্পোরেট ফাইন্যান্সিং
BKB ২/৩ বছর আগে বড় উদ্যোক্তাদের অর্থায়ন শুরু করে। ইতিমধ্যে কর্পোরেট সংস্থা হিসেবে প্রান গ্রুপ, স্কয়ার গ্রুপ, পারটেক্স গ্রুপ, পদ্মা গ্রুপ এবং আরও কিছু প্রখ্যাত গ্রুপের কোম্পানি আর্থিক সহায়তা পেয়েছে।
ক্রেডিট প্রোগ্রামকে ব্যাংকের প্রধান কার্যকরী বলা যেতে পারে। এই প্রোগ্রামটি কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য নিম্নোক্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছে।
– ফসল
– মৎস্য
– পশু সম্পদ
– কৃষি ও সেচ যন্ত্রপাতি
– কৃষি ভিত্তিক শিল্প কৌশল প্রকল্প
– এসএমই
– মাইক্রো ক্রেডিট
– বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট ঋণের ৬০% ফসলের জন্য সংরক্ষিত।
– ব্যাংক মাছের চাষ এবং মাছের হ্যাচারির জন্য ঋণ বিতরণ করে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণের জন্য মাছ ও চিংড়ি চাষের জন্য হ্যাচারিগুলোও বিবেচিত হয়।
– দুধ উৎপাদনের জন্য গরু, ছাগল পালন এবং গরুর মাংস উৎপাদন করার জন্য ঋণ প্রদান করে। এর লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা।
– বাংলাদেশ কৃষি ব্যাংক চাষ ও সেচ ব্যবস্থার জন্য ঋণ প্রদান করে। মানুষ এখন ঐতিহ্যবাহী যন্ত্রপাতি এবং সিস্টেম থেকে আধুনিক ঐতিহ্যবাহী যন্ত্রপাতি এবং সিস্টেমে আগ্রহী। সুতরাং এটি একটি মান সম্মত পদ্ধতি। BKB খামার সরঞ্জাম উত্পাদন এবং বিপণন এর জন্য ঋণ প্রদান করে। এর পাশাপাশি পোল্ট্রি ও দুগ্ধ খামারের জন্য এবং রপ্তানি ভিত্তিক খাদ্য ও মাছ প্রক্রিয়াজাতকরণ উদ্ভিদের জন্য ঋণ প্রদান করে।
– বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স
– সফটওয়্যার
– হাল্কা প্রকৌশল
– কৃষি ক্ষেত্র
– চামড়া ও চামড়াজাত পণ্য
– পোষাক
– প্লাস্টিক এবং সিন্থেটিক্স
– স্বাস্থ্যসেবা
– শিক্ষা
– ফার্মাসিউটিক্যালস
– ফ্যাশন পণ্য
এই সেক্টরে BKB ২ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা লোন দিয়ে থাকে। বিস্তারিত জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।
বাণিজ্যিক ব্যাংক হিসাবে BKB গ্রাহকদের জন্য কিছু ভাল পরিকল্পিত ডিপোজিট স্কিম প্রদান করে। এগুলো হলো–
– বিশেষ নোটিশ জমা
– ফিক্সড ডিপোজিট
– টাইম ডিপোজিট
– শিক্ষা সঞ্চয়
– ডিপিএস
– এসপিএস
– শিক্ষক সঞ্চয়
– হজ ডিপোজিট এবং
– কৃষাণ–কৃষাণী আমানত ইত্যাদি
এই সমস্ত স্কিমগুলোতে আকর্ষণীয় সুদের হার রয়েছে (হজ্ব ব্যতীত)।
বাংলাদেশ কৃষি ব্যাংক রপ্তানি, আমদানি এবং রেমিটেন্সের সাথে সংশ্লিষ্ট সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে।বাংলাদেশ কৃষি ব্যাংক ১৯৮০ সাল থেকে বৈদেশিক মুদ্রা ব্যবসায়ে নিযুক্ত হয়েছে। এটি সব ধরনের রপ্তানি, আমদানি, রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা করে। কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের জন্য যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি এবং কৃষি পণ্য রপ্তানি, বিদেশী রেমিটেন্স এবং বৈদেশিক বিনিময় লেনদেন এবং সেবাসহ সব ধরণের কার্যক্রম চালানো হচ্ছে।
– ক্রেডিট পত্র (এলসি)
– বিল ক্রয়/ছাড়
– রপ্তানি ক্রেডিট (প্রাক চালান ও পোস্ট চালান)
– রেমিটেন্স (ইনওয়ার্ড, বহির্মুখী)
– বৈদেশিক মুদ্রা এবং ভ্রমণকারীদের চেক সংগ্রহ, ক্রয় এবং বিক্রয়
– ছাত্র শিক্ষা ফাইল রক্ষণাবেক্ষণ
– বৈদেশিক মুদ্রার নিশ্চয়তা।
– বৈদেশিক মুদ্রা হিসাব
– NFCD (নন–রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট) হিসাব
– RFCD (রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট) হিসাব
– ফরওয়ার্ড চুক্তি
– প্রতিবেদক ব্যাংকিং রিলেশন
– ডিলিং রুম
– SWIFT ইত্যাদি।
বাংলাদেশ কৃষি ব্যাংক তার মৌলিক কাজগুলোর একটি হিসেবে দারিদ্র্য বিমোচন করে যাচ্ছে। এটি দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মানুষের জন্য মাইক্রো ক্রেডিট সেবা প্রদান করে। এই সেবাগুলির মধ্যে কয়েকটি BKB একাই পরিচালনা করে থাকে এবং কিছু যৌথ উদ্যোগে করে থাকে। বিভিন্ন ধরনের প্রকল্পে স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করে। জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং সার্কের মত আন্তর্জাতিক সংস্থার প্রকল্পগুলোতে BKB কাজ করছে।
– আয় বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
– গ্রামীণ মহিলাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠার জন্য ক্ষমতায়ন করা।
– গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।
– দরিদ্র মানুষের দারিদ্র্যতা দূর করা।
– প্রাতিষ্ঠানিক ক্রেডিট সুবিধা প্রদান করা।
– গ্রামীণ সঞ্চয় চালু করা।
– গ্রামীণ সম্পদের সর্বোত্তম ব্যবহার করা।
– উৎপাদনশীল/অর্থনৈতিক কর্মকাণ্ডে গ্রামাঞ্চলে নিষ্ক্রিয় মানবসম্পদ উন্নয়ন করা।
আপনি সহজেই Bangladesh Krishi Bank (BKB) এর যেকোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলে কার্ড পেতে পারেন। আবেদন ফরম পূরণ করে জমা দেয়ার ৭ কার্যদিবসের মধ্যে কার্ডটি পাবেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম কার্ড লেনদেন চার্জ নিম্নে তুলে ধরা হলো–
– এটিএম কার্ড ইস্যু চার্জ: ৫০০ টাকা।
– এটিএম কার্ড ডুপ্লিকেট ইস্যু চার্জ: ৩০০ টাকা।
– এটিএম কার্ড রিনিওয়াল চার্জ: ৫০০ টাকা।
– NPSB চার্জ: ২২.৫০ টাকা (গ্রাহক ১৫ টাকা + ব্যাংক ৭.৫০ টাকা)।
_ ডুপ্লিকেট পিন ইস্যু চার্জ: ১৫০ টাকা।
– ব্যবহারকারী দিনে দুবার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং তার ডেবিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২০,০০০ টাকা (সর্বাধিক ৪ বার) নিতে পারবেন।
Road No. 6, CDA Avenue, Sholo Shahar, Panchlaish, Chittagong
Plot No. 3, Block A, Section 13, Ahsan Ullah Sarak, Mirpur, Dhaka
83-85 Motijheel C/A, Dhaka 1000
17-18 KDA C/A, Khan A Sobur Road, Khulna
University Campus, Mymensingh
House No. 549, Zinda Bazar, Sylhet
– ফসল
– মৎস্য
– পশু সম্পদ
– কৃষি ও সেচ যন্ত্রপাতি
– কৃষি ভিত্তিক শিল্প কৌশল প্রকল্প
– এসএমই
– মাইক্রো ক্রেডিট
– বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট ঋণের ৬০% ফসলের জন্য সংরক্ষিত।
– ব্যাংক মাছের চাষ এবং মাছের হ্যাচারির জন্য ঋণ বিতরণ করে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণের জন্য মাছ ও চিংড়ি চাষের জন্য হ্যাচারিগুলোও বিবেচিত হয়।
– দুধ উৎপাদনের জন্য গরু, ছাগল পালন এবং গরুর মাংস উৎপাদন করার জন্য ঋণ প্রদান করে। এর লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা।
