বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সালের ১৬ নভেম্বর কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করে। ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে এই ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এ নিবন্ধিত। ২০১০ সালের ০৩ জানুয়ারি, ব্যাংকটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
ব্যাংকটি দেশে তার ৪৩ টি শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ব্যাংকটির অথরাইজ ক্যাপিটাল ১,০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা।
Bangladesh Development Bank Limited (BDBL) কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। BDBL আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের পাশাপাশি নিম্নোক্ত সার্ভিস দিয়ে থাকে– • International Banking বা আন্তর্জাতিক ব্যাংকিং • Development Banking বা উন্নয়নমূলক ব্যাংকিং • Bank Deposit বা ব্যাংক আমানত BDBL এর বিভিন্ন সেভিংস স্কিম গুলো হলো– • Loan বা ঋণ সারা দেশে Bangladesh Development Bank Limited (BDBL) এর ৪৩ টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। BDBL এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা বিভাগ ও জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর নামের তালিকা সাজিয়েছি। Principal Branch Dhaka Zone 1. Karwanbazar Branch 2. Elephant Road Branch 3. Motijheel Branch 4. Narayangonj Branch 5. Faridpur Branch 6. Mymensingh Branch 7. Madabdi Branch 8. Ashulia Branch (Palli Branch) 9. Hossainpur Branch 10. Mohadebpur Branch (Palli Branch) 11. Saturia Branch (Palli Branch) 12. Ashugonj Branch (Palli Branch) 13. Kanchpur Branch (Palli Branch) 14. Keraniganj Branch (Palli Branch) 15. Joinabazar Branch (Palli Branch) 16. Hemayetpur Branch (Palli Branch) 17. Sreenagar Branch (Palli Branch) 18. Tangail Branch Chittagong Zone 1. Agrabad Branch 2. Khatungonj Branch 3. Comilla Branch 4. Noakhali Branch 5. Sylhet Branch 6. Hobigonj Branch, Hobigonj 7. Brahmanbaria Branch, BRAHMANBARIA 8. Moulavibazar Branch, Moulavibazar 9. Cox’s Bazar Branch 10. Osmaninagar Branch (Palli Branch) 11. Islampur Branch (Palli Branch), Sylhet 12. Nabinagar Branch, Brahmanbaria (Palli Branch) Khulna Zone 1. Khulna Branch 2. Jessore Branch 3. Barisal Branch 4. Jhenidah Branch Rajshahi Zone 1. Bogra Branch 2. Dinajpur Branch 3. Rajshahi Branch 4. Rangpur Branch 5. Naogaon Branch 6. Pabna Branch 7. Kazirhat Branch (Palli Branch) 8. Mokamtala Branch (Palli Branch) Bangladesh Development Bank Limited (BDBL) তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের ঋণ বা ক্রেডিট দিয়ে থাকে। নিম্নে BDBL এর ঋণ সমূহ তুলে ধরা হলো– • Purpose বা উদ্দেশ্য BDBL যে সকল Loan বা ঋণ দিয়ে থাকে তা হলো– Bangladesh Development Bank Limited (BDBL) তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রেখেছে। নিম্নে অ্যাকাউন্টের নাম ও সুবিধা সমূহ তুলে ধরা হলো– • Current Deposit Account বা চলতি ডিপোজিট হিসাব (CDA) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Savings Accounts বা সঞ্চয়ী হিসাব (SA) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র সুদের হার • Short Notice Deposit (STD/SND) Account বা সংক্ষিপ্ত নোটিশ জমা (এসটিডি/এসএনডি) হিসাব বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Fixed Deposit Receipts বা স্থায়ী আমানত রিসিপ্ট (FDR) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Shanchaya Scheme বা সঞ্চয় প্রকল্প (SS) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Sikha Shanchaya Scheme বা শিক্ষা সঞ্চয় প্রকল্প (SSS) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Chikitsha Shanchaya Scheme বা চিকিৎসা সঞ্চয় প্রকল্প (CSS) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Marriage Shanchaya Scheme বা বিবাহ সঞ্চয় প্রকল্প (MSS) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Investment Scheme at Retirement বা অবসরকালীন বিনিয়োগ প্রকল্প (ISR) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Monthly Income Scheme বা মাসিক আয় প্রকল্প (MIS) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র • Double Benefit Scheme বা ডাবল বেনিফিট স্কিম (DBS) বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ প্রয়োজনীয় কাগজপত্র Bank রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে–বামে মুদ্রিত থাকে। Bangladesh Development Bank Limited (BDBL) এর মোট ৪৩ টি শাখা রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি।Bangladesh Development Bank Limited
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডলোগো লিগ্যাল স্টাটাস পাবলিক লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠাকাল ২০০৯ ধরন পাবলিক ব্যাংক ক্যাটাগরি বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক উৎপত্তি লোকাল ব্যাংক কোড ০৪৭ ঠিকানা BDBL ভবন, ৮ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ টেলিফোন +৮৮০-২ ৯৫৫৫১৫১-৫৯, ৯৫৬০০১৪-১৫ ফ্যাক্স +৮৮০-২ ৯৫৬২০৬১ ইমেইল info@bdbl.com.bd ওয়েবসাইট www.bdbl.com.bd সুইফট BDDBBDDH ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
– Foreign Trade Financing বা বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন
– Export Cash Credit বা রপ্তানি ক্যাশ ক্রেডিট
– Packing Credit বা প্যাকিং ক্রেডিট
– Purchase of Documentary Bills বা ডকুমেন্টারী বিল ক্রয়
– Local Documentary Bills বা স্থানীয় ডকুমেন্টারী বিল
– Foreign Documentary Bills বা বৈদেশিক ডকুমেন্টারী বিল
– Payment against Documents বা দলইলের বিপরীতে অর্থ প্রদান
– Loan against Imported Merchandise বা আমদানি বাণিজ্য ঋণ
– Loan against Trust Receipt বা ট্রাস্ট রিসিপ্টের বিপরীতে ঋণ
– Foreign Exchange Business বা ফরেন এক্সচেঞ্জ ব্যবসা
– Local L/C বা স্থানীয় এল/সি
– Import L/C বা আমদানি এল/সি
– Export Bill Collection বা রপ্তানি বিল সংগ্রহ
– Back to Back L/C বা Back to Back এল/সি
– Foreign Remittance বা বিদেশী রেমিটেন্স
– Foreign Exchange Buy & Sale বা ফরেন এক্সচেঞ্জ ক্রয় ও বিক্রয়।
– সিন্ডিকেট বিন্যাস এর (পাওয়ার অ্যান্ড এনার্জি, টেলিকমিউনিকেশন, ফাইবার অপটিক কেবল ইত্যাদি) উপর গুরুত্ব দিয়ে শিল্প ঋণ।
– পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) প্রজেক্ট (পোর্ট ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন যেমন–রোড, ওয়াটার এবং এয়ার ওয়েস ইত্যাদি)।
– ছোট ও মাঝারি উদ্যোগ (SME)-(যেমন– আইটি শিল্প, হার্ডওয়্যার এবং সফটওয়্যার উন্নয়ন)।
– কৃষি ভিত্তিক উদ্যোক্তাদের জন্য কাঁচামাল (যেমন– পাট এবং অন্যান্য শিল্প) এর উপর ঋণ প্রদান।
– গ্রিন ব্যাংকিং (পরিবেশগত এবং ইকো–বন্ধুত্বপূর্ণ শিল্প যেমন– স্বয়ংক্রিয় ইট ভাটা, নবায়নযোগ্য শক্তি ইত্যাদি)। ও
