বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়ালো বাংলাদেশ ব্যাংক
সেবা খাতের আয় করা বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এই খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকরা ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারতো। তবে এখন থেকে ২০ হাজার ডলার আনতে পারবেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি, ২০২৩) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
আরও দেখুন:
◾ পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক করায় ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠিত হবে কি?
সার্কুলারে বলা হয়, এখন থেকে সেবা খাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ২০ হাজার ডলার দেশে আনা যাবে। এতদিন যার পরিমাণ ছিলো ১০ হাজার মার্কিন ডলার। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনা জারি করেছিলো। এতে বলা হয়েছিল, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবা তের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে।
আরও দেখুন:
◾ ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক থাকছেই