– বাংলাদেশ কৃষি ব্যাংক চাষ ও সেচ ব্যবস্থার জন্য ঋণ প্রদান করে। মানুষ এখন ঐতিহ্যবাহী যন্ত্রপাতি এবং সিস্টেম থেকে আধুনিক ঐতিহ্যবাহী যন্ত্রপাতি এবং সিস্টেমে আগ্রহী। সুতরাং এটি একটি মান সম্মত পদ্ধতি। BKB খামার সরঞ্জাম উত্পাদন এবং বিপণন এর জন্য ঋণ প্রদান করে। এর পাশাপাশি পোল্ট্রি ও দুগ্ধ খামারের জন্য এবং রপ্তানি ভিত্তিক খাদ্য ও মাছ প্রক্রিয়াজাতকরণ উদ্ভিদের জন্য ঋণ প্রদান করে।
– বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স
– সফটওয়্যার
– হাল্কা প্রকৌশল
– কৃষি ক্ষেত্র
– চামড়া ও চামড়াজাত পণ্য
– পোষাক
– প্লাস্টিক এবং সিন্থেটিক্স
– স্বাস্থ্যসেবা
– শিক্ষা
– ফার্মাসিউটিক্যালস
– ফ্যাশন পণ্য
এই সেক্টরে BKB ২ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা লোন দিয়ে থাকে। বিস্তারিত জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।
> কৃষি কাজ সরাসরি নিয়োজিত প্রকৃত কৃষক কৃষি ঋণ পাওয়ার জন্য যোগ্য বিবেচনা করা হবে।
> খেলাপি ঋণ গ্রহীতা নতুন ঋণ পেতে যোগ্য হিসাবে বিবেচিত হবে না।
> বাংলাদেশ নাগরিকদের হতে হবে।
> প্রাপ্ত বয়স্ক ব্যক্তি হতে হবে।
> ঋণ ব্যবহার যোগ্যতাতে ঋণ পরিশোধের ক্ষমতা থাকা আবশ্যক।
> কোনও নগদ জন্য ব্যাংক ঋণের জন্য বিবেচনা করা হবে না।
> কোন উন্মাদ বা অবাধ্য বুদ্ধিমান ব্যক্তি ব্যাংক ঋণ উপযুক্ত বলে বিবেচিত হবে না।
> সৎ, সাহসী, উদ্যমী, উদ্যমী, সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতা, ব্যবস্থাপনা দক্ষ, কারিগরি ও বিপণন সংক্রান্ত জ্ঞান সম্পন্ন হবে।
> শিক্ষিত/সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ, ঝুঁকি বহন করা, দুর–দৃষ্টিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, নেতৃত্বের গুণাবলীর অধিকারী হতে হবে।
> এসএমই ঋণ: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে সরাসরি নিয়োজিত প্রকৃত উদ্যোক্তাগণ এসএমই ঋণ গ্রহীতা যোগ্য বলে বিবেচিত হবে।
> সাধারণভাবে খেলাপি ঋণ গ্রহীতা নতুন ঋণ পেতে যোগ্য বলে বিবেচিত হবে না।
> ক্ষুদ্র ঋতু ঋণ: শস্য উৎপাদন, কৃষিজাত পণ্য, মৎস্য চাষ, গরু ফাটাতন, আর্থ–সামাজিক কার্যক্রম, বিপণন এবং অন্যান্য উৎপাদনমূলক কার্যক্রমের জন্য প্রদান করা হয়। এই ঋণ সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়।
> মধ্যমেয়াদি ঋণ: ফল এবং ফুলের চাষ, মৎস্য চাষ, পশু সম্পদ, সেচ এবং কৃষি যন্ত্রপাতি, গ্রামীণ পরিবহণ, মধ্যময়ের প্রকল্প ইত্যাদি জন্য প্রদান করা হয়। এই ঋণ ১৮ মাসের ঊর্ধ্বে কিন্তু ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হয়।
> মেয়াদী ঋণ: উদ্যান উন্নয়ন, কৃষি ভিত্তিক শিল্প, কৃষিজাত খামার, রপ্তানিকারক দ্রব্যাদি উৎপাদন, চা বাগান উন্নয়ন, রাবার চাষ ইত্যাদি জন্য প্রদান করা হয়। এই ঋণ পরিশোধ সময় সীমার ৫ বছর ধরে নির্ধারণ করা হয় যা সাধারণ প্রকল্প আয় এবং গেস্টস্টন সময় উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
> বৈদেশিক বাণিজ্যিক ঋণ, এসএমই ঋণ, কনজিউমার লোন, বিপরীতে আমানত ঋণ প্রদান।
১. জাতীয় পরিচয়পত্রর ফটোকপি।
২. আবেদনকারীর দুই কপি (সত্যায়িত) পাসপোর্ট সাইজের ছবি।
৩. নাগরিকত্ব সনদপত্র।
৪. শস্য ঋণ এবং ব্যক্তিগত নিশ্চয়তার বিপরীতে ঋণের জন্য কোন আইনানুগ দলিলপত্র কিংবা কোন প্রকার স্বত্ব দলিলপত্রের প্রয়োজন হয় না, তবে মঞ্জুরী কর্তৃপক্ষ প্রয়োজনে উক্ত দলিল পত্রাদি পরীক্ষা করে দেখতে পারেন।
১. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
২. আবেদনকারীর দুই কপি (সত্যায়িত) পাসপোর্ট সাইজের ছবি।
৩. নাগরিকত্ব সনদপত্র।
৪. খতিয়ানের কপি সমূহ।
৫. খাজনার দাখিলাসহ মূল কবলা দলিল।
৬. নিলামের মাধ্যমে অর্জিত সম্পত্তির বেলায় খাজনার দাখিলাসহ বিক্রয় এবং দখল প্রদানের সার্টিফিকেট।
৭. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে মূল খতিয়ানের কপিসমূহ।
৮. ক্রয়কৃত সম্পত্তির ক্ষেত্রে মূল দলিল, ভায়া দলিল, খারিজ খতিয়ান, হালসনের খাজনার দাখিলা, মৌজা ম্যাপের ফটোকপি।
৯. ইজারার মাধ্যমে অর্জিত সম্পত্তির বেলায় খাজনার দাখিলাসহ দাতার মুল দলিল এবং দানপত্র দলিল (হেবা)।
১০. জামানতি সম্পত্তি অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি হইলে প্রস্তাবিত জামানতি সম্পত্তি ব্যাংকের বরাবরে বন্ধক দেওয়ার জন্য জেলা জজের অনুমতিপত্র ।
স্বল্প মেয়াদী ঋণ
শস্য ঋণ
রোপা আমন, বোরো, গম, আলু, আখ, সরিষা/বাদাম, ডাল/শীত কালীন শাকসবজি, আউশ/বোনা আমন, পাট, ভুট্টা, তিল/গ্রীষ্মকালীন শাক সবজী, তুলা, আদা/কচু, মৎস্যচাষ, চিংড়ি চাষ, একুয়াকালচার, রেণু উৎপাদন, লবণ চাষ, কলাচাষ ও বিবিধ, শস্যগুদাম ও বাজারজাতকরণ
চা উৎপাদন ঋণ
নগদ মুলধন ঋণ/চলতি মুলধন ঋণ
রপ্তানী ঋণ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, আলু সংরক্ষণ, কৃষি পণ্যের বিপণন, সার ও কীটনাশক ঔষধের ডিলার, কৃষি পণ্যের ক্ষুদ্র ব্যবসায়ী, অন্যান্য (এসএমই খাত সহ)
আর্থ–সামাজিক কার্যাবলী–আইফাদ/স্বনির্ভর ঋণ কর্মসূচী
মধ্যম মেয়াদী ঋণ
হালের বলদ/গ্রামীন যানবাহন
ফল ও অন্যান্য অর্থকরী ফসলের বাগান/পানবরজ/মিশ্র খামার, রেশম চাষ
স্বনির্ভর ঋণ কর্মসূচী/শিক্ষিত বেকার যুবক উন্নয়ন কর্মসূচী
সেচ যন্ত্রপাতি
পুকুরে মৎস্য চাষ
চিংড়ি চাষ (প্রকল্প আকারে)
সামুদ্রিক মৎস্য চাষ
আর্থ–সামাজিক কার্যাবল–আইফাদ আর, এফ, পি/স্বনির্ভর ঋণ কর্মসূচী
কৃষি যন্ত্রপাতি/খামার যন্ত্রপাতি
গাভী পালন/হাঁস–মুরগী পালন/ছাগল পালন/গরু মোটাতাজাকরণ/হাঁসের খামার
কুটির শিল্প/তাঁত শিল্প/পল্লী বিদ্যুতায়ন
দীর্ঘ মেয়াদী ঋণ
কৃষি ভিত্তক শিল্প
দুগ্ধ খামার
গবাদী পশুর খামার
হাঁস–মুরগী পালন/খামার
মৎস্য খামার
ফলের বাগান
ছোট আকারের কৃষি যন্ত্রপাতি উৎপাদন
চা বাগান উন্নয়ন
রাবার চাষ
প্রকল্প ঋণ
অন্যান্য ঋণ
আমানতের বিপরীতে ঋণ
কনজ্যুমার ঋণ
গ্রীণ ব্যাংকিং
এসএমই ঋণ
বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত ঋণ
এলটিআর
পিএডি (বিল অব এক্সচেঞ্জ), আইবিপি, প্যাকিং/ক্রেডিট।
BKB চলতি হিসাব খোলা খুবই সহজ। একটি চলতি হিসাব ব্যক্তিগত বা যৌথ নামে খোলা যায়।
– ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।
– বাংলাদেশের নাগরিক হতে হবে।
– দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় এই হিসাব খোলা যায় এবং লেনদেন করা যায়।
– আনলিমিটেড লেনদেন করা যায়।
– লেনদেণের নোটিফিকেশন পাওয়া যায়।
– সুদের হার: ০%
– হিসাব খোলার আবেদন ফরম পূরণ করতে হবে।
– আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
– আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
– নমিনীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ও ছবি।
– ট্রেড লাইসেন্স (প্রতিষ্ঠানের ক্ষেত্রে)।