– লিজ ফাইন্যান্সিং।
BDBL এর হিসাবগুলো হলো–
– Current Deposit বা চলতি ডিপোজিট
– Savings Deposit বা সঞ্চয়ী ডিপোজিট
– Short Notice Deposit (STD/SND) Account বা সংক্ষিপ্ত নোটিশ জমা (এসটিডি/এসএনডি) হিসাব
– Short Term Deposit বা স্বল্প মেয়াদী আমানত
– Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট ও
– Deposit Pension Scheme বা পেনশন স্কিম ডিপোজিট।
– Shikkha Sanchay Scheme বা শিক্ষা সঞ্চয় প্রকল্প
– Chikitsha Sanchay Scheme বা চিকিৎসা সঞ্জয় প্রকল্প
– Marriage Savings Scheme বা বিবাহ সঞ্চয় প্রকল্প
– Investment Scheme at Retirement বা অবসরকালীন বিনিয়োগ প্রকল্প
– Monthly Income Scheme বা মাসিক আয় স্কিম ও
– Double Benefit Scheme বা ডাবল বেনিফিট স্কিম।
BDBL যে সকল Loan বা ঋণ দিয়ে থাকে তা হলো–
– Cash Credit (Hypothecation) বা ক্যাশ ক্রেডিট (হাইপোথিকেশন)
– Cash Credit (Pledge) ক্যাশ ক্রেডিট (প্রতিশ্রুতি)
– Working Capital Loan বা কার্যকরী ক্যাপিটাল ঋণ
– Secured Advances (Financial Obligation) বা সুরক্ষিত ঋণ (আর্থিক বাধ্যবাধকতায়)
– Over Draft (OD)
– Consumer Credit বা ভোক্তা ঋণ
– Personal Loan বা ব্যক্তিগত ঋণ
– Ashar Alo বা আশার আলো
– Kaler Chaka Takar Jhaka বা কালের চাকা টাকার ঝাকা
– Khamar Bari বা খামার বাড়ি ও
– Prosar বা প্রসার ঋণ।
BDBL Bhaban, 8, Rajuk Avenue, Dhaka-1000.
Telephone : 02-9558326
Email : principal@bdbl.com.bd
12, karwanbazar, Dhaka.
Telephone : 02-9144173
Email : kawranbazar@bdbl.com.bd
18, Regency Plaza, New Market, Dhaka-1205.
Telephone : 02-9675282
Email : elephantroad@bdbl.com.bd
49, Motijheel, AK Khan Building ,Dhaka-1000.
Telephone : 02-9560169
Email : motijheel@bdbl.com.bd
10, S M Maleh Road( 1st and 2nd Floor), Tan Bazar, Narayanganj.
Telephone : 02-7643144
Email : narayangonj@bdbl.com.bd
Chamber Building, Mojib Sarak, Nilltoli, Faridpur.
Telephone :0631-63267
Email : faridpur@bdbl.com.bd
19/D Shaheb Ali Road, Notun Bzar, Mymensingh.
Telephone :091-65825
Email :mymensingh@bdbl.com.bd
J and J Tower, Soto Madhobdi, Jalpotti Road, Madhobdi, Narsingdi.
Telephone :02-9446762
Email : madabdi@bdbl.com.bd
Three Star Super Market, Jamgora, Mouja- Diakhali, Union-Yerpur , Police Station- Ashulia, District- Dhaka.
Telephone :02-7789156
Email : Ashulia@bdbl.com.bd
Mofij Mansion, School Road, Hossainpur Bazar, Kishorganj.
Telephone :0942-556345
Email : hossainpur@bdbl.com.bd
Barongail Bazar, Shibaloya, Manikganj.
Telephone : 01766679679
Email : mohadebpur@bdbl.com.bd
Belal Complex, Saturia- Dargram Road,
Saturia Bazar, Saturia-1810, Manikganj.
Cell Phone: 01921373724
Email : saturia@bdbl.com.bd
Holding No-117, Station Road, Ashuganj, Brahmanbaria.
Telephone : 08528-74009
Email : Ashugonj@bdbl.com.bd
Kanchpur, Narayangonj
Cell Phone: 01709659710
Email : Kanchpur@bdbl.com.bd
Keraniganj, Dhaka
Phone: 02-7762340
Email :Keraniganj@bdbl.com.bd
Noyesh Tower, Sreepur, Gazipur
Phone:01713431503
Email :Joinabazar@bdbl.com.bd
Haji Bashar Shoping Complex(1st Floor), Bagbari, Hemayetpur, Savar
Phone: 01755632343
Email : Hemayetpur@bdbl.com.bd
Sikder Plaza, Jhumur Sinema Hall Road, Sreenagar, Munshigonj.
