‘বাংলা কিউআর’ কোডে লেনদেনে সীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক
বাংলা কিইউআর (কুইক রেসপন্স) কোডে লেনদেনের সীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক। এতদিন সর্বোচ্চ লেনদেন সীমা ছিল ২০ হাজার টাকা।
বুধবার (৮ ফেব্রুয়ারি, ২০২৩) বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত সার্কুলার জারি করে ব্যাংক, মোবাইল ফাইনান্সিং সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিসটেম, সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিসটেম অপারেটরদের পাঠিয়েছে।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম। এ ব্যবস্থার পর আর পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আগামী ৩০ জুনের মধ্যে ব্যাংকগুলোর অ্যাপে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিসটেম চালু করতে হবে।
এই পদ্ধতিতে লেনদেনের জন্য একক ব্যক্তিক হিসেবে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা ২০ হাজার টাকা ছিল। বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় এই সর্বোচ্চ লেনদেনের সীমা উঠিয়ে নিলো।
তবে সন্দেহভাজন নির্দিষ্ট লেনদেন ও বড় অংকের লেনদেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ব্যাংকগুলো তাদের সীমা নির্ধারণ করতে পারবে।