– হিসাব খোলার ফর্মে উল্লিখিত শর্ত অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় তথ্য।
** বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
BKB সঞ্চয়ী হিসাব আপনাকে খুব সহজ পদ্ধতিতে আপনার ব্যাংকিং লেনদেন পরিচালনা করার স্বাধীনতা দেয়। যেকোনো বাংলাদেশী নাগরিক BKB এর যে কোন শাখায় সঞ্চয়ী হিসাব সর্বনিম্ন ১৮ বছর বয়সী ব্যক্তি বা গোষ্ঠী খুলতে পারেন। যা একক বা যৌথভাবে পরিচালিত হতে পারে। এই হিসাবে Q- Cash ডেবিট কার্ড এবং এটিএম সুবিধা পাওয়া যায়।
– ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।
– বাংলাদেশের নাগরিক হতে হবে।
–মাইনররা তাদের অভিভাবকের তত্ত্বাবধানে এই হিসাব খুলতে পারবে।
– দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় এই হিসাব খোলা যায় এবং লেনদেন করা যায়।
– লেনদেণের নোটিফিকেশন পাওয়া যায়।
– ব্যক্তিগত MICR চেক সুবিধা।
– এই হিসাবে বাৎসরিক হিসাবে সুদ দেয়া হয়।
– সুদের হার: ৩.৫০%
– একাউন্ট থেকে সপ্তাহে ৩ বার টাকা উত্তোলনযোগ্য।
– Q- Cash ডেবিট কার্ড এবং ২৪ ঘন্টা এটিএম থেকে ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়।
– হিসাব খোলার আবেদন ফরম পূরণ করতে হবে।
– আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
– আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
– নমিনীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ও ছবি।
– ট্রেড লাইসেন্স (প্রতিষ্ঠানের ক্ষেত্রে)।
– হিসাব খোলার ফর্মে উল্লিখিত শর্ত অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় তথ্য।
– সর্বনিম্ন জমার পরিমাণ ১০০০ টাকা।
** বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
বিশেষ নোটিস ডিপোজিট (এসএনডি) একটি সুদ বহনকারী আমানত যাতে অর্থ উত্তোলনের জন্য অগ্রিম নোটিশ প্রয়োজন।
– ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।
– বাংলাদেশের নাগরিক হতে হবে।
– দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় এই হিসাব খোলা যায় এবং লেনদেন করা যায়।
– লেনদেণের নোটিফিকেশন পাওয়া যায়।
– ব্যক্তিগত MICR চেক সুবিধা।
– নামমাত্র সার্ভিস চার্জ।
– এই হিসাবে বাৎসরিক হিসাবে সুদ দেয়া হয়।
– আকর্ষণীয় সুদের হার–৩.৫০%
– একাউন্ট থেকে সপ্তাহে ৩ বার টাকা উত্তোলনযোগ্য।
– Q- Cash ডেবিট কার্ড এবং ২৪ ঘন্টা এটিএম থেকে ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়।
– হিসাব খোলার আবেদন ফরম পূরণ করতে হবে।
– আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
– আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
– নমিনীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ও ছবি।
– ট্রেড লাইসেন্স (প্রতিষ্ঠানের ক্ষেত্রে)।
– হিসাব খোলার ফর্মে উল্লিখিত শর্ত অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় তথ্য।
– সর্বনিম্ন জমার পরিমাণ ১০০০ টাকা।
** বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
এই হিসাব খোলার নিয়মাবলী সঞ্চয়ী হিসাব খোলার মতই।
– সুদের হার: –১.০০%Branch Names Routing No. Badhal Bazar Branch 035010049 Bagerhat Branch 035010078 C&B Bazar Branch 035010302 Chacksree Bazar Branch 035010199 Chhitalmari Bazar Branch 035010252 Daibaghati Branch 035010315 Dargah Branch 035010344 Fakirhat Branch 035010465 Faltita Bazar Branch 035010494 Fulhata Bazar Branch 035010528 Gazalia Bazar Branch 035010557 Kachua Branch 035010731 Kalatola Branch 035010799 Mollahat Branch 035010915 Mongla Port Branch 035010973 Morrelganj Branch 035011035 Mukkhait Branch 035011369 Rampal Branch 035011219 Rayenda Bazar Branch 035011248 Sonnashi Bazar Branch 035011330 Town Noapara Branch 035011398 Alikadam Branch 035030045 Aziznagar Branch 035030074 Baichari Branch 035030108 Bandarban Branch 035030137 Lama Branch 035030195 Naikkhangchhari Branch 035030229 Roangchhari Branch 035030258 Ruma Branch 035030287 Thanchi Branch 035030311 Amtali Branch 035040048 Ayla Bazar Branch 035040077 Bamna Branch 035040101 Barguna Branch 035040130 Betagi Branch 035040222 Chandokhali Branch 035040251 Charduani Bazar Branch 035040280 Dowatala Branch 035040314 Fuljhuri Bazar Branch 035040343 Gourichanna Branch 035040406 Hasnabad Branch 035040435 Kukua Branch 035040556 Lemua Bazar Branch 035040585 Mokamia Branch 035040619 Patharghata Branch 035040677 Taltali Branch 035040701 Agailjhara Branch 035060073 Babuganj Branch 035060165 Baisari Branch 035060194 Bakerganj Branch 035060228 Banaripara Branch 035060257 Barisal Branch 035060286 Bhashanchar Branch 035060431 Choygram Bazar Branch 035060099 Gournadi Branch 035060828 Habibpur Bazar Branch 035060910 Harta Bandar Branch 035060123 Hizla Branch 035060978 Karfa Bazar Branch 035061106 Kazirhat Branch 035061122 Khasherhat Branch 035061180 Langutia Bazar Branch 035060110 Maheshpur Bazar Branch 035061393 Mahilara Branch 035061272 Maulvirhat Branch 035061427 Muladi Branch 035061456 Patarhat Branch 035061630 Raipasha Branch 035061751 Ratanpur Branch 035061780 Senerhat Branch 035061906 Sholak Branch 035062055 Sukhi Nilganj Branch 035062118 Taltali Branch 035062147 Ulania Bazar Branch 035062268 Uzirpur Branch 035062297 Bhola Branch 035090106 Borhanganj Bazar Branch 035090164 Borhanuddin Branch 035090193 Charfasson Branch 035090227 Dakshin Aicha Bazar Branch 035090319 Daulatkhan Branch 035090377 Dularhat Branch 035090401 Ilishahat Branch 035090469 Janata Bazar Branch 035090498 Keramatganj Bazar Branch 035090580 Kunjerhat Branch 035090643 Lalmohan Branch 035090706 Letra Bazar Branch 035090735 Manpura Branch 035090827 Mongal Sikder Branch 035090793 Roychand Branch 035090977 Tazumuddin Branch 035091000 Akhaura Branch 035120047 Ashuganj Branch 035120100 Austagram Bazar Branch 035120139 Awlia Bazar Branch 035120168 Baishmouza Bazar Branch 035120221 Bancharampur Branch 035120250 Bishwaroad Bazar Branch 035121217 Brahmanbaria Branch 035120434 Chandura Branch 035120555 Chargach Bazar Branch 035120618 Chatalpar Bazar Branch 035120647 Chayarkuri Bazar Branch 