Telephone :7627056
Email : Sreenagar@bdbl.com.bd
Bhasa Saynik Bhabon, Main Road, Tangail.
Telephone :092162221
Email : Tangail@bdbl.com.bd
BDBL Bhaban, 106, Agrabad, C/A, Chittagong.
Telephone :031- 716178, 031-724162
Email :Agrabad@bdbl.com.bd
6 Ramjoy Mohajan Lane, Asadgang, Khatungang, Chittagong.
Telephone : 031–618547
Email : Khatungonj@bdbl.com.bd
Samobay Bank Bhaban, kandir par, commilla.
Telephone : 081-76191
Email : Comilla@bdbl.com.bd
460, Dakhin Bazar, Choumohoni, Noakhali
Telephone : 0321-52306
Email : Noakhali@bdbl.com.bd
Alo-01, Century Shopping Centre (1st Floor), Sunamganj Road, Aberkhana, Sylhet.
Telephone : 0821-716627, 0821-726470
Email : Sylhet@bdbl.com.bd
A.R Plaza, 4162-00, Town Hall Road, Hobigonj
Cell : 01721470001
Email : Hobigonj@bdbl.com.bd
349/2, 1ST FLOOR, LUCKY TOWER,EAST PAIKPARA
Telephone : 01711396936
Fax : 085157488
Email : Brahmanbaria@bdbl.com.bd
Rahmania Tower, 361, M. Saifur Rahman Road, Moulavibazar Pourasava, Moulavibazar.
Telephone :0861-64201
Email : Moulavibazar@bdbl.com.bd
Uma Barmij Market, Main Road Techpara, Cox’s bazar, Chittagong.
Telephone : 0341-63753,63743
Email : Coxsbazar@bdbl.com.bd
D.M Tower, Doyamir Bazar, Osmaninagar, Balagonj, Sylhet.
Telephone : 082-4256101
Fax : 082-4256102
Email : Osmaninagar@bdbl.com.bd
Aysha Tamim Plaza, Islampur bazar, Khadhimpara, shah paran, Sylhet
Telephone : 0821-760700
Email : islampur@bdbl.com.bd
701, Salam Road, Vashan Market, Nabinagar, Brahmanbaria.
Telephone : 08525-75602
Fax : 08525-75603
Email : nabinagar@bdbl.com.bd
25-26,KDA Commercial Area, Uper Jessore Road, Khulna.
Telephone : 041- 720261,714710
Email : Khulna@bdbl.com.bd
Jessore
Cell : 01716321546
Email : Jessore@bdbl.com.bd
Abdur Rahman Bhuiyan & Sons (ARBS) Bhaban, 41, Chalkbazar, Barisal.
Telephone : 0431-64456
Email : Barisal@bdbl.com.bd
Roni Tower, 1st floor, 18, Moulana Bhasani Sarak, Jhenidah.
Telephone : 0451-62464
Email : Jhenidah@bdbl.com.bd
Jewel Plaza ( 1st Floor), College Road, Kalitola Haat, Bogra.
Telephone : 051-66154
Email : Bogra@bdbl.com.bd
Abedin plaza, Gonesh Tola, Dinajpur.
Telephone : 0531-63972
Email : Dinajpur@bdbl.com.bd
108/6, kumerpara, Rajshahi
Telephone : 0721- 772337, 775802
Email : Rajshahi@bdbl.com.bd
Sharif Building, Station Road, Rangpur.
Telephone : 0521-62487
Email : Rangpur@bdbl.com.bd
Naogaon
Telephone : 01819459492
Email : Naogaon@bdbl.com.bd
Bhai Bhai Super Market, Abdul Hamid Road, Pabna.
Telephone : 0731-66160
Email : Pabna@bdbl.com.bd
Sarkar Plaza ( Near Uttara EPZ More), Kazirhat, Sangolsi, Nilphamari Sadar, Nilphamari.
Telephone : 01711860469
Email : Kazirhat@bdbl.com.bd
Rashida Market, Mokamtala Bazar, Shibganj, Bogra.
