বাংলাদেশ সরকার ইউএস ডলার প্রিমিয়াম বন্ড
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত অনিবাসী নাগরিক কর্তৃক প্রেরিত বৈদেশিক মুদ্রার সমমূল্য মার্কিন ডলারে ইস্যুকৃত বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত এক প্রকার সঞ্চয় Bond।
• US Dollar Premium Bond যারা ক্রয় করতে পারবেন
প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত অনিবাসী নাগরিক নিজ নামে, আবেদনে তার কর্তৃক উল্লেখিত ব্যক্তির নামে অথবা বাংলাদেশে তার Beneficiary এর নামে, বিদেশে লিয়েনে কর্মরত বাংলাদেশী সরকারি, সংবিধিবদ্ধ সংস্থা, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা ও কর্মচারী বিদেশে বাংলাদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারী।
• US Dollar Premium Bond এর স্ক্রিপের মূল্যমান
– USD ৫০০, USD ১,০০০, USD ৫,০০০, USD ১০,০০০ এবং USD ৫০,০০০।
– US Dollar Premium Bond এর মেয়াদ ৩ (তিন) বছর।
• US Dollar Premium Bond এর মুনাফার হার
– US Dollar Premium Bond এর মুনাফার হার মেয়াদান্তে ৭.৫% (ডলারে)।
– US Dollar Premium Bond মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে
– এক বছরের পূর্বে – কোন মুনাফা নেই।
– এক বছর পূর্তিতে – ৬.৫০%।
– দুই বছর পূর্তিতে – ৭.০০%।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
• US Dollar Premium Bond এর বিশেষ সুবিধা সমুহ
নিম্নে US Dollar Premium Bond এর বিশেষ সুবিধা সমূহ তুলে ধরা হলো-
– বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়ন ছাড়া প্রবাসী বাংলাদেশীগণ কেবল তাদের পাসপোর্ট এর কপি প্রদান করে এবং বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকগণ No VISA Required সিল সম্বলিত পাসপোর্ট এর কপি প্রদান করে বন্ড ক্রয় করতে পারবেন।
– বন্ড ক্রয়ের কোন নির্দিষ্ট সীমা নেই।
– নমিনি নিয়োগ এবং প্রয়োজনে নমিনি পরিবর্তন করা যায়।
– মুনাফা ইউ এস ডলারে হিসাবায়নের পর প্রাপ্য অর্থ টাকায় রুপান্তর করে প্রদান করা হয়।
– মেয়াদ শেষে মূল অর্থ পুনঃবিনিয়োগ এর সুবিধা।
– বন্ড জামানত রেখে দেশের যেকোন তফসিলি ব্যাংক থেকে ঋণ গ্রহণের সুবিধা।
– ১ মিলিয়ন ডলার বা তদূর্ধ্ব অংকের বিনিয়োগকারীগণ Commercially Important Person (CIP) এর মর্যাদা এবং CIP দের জন্য প্রযোজ্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
– বিনিয়োগকৃত অর্থের উপর ১৫% থেকে ২৫% পর্যন্ত (সর্বোচ্চ ২০ লাখ টাকা) মৃত্যু-ঝুঁকি সুবিধা।
– বন্ড হারিয়ে বা পুড়ে গেলে পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে কেবল থানায় জিডি করে ডুপ্লিকেট বন্ডের জন্য আবেদন করা যায়।
– আবেদন করার ২ মাস পর Duplicate Bond ইস্যুকরণ।
– মেয়াদপূর্তিতে মূল অর্থ বৈদেশিক মুদ্রায় বিদেশে প্রত্যাবাসন (Repatriate) করা যায়। ও
– বিনিয়োগের মূল অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত।
• US Dollar Premium Bond কোথায় পাওয়া যায়
বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকের এডি শাখা, বাংলাদেশী ব্যাংকসমূহের বৈদেশিক শাখা এবং বিদেশে কার্যরত বাংলাদেশী ব্যাংকসমূহের আওতাধীন Exchange company/Exchange House এ বাংলাদেশ সরকার ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড (US Dollar Premium Bond) পাওয়া যায়।
সূত্রঃ বাংলাদেশ ব্যাংক