035120492 Gopinathpur Bazar Branch 035120821 Goshairpur Branch 035120850 Jibanganj Bazar Branch 035120942 Kaitala Branch 035120971 Kalikaccha Branch 035121004 Kasba Branch 035121033 Kuti Bazar Branch 035121091 Lalpur Bazar Branch 035121154 Laurfatehpur Branch 035121183 Nabinagar Branch 035121367 Nasirnagar Branch 035121396 Noorpur Bazar Branch 035121488 Sarail Branch 035121604 Satbarga Bazar Branch 035121691 Satmura Bazar Branch 035120089 Soyfullakandi Bazar Branch 035121309 Ainatali Bazar Branch 035130103 Ashikhati Branch 035130282 Bagra Bazar Branch 035130161 Bakila Bazar Branch 035130190 Chandpur Branch 035130316 Chandra Bazar Branch 035130466 Charbhairabi Branch 035130529 Chhangerchar Branch 035130495 Choto Sundar Bazar Branch 035130611 Faridganj Branch 035130679 Gazra Bazar Branch 035130703 Gulbahar Branch 035130824 Haimchar Branch 035130853 Hajiganj Branch 035130882 Kachua Branch 035130916 Kakairtala Bazar Branch 035130945 Kalirbazar Branch 035131007 Majigacha Bazar Branch 035131131 Master Bazar Branch 035131157 Matlab Bazar Branch 035131186 Munshirhat Branch 035131331 Nauribazar Branch 035131515 Pirojpur Bazar Branch 035131636 Puran Bazar Branch 035131665 Sachar Bazar Branch 035131810 Saheb Bazar Branch 035131960 Shaharpar Branch 035130095 Shahrasti Branch 035131999 Abur Hat Branch 035150075 Abutorab Bazar Branch 035150109 Agrabad Corporate Branch 035150138 Alamshapara Madrasha Branch 035150220 Anwara Branch 035150525 Ashrafali Chowdhury Hat Branch 035150246 Azadibazar Branch 035150738 Badamtali Branch 035150767 Bamansunder Darogarhat Branch 035150888 Banshkhali Branch 035150970 Baraiadhala Branch 035151061 Baraiarhat Branch 035151090 Boalkhali Branch 035151308 Bomanghat Branch 035151337 Budhpura Hat Branch 035151429 Chaitonnerhat Branch 035150112 Chaktai Chalpatty Branch 035151782 Chandanaish Branch 035151816 Chatori Branch 035151874 Chittagong Corporate Branch 035151966 College Bazar Branch 035152231 Dhoparhat Branch 035152536 Dohazari Branch 035152565 Fatikchhari Branch 035152749 Fazilkhar Hat Branch 035152778 Gachua Branch 035152923 Hathazari Branch 035153227 Heako Branch 035153285 Kalipur Branch 035153856 Kamal Bazar Branch 035153977 Katirhat Branch 035154121 Keranihat Branch 035154189 Khatunganj Branch 035154271 Khodarhat Branch 035154334 Kumira Branch 035154455 Lohagara Branch 035154668 Madanhat Branch 035154721 Mirsarai Branch 035155054 Napora Bazar Branch 035155470 Narayanhat Branch 035155504 Nazirhat Branch 035155591 Nazumia Hat Branch 035155625 Pahartali Chowmuhani Branch 035155959 Panchuria Dighirpar Branch 035156079 Patherhat Branch 035156132 Patiya Branch 035156161 Pomra Branch 035156190 Rangunia Branch 035156408 Rangunia College Branch 035156437 Raozan Branch 035156495 Sandwip Branch 035156916 Satkania Branch 035157065 Shiberhat Branch 035157302 Sholoshahar Branch 035157331 Sitakunda Branch 035157399 Tea Board Branch 035157607 Wahedpur Branch 035157728 Alamdanga Branch 035180045 Badarganj Bazar Branch 035180166 Chuadanga Branch 035180195 Damurhuda Branch 035180287 Gholdari Branch 035180379 Hizalgari Branch 035180524 Jagannathpur Branch 035180616 Jamjami Bazar Branch 035180553 Jibannagar Branch 035180582 Juranpur Branch 035180645 Uthali Branch 035180887 Adda Bazar Branch 035190077 Alishwar Bazar Branch 035190114 Amratali Branch 035190130 Asmania Bazar Branch 035190198 Baburchi Bazar Branch 035191726 Badarpur Branch 035190280 Bagmara Bazar Branch 035190093 Bangodda Bazar Branch 035190406 Barashalghar Branch 035190435 Barura Branch 035190493 Batisa Branch 035190293 Baukshar Bazar Branch 035190585 Bizra Bazar Branch 035190701 Brahmanpara Branch 035190769 Burichong Branch 035190822 Chaliakandi Branch 035191034 Chandina Branch 035190880 Chandla Branch 035190943 Chauddagram Branch 035191063 Chowdhury Bazar Branch 035191126 Comilla Branch 035191155 Darorabazar Branch 035191489 Daudkandi Branch 035191513 Debidwar Branch 035191605 Dhalua Branch 035191663 Dhamti Madrasa Branch 035191692 Dullai Nawabpur Dakhin Bazar Branch 035191847 Gairbanga Bazar Branch 035191968 Galiara Branch 035191997 Hasnabad Branch 035190206 Homna Branch 035192233 Hyderabad Branch 035192291 Joag Bazar Branch 035192396 Juranpur Branch 035192417 Kadair Bazar Branch 035190219 Kankapaith Branch 035192567 Kashinagar Branch 035192596 Khoshbash Branch 035190080 Lakhanpur Bazar Branch 035192688 Laksam Branch 035192712 Machimpur Branch 035192741 Manoharganj Branch 035193045 Maolana Saheber Bazar Branch 035192891 Miabazar Branch 035194123 Mohichail Branch 035193016 Muradnagar Branch 035193166 Naiyar Bazar Branch 035193195 Nangalkot Branch 035193258 Natherpetua Branch 035193311 Nimsar Bazar Branch 035192446 Police Line Branch 035193524 Shidlai Branch 035193911 Sonaimuri Bazar Branch 035193940 Banglabazar Branch 035220071 Bara Maheshkhali Branch 035220105 Chiringa Branch 035220192 Cox’s Bazar Branch 035220255 Dhurung Bazar Branch 035220347 Dulahazra Branch 035220376 Eidgaon Branch 035220400 Garjania Bazar Branch 035220468 Gorakghata Bazar Branch 035220439 Harbang Branch 035220521 Hnila Branch 035220497 Hoanok Branch 035220550 Kalarmarchara Branch 035220613 Kutubdia Branch 035220671 Matarbari Branch 035220734 Pakua Branch 035220826 Ramu Branch 035220855 Teknaf Branch 035220918 Ukhia Branch 035220947 Ashulia Bazar Branch 035260257 Badda Branch 035260349 Balia Branch 035260402 Balishwar Branch 035260707 Banani Corporate Branch 035260431 Bandurahat Branch 035270676 Chawkbazar Branch 