Telephone : 01818618024
Email : Mokamtala@bdbl.com.bd
– ইন্ডাস্ট্রিতে মালামাল ক্রয় এবং আভ্যন্তরীণ ব্যয়ের জন্য এই ঋণ প্রদান করা হয়।
– ঋণের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে এর উপরে
– ঋণের মেয়াদ সর্বোচ্চ ০১ বছর
– সুদের হার ব্যাংক থেকে সময় সময় নির্ধারিত।
– Cash Credit (Hypothecation) বা ক্যাশ ক্রেডিট (হাইপোথিকেশন)
– Cash Credit (Pledge) ক্যাশ ক্রেডিট (প্রতিশ্রুতি)
– Working Capital Loan বা কার্যকরী ক্যাপিটাল ঋণ
– Secured Advances (Financial Obligation) বা সুরক্ষিত ঋণ (আর্থিক বাধ্যবাধকতায়)
– Over Draft (OD)
– Consumer Credit বা ভোক্তা ঋণ
– Personal Loan বা ব্যক্তিগত ঋণ
– Ashar Alo বা আশার আলো
– Kaler Chaka Takar Jhaka বা কালের চাকা টাকার ঝাকা
– Khamar Bari বা খামার বাড়ি ও
– Prosar বা প্রসার ঋণ।
চলতি ডিপোজিট (CD) একাউন্ট এমন একটি লেনদেনমূলক অ্যাকাউন্ট যেখানে অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণের উপর কোন সীমাবদ্ধতা নেই। চলতি ডিপোজিট (CD) একাউন্টটি ব্যক্তি ও ব্যবসায়ী এমনকি নন–প্রফিট অর্গানাইজেশনের জন্য খোলা যাবে।
– আনলিমিটেড লেনদেন (জমা ও উত্তোলন)।
– MICR চেক বই পাওয়া যায়।
– সর্বনিম্ন সার্ভিস চার্জ।
– যেকোন শাখা ব্যাংকিং সুবিধা (যেকোন শাখা থেকে নগদ উত্তোলন এবং জমা)।
– এই অ্যাকাউন্টটি ব্যক্তি ও ফার্ম/কর্পোরেট/স্বায়ত্তশাসিত সংস্থার নামে খোলা যাবে।
– একক বা যৌথ নামে এই হিসাব খোলা যাবে।
– ট্রাস্ট/ক্লাব/অ্যাসোসিয়েশন/সোসাইটির নামে অ্যাকাউন্ট খোলা যাবে।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– প্রাথমিক আমানত শহুরে ক্লায়েন্টদের জন্য ৫,০০০ টাকা এবং গ্রামীণ ক্লায়েন্টদের জন্য ১,০০০ টাকা।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
সঞ্চয়ী হিসাব (SA) একাউন্টটি ব্যক্তিগত জমাকারীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা তাদের আয়ের একটি অংশ সংরক্ষণ করতে চায় যা ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে। এই একাউন্টটি ব্যক্তি ও ব্যবসায়ী এমনকি নন–প্রফিট অর্গানাইজেশনের জন্য খোলা যাবে।
– আকর্ষনীয় মুনাফার হার।
– MICR চেক বই পাওয়া যায়।
– সর্বনিম্ন সার্ভিস চার্জ।
– যেকোন শাখা ব্যাংকিং সুবিধা (যেকোন শাখা থেকে নগদ উত্তোলন এবং জমা)।
– এই অ্যাকাউন্টটি ব্যক্তি ও ফার্ম/কর্পোরেট/স্বায়ত্তশাসিত সংস্থার নামে খোলা যাবে।
– একক বা যৌথ নামে এই হিসাব খোলা যাবে।
– ট্রাস্ট/ক্লাব/অ্যাসোসিয়েশন/সোসাইটির নামে অ্যাকাউন্ট খোলা যাবে।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– প্রাথমিক আমানত শহুরে ক্লায়েন্টদের জন্য ১,০০০ টাকা এবং গ্রামীণ ক্লায়েন্টদের জন্য ৫০০ টাকা।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– বর্তমানে ৫% যা সময় সময় পরিবর্তন হতে পারে।
বিশেষ নোটিস ডিপোজিট (এসটিডি/এসএনডি) একটি সুদ আনয়নকারী আমানত যা প্রত্যাহারের জন্য ৭ থেকে ৩০ দিনের অগ্রিম নোটিশ প্রয়োজন হয়। এসটিডি/এসএনডি হিসাব সাধারণত ব্যক্তি ও ব্যবসায়ী এমনকি নন–প্রফিট অর্গানাইজেশনের জন্য খোলা যাবে।
