বাংলাদেশ ব্যাংকের সতর্কীকরণ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংক থেকে নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ চলাকালীন সময়ে জনগণকে সতর্ক করার উদ্দেশ্যে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা নিম্নে তুলে ধরা হলো।
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতির সুযােগ নিয়ে জনগণকে প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের নামে বিভিন্ন ফেইক গ্রুপ বা পেইজ খােলা হয়েছে। এ সকল ফেইক গ্রুপ বা পেইজ থেকে বিভিন্ন লটারি বা একাউন্টে অর্থ প্রেরণের প্রলােভােন দেখানাে হচ্ছে।
বাস্তবিক অর্থে বাংলাদেশ ব্যাংক থেকে এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের শুধু একটি অফিসিয়াল ফেসবুক পেইজ রয়েছে। (লিংক: www.facebook.com/Bangladesh Bank Official) যা ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) দেওয়া আছে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের কোন ধরনের গ্রুপ বা পেইজ নেই।
এ ব্যাপারে সকলকে সজাগ ও সচেতন থাকার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ অনুরােধ জানানাে হয়েছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
সোর্সঃ বাংলাদেশ ব্যাংক