035271275 Demra Bazar Branch 035271488 Dhamrai Branch 035261151 Dohar Branch 035272058 Farashganj Branch 035272232 Hazratpur Branch 035272658 Jurain Branch 035273310 Kamrangirchar Branch 035273581 Karwan Bazar Corporate Branch 035262534 Keraniganj Branch 035273644 Khamarbari Branch 035262592 Komarganjhat Branch 035273707 Mirpur Branch 035262989 Nandipara Bazar Branch 035274601 Nawabganj Branch 035274698 Principal Branch 035273910 Savar Branch 035264095 Shanirakhra Branch 035276317 Shaymoli Branch 035264303 Sholla Bazar Branch 035276496 Staff College Branch 035264545 Tajmahal Road Branch 035264453 Uttara Branch 035264637 Alfadanga Branch 035290043 Baburchar Branch 035290135 Bagat Branch 035290193 Baitul Aman Branch 035290227 Bakhunda Branch 035290256 Bhanga Branch 035290285 Bilgobindopur Branch 035290319 Boalmari Branch 035290348 Chandhat Branch 035290401 Charbhadrasan Branch 035290430 Faridpur Branch 035290522 Gopalpur Bazar Branch 035290643 Hajigonj Bazar Branch 035290764 Hat Krishnapur Branch 035290735 Ishan Gopalpur Branch 035290793 Kadirdi Bazar Branch 035290827 Kaulibera Branch 035290948 Khalilpur Bazar Branch 035291000 Laskardia Bazar Branch 035291039 Madhukhali Branch 035291097 Nagarkanda Branch 035291189 Pukhuria Branch 035291213 Purapara Bazar Branch 035290056 Sadarpur Branch 035291271 Saltha Bazar Branch 035291305 Talma Branch 035291426 Tambulkhana Bazar Branch 035291439 Aftab Bibirhat Branch 035300041 Amjadhat Branch 035300104 Box Mahmud Bazar Branch 035300283 Chhagalnaiya Branch 035300317 Daganbhuiyan Branch 035300375 Fazilpur Bazar Branch 035300496 Feni Branch 035300520 Fulgazi Branch 035300612 GM Hat Branch 035300641 Joylaskar Branch 035300762 Kuhuma Santir Bazar Branch 035300917 Kuraish Munshi Bazar Branch 035300920 Kutirhat Branch 035300946 Mukta Bazar Branch 035301145 Parshuram Branch 035301279 Shuvapur Branch 035301453 Sonagazi Branch 035301482 Amraid Bazar Branch 035330040 Awrakhali Bazar Branch 035330079 Fulbaria Branch 035330466 Jaina Bazar Branch 035330679 Kaliakair Branch 035330790 Kaliganj Branch 035330824 Kapasia Branch 035330882 Khirati Bazar Branch 035330932 Konabari Branch 035330945 Mirzapur Branch 035331065 Raniganj Bazar Branch 035331360 Sawraid Bazar Branch 035331399 Shafipur Branch 035331423 Sreepur Branch 035331481 Toknayan Bazar Branch 035331607 Tongi Branch 035331636 Banagram Branch 035350046 Bashbaria Branch 035350109 Batikamari Bazar Branch 035350138 Bhangarhat Branch 035350059 Bherarhat Branch 035350196 Boiltoli Branch 035350646 Chowdhuryhat Branch 035350259 Goalgram Madrasa Branch 035350312 Gohala Branch 035350341 Gopalganj Branch 035350370 Gopinathpur Branch 035350433 Kajulia Branch 035350554 Kashiani Branch 035350583 Kathi Bazar Branch 035350617 Kotalipara Branch 035350675 Muksudpur Branch 035350738 Nilfa Bazar Branch 035350767 Radhaganj Bazar Branch 035350888 Rajpat Bazar Branch 035350941 Ramdia Branch 035350970 Ratoil Bazar Branch 035351032 Tungipara Branch 035351090 Ujani Bazar Branch 035351124 Ajmiriganj Branch 035360049 Amuroad Bazar Branch 035360078 Bahubal Branch 035360131 Baniachong Branch 035360160 Chowmuhani Bazar Branch 035360315 Chunarughat Branch 035360344 Dubai Hajiganj Branch 035360407 Goplar Bazar Branch 035360557 Habiganj Branch 035360610 Imambari Branch 035360678 Kakilcheo Branch 035360731 Kalauk Branch 035360760 Kashimnagar Branch 035360799 Kaziganj Bazar Branch 035360823 Lakhai Branch 035360852 Madhabpur Branch 035360881 Madna Branch 035360915 Mirpur Branch 035360973 Murakari Branch 035361064 Nabiganj Branch 035361093 Nagura Branch 035361127 Nalmukh Bazar Branch 035361156 Nandanpur Bazar Branch 035361185 Paharpur Bazar Branch 035361248 Paniumda Branch 035361277 Shakir Mamud Branch 035361369 Sujatpur Bazar Branch 035361422 Sundarpur Bazar Branch 035361451 Teliapara Branch 035361543 Bahadurabad Branch 035390048 Bahatara Bazar Branch 035390356 Bakshiganj Branch 035390101 Baruamari Branch 035390251 Bausi Bangali Branch 035390314 Bhabki Bazar Branch 035390343 Bharuakhali Bazar Branch 035390127 Dewanganj Branch 035390464 Guthail Bazar Branch 035390677 Hazipur Bazar Branch 035390701 Islampur Branch 035390769 Jabbarganj Bazar Branch 035390114 Jagannathganj Ghat Branch 035390280 Jamalpur Branch 035390851 Madarganj Branch 035390222 Mahmudpur Bazar Branch 035390080 Melandah Branch 035391276 Milon Bazar Branch 035390064 Molamganj Bazar Branch 035391184 Nandina Branch 035391300 Narundi Bazar Branch 035391339 Natun Bazar Branch 035391368 Sharifpur Bazar Branch 035391555 Sharishabari Branch 035391489 Shyamganj Kalibari Branch 035391571 Sontia Bazar Branch 035391605 Tarakandi Branch 035391692 Tonki Bazar Branch 035390143 Tulshipur Bazar Branch 035390093 Bagharpara Branch 035410131 Chowgacha Branch 035410557 Gopalpur Bazar Branch 035410760 Hasanpur Branch 035410823 Jagadishpur Branch 035410915 Jessore Branch 035410944 Jhikargacha Branch 035411093 Kayemkhola Bazar Branch 035411185 Keshabpur Branch 035411219 Khedapara Bazar Branch 035411277 Kolagachi Branch 035410065 Kuada Bazar Branch 035411301 Lakhanpur Bazar Branch 035411369 Manirampur Branch 035411514 Moshiahati Branch 035411480 Narayanpur Bazar Branch 035411543 Navaron Branch 035411606 Noapara Branch 035411635 Rupdia Branch 035412021 Sharsha Branch 035412142 Shinghajhully Bazar Branch 035412205 Telidhannyapora Branch 035410052 Amua Branch 035420042 Basanda Branch 035420134 Binoykathi Branch 035420163 Chitky Bazar Branch 035420192 Galuabazar Branch 