– আকর্ষনীয় মুনাফার হার।
– MICR চেক বই পাওয়া যায়।
– সর্বনিম্ন সার্ভিস চার্জ।
– যেকোন শাখা ব্যাংকিং সুবিধা (যেকোন শাখা থেকে নগদ উত্তোলন এবং জমা)।
– এই অ্যাকাউন্টটি ব্যক্তি ও ফার্ম/কর্পোরেট/স্বায়ত্তশাসিত সংস্থার নামে খোলা যাবে।
– একক বা যৌথ নামে এই হিসাব খোলা যাবে।
– ট্রাস্ট/ক্লাব/অ্যাসোসিয়েশন/সোসাইটির নামে অ্যাকাউন্ট খোলা যাবে।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– প্রাথমিক আমানত শহুরে ক্লায়েন্টদের জন্য ৫,০০০ টাকা এবং গ্রামীণ ক্লায়েন্টদের জন্য ১,০০০ টাকা।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট /জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি /ড্রাইভিং লাইসেন্স।
– এই হিসাবে ৬ মাস পরপর লাভ দেয়া হয়।
ফিক্সড ডিপোজিট রশিদ (এফডিআর) একাউন্টে গ্রাহকদের সুনির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করার সুযোগ প্রদান করে থাকে। এই হিসাবের মেয়াদপূর্তিতে মূলধন এবং সুদের হারসহ পুনরায় বিনিয়োগ করার সুযোগ রয়েছে।
– বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় সুদের হারের সাথে এই হিসাব খোলা যেতে পারে।
– মেয়াদপূর্তিতে স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ সুবিধা।
– FDR অ্যাকাউন্টের বিপরীতে ঋণ সুবিধা।
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য)।
– আকর্ষনীয় মুনাফার হার।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– প্রাথমিক আমানত শহুরে ক্লায়েন্টদের জন্য ৫,০০০ টাকা এবং গ্রামীণ ক্লায়েন্টদের জন্য ১,০০০ টাকা।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট /জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি /ড্রাইভিং লাইসেন্স।
ডেভেলপমেন্ট ব্যাংক সঞ্চয় স্কীম (ডিবিএসএস) হিসাবটি গ্রাহকদের জন্য এমন একটি নির্ধারিত মাসিক আমানত স্কিম যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদপূর্তিতে ১ মিলিয়নে পরিণত হবে।
– এই হিসাবটি ৫ বছর মেয়াদি;
– মাসিক কিস্তির ভিত্তিতে আমানত জমা;
– আমানত পরিমাণ সর্বনিম্ন ৫০০ টাকা বা তার গুনীতক;
– আকর্ষনীয় মুনাফার হার;
– এই অ্যাকাউন্টের বিপরীতে ঋণ সুবিধা রয়েছে;
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য);
– অ্যাকাউন্টটি যে কোনও কার্য দিবসে খোলা যাবে;
– মনোনীত সিডি/এসবি অ্যাকাউন্ট থেকে স্থায়ী ডেবিট নির্দেশের মাধ্যমে মাসিক কিস্তি জমা হতে পারে;
– মাসিক কিস্তি আগাম জমা দেয়া যাবে;
– এক শাখা থেকে ব্যাংকের অন্য কোন শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট /জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি /ড্রাইভিং লাইসেন্স।
ডেভেলপমেন্ট ব্যাংক শিক্ষা সঞ্চয় প্রকল্প (এসএসএস) হিসাবটি গ্রাহকদের জন্য এমন একটি নির্ধারিত মাসিক আমানত স্কিম যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদপূর্তিতে ১ মিলিয়নে পরিণত হবে।
– এই হিসাবটি ১০ বছর মেয়াদি;
– মাসিক কিস্তির ভিত্তিতে আমানত জমা;
– আমানত পরিমাণ সর্বনিম্ন ৫০০ টাকা বা তার গুনীতক;
– আকর্ষনীয় মুনাফার হার;
– এই অ্যাকাউন্টের বিপরীতে ঋণ সুবিধা রয়েছে;