035420255 Jhalakathi Branch 035420318 Kaikhali Branch 035420347 Kathalia Bandar Branch 035420376 Nabagram Branch 035420439 Nalchity Branch 035420497 Nizamia Bazar Branch 035420271 Rajapur Branch 035420550 Ramachandrapur Bazar Branch 035420589 Taltala Bazar Branch 035420671 Baliadanga Bazar Branch 035440048 Bhairaba Bazar Branch 035440130 Bhalki Bazar Branch 035440169 Bhatoi Bazar Branch 035440198 Harinakunda Branch 035440493 Holidhani Branch 035440435 Jhenaidah Branch 035440648 Kachua Bazar Branch 035440769 Kaliganj Branch 035440798 Kastosagora Bazar Branch 035440880 Khulum Baria Branch 035440943 Kotchandpur Branch 035441005 Maheshpur Branch 035441092 Shailkupa Branch 035441184 Singibazar Branch 035441276 Dighinala Branch 035460044 Khagrachhari Branch 035460073 Lakshmichhari Branch 035460136 Manikchhari Branch 035460194 Matiranga Branch 035460228 Mohalchhari Branch 035460257 Panchhari Branch 035460286 Ramgarh Branch 035460310 Barakpur Branch 035470250 Batiaghata Branch 035470313 Birat Bazar Branch 035470342 Chandkhali Branch 035470526 Dacope Branch 035470647 Daulatpur Branch 035470700 Dumuria Branch 035470797 Jaigirmahal Branch 035471062 Jamira Bazar Branch 035471091 Kazdia Branch 035471367 KDA Bus Terminal Branch 035471420 Khulna Corporate Branch 035471541 Koyra Branch 035471783 Labonchara Branch 035471817 Nalian Bazar Branch 035471938 New Market Branch 035471996 Paikgachha Branch 035472087 Phultala Branch 035472140 Rupshaghat Branch 035472324 Shahpur Branch 035472445 Terokhada Branch 035472658 Adampur Branch 035480040 Austagram Branch 035480079 Bajitpur Branch 035480103 Bhairab Bazar Branch 035480224 Chouddashoto Board Bazar Branch 035480316 Chouganga Bazar Branch 035480116 Gachihata Bazar Branch 035480095 Goshair Bazar Branch 035480345 Hilochia Branch 035480374 Hossainpur Branch 035480408 Itna Branch 035480437 Joysiddi Branch 035480466 Karimganj Branch 035480558 Katiadi Branch 035480587 Kishoreganj Branch 035480679 Kuliarchar Branch 035480732 Latifabad Branch 035480761 Marichkhali Bazar Branch 035480853 Masua Bazar Branch 035480082 Mithamain Branch 035480945 Neamatpur Branch 035480974 Nikli Branch 035481007 Pakundia Branch 035481065 Sararchar Branch 035481094 Shimulkandi Bazar Branch 035481128 Tarail Branch 035481157 Ailchara Branch 035500041 Amla Branch 035500104 Bahalbaria Branch 035500162 Bara Bazar Branch 035500191 Barkhada Branch 035500254 Bheramara Branch 035500283 Dangmarka Bazar Branch 035500409 Daulatpur Branch 035500467 Jhaudia Branch 035500733 Juniadah Branch 035500704 Khoksa Branch 035500825 Kuchiamora Bazar Branch 035500854 Kumarkhali Branch 035500883 Kushtia Branch 035500946 Madhupur Bazar Branch 035501095 Mirpur Branch 035501066 Char Alexandar Branch 035510228 Char Falcon Branch 035510257 Char Gazi Branch 035510286 Chowdhury Bazar Branch 035510378 Dighali Bazar Branch 035510060 Hajirpara Branch 035510581 Jaksin Bazar Branch 035510615 Kader Panditer Hat Branch 035510644 Karunanagar Bazar Branch 035510707 Lakshmipur Branch 035510736 Majhirgaon Bazar Branch 035510794 Mitali Bazar Branch 035510886 Panpara Bazar Branch 035510910 Poddar Bazar Branch 035510949 Raipur Branch 035510978 Rakhalia Bazar Branch 035511001 Ramganj Branch 035511030 Torabganj Branch 035511180 Bajitpur Branch 035540043 Chanderchar Branch 035540106 Ghatakchar Bazar Branch 035540193 Gopalpur Hat Branch 035540227 Kalir Bazar Branch 035540256 Kalkini Branch 035540285 Khasherhat Branch 035540319 Madaripur Branch 035540401 Mather Bazar Branch 035540498 Pachchar Bazar Branch 035540614 Rajoir Branch 035540643 Sahebrampur Branch 035540672 Shibchar Branch 035540706 Tatikanda Branch 035540780 Utrail Hat Branch 035540827 Alamkhali Bazar Branch 035550046 Alokdia Branch 035550075 Amuria Bazar Branch 035550109 Arpara Branch 035550138 Bhabanhati Bazar Branch 035550196 Binodpur Branch 035550220 Dakkhin Mirzapur Branch 035550312 Jagdal Bazar Branch 035550433 Langalbad Branch 035550525 Magura Branch 035550554 Mohammadpur Branch 035550617 Nagra Bazar Branch 035550646 Radhanagar Branch 035550767 Sachilapur Branch 035550820 Satrujitpur Branch 035550859 Sreepur Branch 035550970 Baniajuri Branch 035560131 Charigram Branch 035560223 Daulatpur Branch 035560281 Ghior Branch 035560373 Harganj Branch 035560407 Harirampur Branch 035560436 Jagir Branch 035560465 Jhitka Branch 035560528 Joymontop Branch 035560573 Manikganj Branch 035560610 Mohadebpur Branch 035560702 Saturia Branch 035560760 Singair Branch 035560823 Baradi Branch 035570163 Dariapur Branch 035570192 Gangni Branch 035570226 Kathuli Branch 035570347 Meherpur Branch 035570376 Mujibnagar Branch 035570468 Ujalpur Branch 035570521 Baramchal Branch 035580137 Barlekha Branch 035580108 Bhatera Branch 035581815 Dighirpar Bazar Branch 035580461 Juri Branch 035580674 Kagabala Branch 035580737 Kamalganj Branch 035580766 Kulaura Branch 035580940 Monu Branch 035581031 Moulvibazar Branch 035581181 Mukam Bazar Branch 035581099 Rajnagar Branch 035581394 Sahidnagar Bazar Branch 035581578 Sherpur Bazar Branch 035581660 Sreemangal Branch 035581723 Aldi Bazar Branch 035590077 Baraikhali Bazar Branch 035590172 Betka Branch 035590251 Bhaberchar Branch 035590280 Charkewar Branch 035590343 Gazaria Branch 035590464 Gholtali Bazar Branch 035590493 Hashara Branch 035590585 Ichapura Branch 035590677 Laohajang Branch 035590851 Medinimondal Branch 035590943 Munshiganj Branch 035591034 Rarikhal Branch 035591184 Sholaghar Branch 035591339 Sirajdikhan Branch 035591276 