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য);
– অ্যাকাউন্টটি যে কোনও কার্য দিবসে খোলা যাবে;
– মনোনীত সিডি/এসবি অ্যাকাউন্ট থেকে স্থায়ী ডেবিট নির্দেশের মাধ্যমে মাসিক কিস্তি জমা হতে পারে;
– মাসিক কিস্তি আগাম জমা দেয়া যাবে;
– এক শাখা থেকে ব্যাংকের অন্য কোন শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
চিকিৎসা সঞ্চয় প্রকল্প (CSS) হিসাবটি গ্রাহকদের জন্য এমন একটি নির্ধারিত মাসিক আমানত স্কিম যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদপূর্তিতে ১ মিলিয়নে পরিণত হবে।
– এই হিসাবটি ১০ বছর মেয়াদি;
– মাসিক কিস্তির ভিত্তিতে আমানত জমা;
– আমানত পরিমাণ সর্বনিম্ন ৫০০ টাকা বা তার গুনীতক;
– আকর্ষনীয় মুনাফার হার;
– এই অ্যাকাউন্টের বিপরীতে ঋণ সুবিধা রয়েছে;
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য);
– অ্যাকাউন্টটি যে কোনও কার্য দিবসে খোলা যাবে;
– মনোনীত সিডি/এসবি অ্যাকাউন্ট থেকে স্থায়ী ডেবিট নির্দেশের মাধ্যমে মাসিক কিস্তি জমা হতে পারে;
– মাসিক কিস্তি আগাম জমা দেয়া যাবে;
– এক শাখা থেকে ব্যাংকের অন্য কোন শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
বিবাহ সঞ্চয় প্রকল্প (MSS) হিসাবটি গ্রাহকদের জন্য এমন একটি নির্ধারিত মাসিক আমানত স্কিম যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদপূর্তিতে ১ মিলিয়নে পরিণত হবে।
– এই হিসাবটি ৫ বছর মেয়াদি;
– মাসিক কিস্তির ভিত্তিতে আমানত জমা;
– আমানত পরিমাণ সর্বনিম্ন ১০০ টাকা বা তার গুনীতক;
– আকর্ষনীয় মুনাফার হার;
– এই অ্যাকাউন্টের বিপরীতে ঋণ সুবিধা রয়েছে;
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য);
– অ্যাকাউন্টটি যে কোনও কার্য দিবসে খোলা যাবে;
– মনোনীত সিডি/এসবি অ্যাকাউন্ট থেকে স্থায়ী ডেবিট নির্দেশের মাধ্যমে মাসিক কিস্তি জমা হতে পারে;
– মাসিক কিস্তি আগাম জমা দেয়া যাবে;
– এক শাখা থেকে ব্যাংকের অন্য কোন শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
আপনার স্বপ্ন অবসরকালীন বিনিয়োগ স্কিমের মাধ্যমে বাস্তবতায় পরিণত হতে পারে এই প্রকল্পের মাধ্যমে।
– ঝামেলা মুক্ত আমানত;
– এই হিসাবটি ৫ বছর মেয়াদি;
– আমানতের পরিমাণ ৫০,০০০ টাকা বা তার গুনীতক;
– আকর্ষনীয় মুনাফার হার;
– এই অ্যাকাউন্টের বিপরীতে ৮০% ঋণ সুবিধা রয়েছে;
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য);
– অ্যাকাউন্টটি যে কোনও কার্য দিবসে খোলা যাবে;
– মনোনীত সিডি/এসবি অ্যাকাউন্ট থেকে স্থায়ী ডেবিট নির্দেশের মাধ্যমে মাসিক কিস্তি জমা হতে পারে;
– মাসিক কিস্তি আগাম জমা দেয়া যাবে;
– এক শাখা থেকে ব্যাংকের অন্য কোন শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে BDBL এর মাসিক সেভিংস স্কিম (MIS) এর মাধ্যমে।
– ঝামেলা মুক্ত আমানত;
– এই হিসাবটি ৩ বছর মেয়াদি;
– মাসিক কিস্তির ভিত্তিতে আমানত জমা;
– আমানত পরিমাণ সর্বনিম্ন ৫০০ টাকা বা তার গুনীতক;
– আকর্ষনীয় মুনাফার হার;
– এই অ্যাকাউন্টের বিপরীতে ৮০% ঋণ সুবিধা রয়েছে;
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য);
– অ্যাকাউন্টটি যে কোনও কার্য দিবসে খোলা যাবে;