Sreenagar Branch 035591421 Tongibari Branch 035591542 Agricultural University Branch 035610049 Ambikaganj Bazar Branch 035610078 Austadhar Bazar Branch 035610160 Bakta Bazar Branch 035610199 Batajore Branch 035610115 Bhaluka Branch 035610315 Birunina Bazar Branch 035610373 Chairbaria Bazar Branch 035610465 Chechua Bazar Branch 035610557 Dakatia Chowrasta Bazar Branch 035610599 Dawhakhola Bazar Branch 035610678 Dhalia Branch 035610760 Dhanikhola Branch 035610799 Dhobaura Branch 035610881 Dhurail Bazar Branch 035610081 Dohakhola Bazar Branch 035610702 Fulbaria Bazar Branch 035610944 Gafargaon Branch 035611006 Gayeshpur Bazar Branch 035611127 Gouripur Branch 035611064 Haluaghat Branch 035611156 Ishwarganj Branch 035611185 Jail Road Branch 035611219 Kandipara Branch 035611277 Kashiganj Branch 035611301 Kashiganj Bazar Branch 035611330 Maejbagh Bazar Branch 035611480 Maziali Branch 035611572 Moazzempur Branch 035611664 Modhupur Bazar Branch 035611451 Muktagachha Branch 035611693 Mymensingh Branch 035611756 Nagla Bazar Branch 035611877 Nandail Branch 035611901 Phulpur Branch 035610973 Seedstore Bazar Branch 035612089 Shohagi Bazar Branch 035612171 Shushuti Bazar Branch 035612155 Tarakanda Branch 035612263 Trishal Branch 035612355 Habakhali Branch 035650254 Kalia Branch 035650346 Lahuria Bazar Branch 035650409 Lohagara Branch 035650467 Naragati Bazar Branch 035650612 Narail Branch 035650641 Sheikhhati Bazar Branch 035650762 Araihazar Branch 035670047 Bandar Branch 035670168 Fatulla Branch 035670526 Golakandail Branch 035670584 Hossainpur Branch 035670647 Ichapura Bazar Branch 035670676 Jangalia Bazar Branch 035670700 Madanpur Branch 035670971 Mahjampur Bazar Branch 035671091 Narayanganj Corporate Branch 035671183 Poura Market Branch 035670089 Rupganj Branch 035671459 Satgaon Branch 035671512 Siddhirganj Branch 035671604 Sonargaon Branch 035671691 Algi Bazar Branch 035680066 Baburhat Branch 035680103 Bannar Bazar Branch 035680161 Baroicha Bazar Branch 035680190 Belabo Branch 035680253 Char Nagdibazar Branch 035680053 Char Subuddibazar Branch 035680374 Ghorashal Branch 035680495 Hatirdia Branch 035680558 Lakhpur Bazar Branch 035680640 Manohardi Branch 035680732 Morjal Bazar Branch 035680761 Munsefer Char Branch 035680774 Narsingdi Branch 035680853 Paikan Bazar Branch 035680116 Palash Branch 035680916 Poradia Bazar Branch 035681007 Raipura Branch 035681094 Shahe Protap Branch 035680095 Shekher Bazar Branch 035681249 Shibpur Branch 035681302 Atpara Branch 035720047 Barhatta Branch 035720076 Challisha Bazar Branch 035720139 Duoz Branch 035720168 Durgapur Branch 035720197 Hironpur Bazar Branch 035720250 Jatrabari Branch 035720313 Kadamsree Branch 035720405 Kalmakanda Branch 035720434 Kendua Branch 035720463 Khaliajuri Branch 035720492 Khalishaur Branch 035720526 Kurpar Branch 035720555 Madan Branch 035720618 Mohanganj Branch 035720676 Nazirpur Branch 035720700 Netrokona Branch 035720739 Purbadhala Branch 035720797 Shahitpur Bazar Branch 035720913 Shyamganj Branch 035720942 Tatirkona Branch 035720971 Abirpara Branch 035750088 Basurhat Branch 035750259 Bottoly Bazar Branch 035750288 Char Fakira Branch 035750462 Char Ishwar Branch 035750525 Chatkhil Branch 035750583 Chowmuhani Branch 035750675 Deoti Bazar Branch 035750888 Hajari Hat Branch 035751090 Jahajmara Branch 035751124 Kabirhat Branch 035751216 Kadirpur Branch 035751245 Karmullah Bazar Branch 035750091 Khasherhat Branch 035752028 Kutuber Hat Branch 035751511 Maijdee Court Branch 035751579 Mearhat Branch 035751603 Neazpur Branch 035751690 Ramnarayanpur Branch 035751937 Sahebalir Bazar Branch 035752149 Senbagh Branch 035752086 Sonapur Branch 035752260 Yeasin Hazirhat Branch 035750125 Amkhola Branch 035780061 Awliapur Branch 035780045 Baherchar Bandar Branch 035780137 Bauphal Branch 035780195 Chandpura Bandar Branch 035780229 Char Kajal Branch 035780258 Chiknikandi Bazar Branch 035780287 Chotobighai Bazar Branch 035780311 Dashmina Branch 035780340 Dumki Branch 035780432 Gabua Bazar Branch 035780461 Galachipa Branch 035780490 Kalaia Bandar Branch 035780582 Kalapara Branch 035780524 Karkhana Branch 035780674 Keshabpur Branch 035780708 Kuakata Branch 035780795 Lamna Barabazar Branch 035780087 Mohipur Branch 035780858 Muradia Branch 035780911 Nagarer Hat Branch 035780940 Panpatty Branch 035781060 Patuakhali Branch 035781099 Pukurjana Bazar Branch 035781215 Subidkhali Branch 035781273 Baitakata Branch 035790048 Baldia Branch 035790077 Bara Machua Branch 035790101 Bhandaria Branch 035790130 Chandipur Branch 035790169 Chiltala Bazar Branch 035790198 Dhanishafa Branch 035790222 Durgapur Branch 035790251 Ekri Bazar Branch 035790280 Gulishakhali Branch 035790314 Kalakhali Branch 035790406 Kaukhali Branch 035790435 Kawrikhara Branch 035790464 Kuriana Branch 035790493 Mathbaria Branch 035790527 Matibhanga Branch 035790556 Mulgramhat Branch 035790677 Nazirpur Branch 035790701 Pirojpur Branch 035790769 Sankarpasha Branch 035790880 Shapleza Bazar Branch 035790914 Swarupkathi Branch 035790972 Telikhali Branch 035791005 Zianagar Branch 035791063 Bagdulihat Branch 035820071 Bahadurpur Bazar Branch 035820105 Baliakandi Branch 035820163 Goalanda Branch 035820284 Habashpur Bazar Branch 035820347 Mrigi Bazar Branch 035820497 Mulghar Branch 035820521 Panchuria Bazar Branch 035820613 Pangsha Branch 035820671 Rajbari Branch 035820734 Ratandia Branch 035820826 Sonapur Bazar Branch 035820855 Sreepur Branch 035820884 Bagaichhari Branch 035840048 Barkal Branch 035840130 Bilaichhari Branch 035840169 Jurachhari Branch 035840251 Kaptai Branch 035840280 Kawkhali Branch 035840343 Longado Branch 035840372 Naniarchar Branch 035840406 Raikhali Bazar Branch 035840464 Rajasthali Branch 035840493 Rangamati Branch 035840527 Assasuni Branch 035870076 Baliadanga Bazar Branch 035870139 Bhomra Sthal Bandar Branch 035870289 Debhata Branch 035870371 Dhulihar Bazar Branch 035870405 Ghona Branch 035870463 Gunakarkati Branch 035870526 Kalaroa Branch 035870584 Kaliganj Branch 035870618 Khorda Bazar Branch 035870700 Krishnanagar Branch 035870739 Reoi Bazar Branch 035871062 Sakhipur Branch 035871183 Satkhira Branch 035871091 Shyamnagar Branch 035871217 Sonabaria Bazar Branch 035871246 Tala Branch 035871309 Bhedarganj Branch 035860107 Burirhat Bazar Branch 035860073 Chikondi Branch 035860165 Damudya Branch 035860194 DM Khali Bazar Branch 035860202 Dogri Bazar Branch 035860228 Gharishar Bazar Branch 035860310 Haturia Bazar Branch 035860378 Kaneshwar Bazar Branch 035860460 Kartikpur Bazar Branch 035860402 Kodalpur Bazar Branch 035860431 Lawkhola Branch 035860499 Nagerpara Bazar Branch 035860552 Naria Branch 035860581 Sakhipur Bazar Branch 035860644 Shariatpur Branch 035860673 Zajira Branch 035860707 Bazitkhila Branch 035890043 Bhayadanga Branch 035890072 Gazir Khamar Branch 035890135 Jhenaigati Branch 035890164 Kakorkandi Branch 035890180 Kurua Bazar Branch 035890256 Kusumhati Branch 035890285 Nakla Branch 035890319 Nalitabari Branch 035890348 Naljora Bazar Branch 035890377 Nayabil Bazar Branch 035890498 Patakata Bazar Branch 035890522 Sherpur Branch 035890551 Sreebordi Branch 035890643 Badaghat Branch 035900070 Bangla Bazar Branch 035900104 Bishwambarpur Branch 035900191 Boalia Bazar Branch 035900054 Chhatak Branch 035900225 Dawrai Bazar Branch 035900083 Derai Branch 035900254 Dharmapasha Branch 035900283 Dowarabazar Branch 035900346 Dungria Branch 035900375 Gobindaganj Branch 035900438 Golakpur Bazar Branch 035900467 Jagannathpur Branch 035900496 Jawa Bazar Branch 035900559 Joynagar Bazar Branch 035900588 Kalkalia Branch 035900641 Madhyanagar Branch 035900670 Mangalkata Bazar Branch 035900717 Mina Bazar Branch 035900704 Moinpur Bazar Branch 035900762 Patharia Bazar Branch 035900883 Rafinagar Branch 035900096 Rajaniganj Bazar Branch 035900917 Raniganj Bazar Branch 035900946 Sachna Bazar Branch 035901008 Shalla Branch 035901037 Shyamarchar Branch 035901066 Sunamganj Branch 035901129 Tahirpur Branch 035901211 Ambarkhana Branch 035910044 Balaganj Branch 035910165 Bandar Bazar Branch 035910194 Beanibazar Branch 035910310 Bhabaniganj Bazar Branch 035910349 Bishwanath Branch 035910431 Charkhai Branch 035910707 Chotul Bazar Branch 035910765 Companiganj Branch 035910910 Darpa Nagar Branch 035911122 Dewan Bazar Branch 035911272 Doyar Bazar Branch 035911319 Dubag Bazar Branch 035911335 Fenchuganj Branch 035911364 Golapganj Branch 035911601 Gowainghat Branch 035911669 Hadarpar Bazar Branch 035911706 Jaintiapur Branch 035911814 Kanaighat Branch 035912084 Khajanchigaon Branch 035912268 Moglabazar Branch 035912684 Ratanganj Bazar Branch 035913012 Salutikar Branch 035913104 Shiber Bazar Branch 035913375 Sylhet Corporate Branch 035913559 Tajpur Bazar Branch 035913841 Zakiganj Branch 035914129 Alokdia Branch 035930132 Awliabad Branch 035930282 Balla Bazar Branch 035930316 Bangra Branch 035930345 Basail Branch 035930374 Batholishadi Bazar Branch 035930129 Bhabkhanda Bazar Branch 035930408 Bhadra Bazar Branch 035930437 Bhuapur Branch 035930466 Charpara Bazar Branch 035930529 Delduar Branch 035930587 Dhanbari Branch 035930679 Elenga Branch 035930824 Ghatail Branch 035930916 Gopalpur Branch 035931007 Goyhatta Bazar Branch 035931065 Hatubhanga Branch 035931128 Jhawail Bazar Branch 035931210 Kachua Bazar Branch 035931249 Kakraid Branch 035931278 Kalihati Branch 035931302 Karatia Branch 035931360 Madhupur Branch 035931481 Mirzapur Branch 035931515 Mogra Bazar Branch 035930082 Nagarpur Branch 035931694 Nalua Bazar Branch 035931728 Porabari Branch 035931999 Sahabatpur Bazar Branch 035932080 Sajanpur Branch 035932114 Sakhipur Branch 035932206 Shimla Bazar Branch 035932235 Sholakuri Bazar Branch 035930095 Singuria Bazar Branch 035930190 Takterchala Bazar Branch 035930145 Tangail Branch 035932293
স্কুল ব্যাংকিং সংক্রান্ত নিয়ম এবং প্রবিধান ২৮ শে অক্টোবর ২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গ্রিন ব্যাংকিং এবং সিএসআর বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এই অধ্যাদেশের মূল অংশ–
১. হিসাব খোলা: ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে প্রযোজ্য হবে।
২. অ্যাকাউন্ট পরিচালনা: অ্যাকাউন্টটি পরিচালিত হবে পিতামাতা বা অভিভাবকদের দ্বারা।
৩. ফর্ম পূরণ: শিক্ষার্থী ও অভিভাবক উভয়কেই ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং আইনি অভিভাবকদের দ্বারা স্বাক্ষরিত হবে।
৪. হিসাবের ধরন: এটি একটি সঞ্চয় হিসাব।
৫. সর্বনিম্ন ব্যালেন্স: প্রাথমিক আমানত ন্যূনতম ১০০ টাকা।
৬. জাতীয়তা: ছাত্র এবং অভিভাবক/আইনি অভিভাবক উভয়ই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৭. হিসাব খোলার জন্য গুরুত্বপূর্ণ নথি: জন্ম সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট এর ফটোকপি ব্যাংকে জমা দিতে হবে।
৮. অর্থের উত্স: অর্থের উত্স নিশ্চিত করতে হবে।
৯. সার্ভিস চার্জ/ফি: এই ধরনের হিসাবে শুধুমাত্র সরকারি ফি কাটা হয়।
১০. স্কলারশিপ/স্টাইপেন্ডের অর্থ জমা: ছাত্ররা স্কলারশিপ বা স্টাইপেন্ড থেকে প্রাপ্ত টাকা তাদের অ্যাকাউন্টে জমা দিতে পারবে।
১১. শিক্ষা বীমা: শিক্ষার্থীরা এই অ্যাকাউন্টের অধীনে শিক্ষা বিমা সুবিধা পাবে।