– মনোনীত সিডি/এসবি অ্যাকাউন্ট থেকে স্থায়ী ডেবিট নির্দেশের মাধ্যমে মাসিক কিস্তি জমা হতে পারে;
– মাসিক কিস্তি আগাম জমা দেয়া যাবে;
– এক শাখা থেকে ব্যাংকের অন্য কোন শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
ডাবল বেনিফিট স্কিম (DBS) হিসাবটি গ্রাহকদের জন্য এমন একটি নির্ধারিত মাসিক আমানত স্কিম যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদপূর্তিতে দ্বিগুণ হবে।
– ঝামেলা মুক্ত আমানত;
– এই হিসাবে জমাকৃত অর্থ ডাবল হবে;
– মাসিক কিস্তির ভিত্তিতে আমানত জমা;
– আমানত পরিমাণ সর্বনিম্ন ১০,০০০ টাকা বা তার গুনীতক;
– আকর্ষনীয় মুনাফার হার;
– এই অ্যাকাউন্টের বিপরীতে ৮০% ঋণ সুবিধা রয়েছে;
– মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে সঞ্চয় হিসাবের হারে সুদ প্রদান (শর্ত প্রযোজ্য);
– অ্যাকাউন্টটি যে কোনও কার্য দিবসে খোলা যাবে;
– মনোনীত সিডি/এসবি অ্যাকাউন্ট থেকে স্থায়ী ডেবিট নির্দেশের মাধ্যমে মাসিক কিস্তি জমা হতে পারে;
– মাসিক কিস্তি আগাম জমা দেয়া যাবে;
– এক শাখা থেকে ব্যাংকের অন্য কোন শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
– এই হিসাবের বিপরীতে বীমা করা হয়।
আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র লাগবে–
– নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।
– পরিচয়দানকারী দ্বারা স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
– টিন সার্টিফিকেট।
– যোগাযোগের ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসা বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
– মনোনীত ব্যক্তির ১ কপি ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা স্বাক্ষরকৃত) ও নাগরিকত্ব সনদপত্র/পাসপোর্ট/জাতীয় আই.ডি. কার্ড এর ফটোকপি/ড্রাইভিং লাইসেন্স।Branch Names Routing No. Barisal Branch, Barisal 047060287 Bogra Branch, Bogra 047100376 Mokamtala Branch, Bogra 047101933 Ashuganj Branch, Brahmanbaria 047120101 Agrabad Branch, Chittagong 047151967 Khatunganj Branch, Chittagong 047154272 Comilla Branch, Comilla 047191156 Cox’s Bazar Branch, Cox’s Bazar 047220256 Ashulia Branch, Dhaka 047260229 Elephant Road Branch, Dhaka 047261336 Karwan Bazar Branch, Dhaka 047262564 Motijheel Branch, Dhaka 047274244 Principal Branch, Dhaka 047271571 Dinajpur Branch, Dinajpur 047280670 Faridpur Branch, Faridpur 047290523 Jhenaidah Branch, Jhenaidah 047440649 Khulna Branch, Khulna 047471542 Hossainpur Branch, Kishoreganj 047480409 Mohadebpur Branch, Manikganj 047560703 Saturia Branch, Manikganj 047560761 Mymensingh Branch, Mymensingh 047611757 Narayanganj Branch, Narayanganj 047671184 Madhabdi Branch, Narsingdi 047680670 Noakhali Branch, Noakhali 047751725 Pabna Branch, Pabna 047761786 Rajshahi Branch, Rajshahi 047811931 Rangpur Branch, Rangpur 047851454 Osmaninagar Branch, Sylhet 047910140 Sylhet Branch, Sylhet 047913550