ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
প্রবাসীদের জন্য ইসলামী ব্যাংকের আকর্ষণীয় সেবাসমূহ
অভিবাসীর অধিকার মর্যাদা ও ন্যায়বিচার এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। যার মাধ্যমে প্রবাসীরা খুব সহজেই তাদের পরিবার-পরিজনদের নিকট টাকা পাঠাতে পারেন। নিম্নে সেই সেবাসমূহ তুলে ধরা হলো-
- API এর মাধ্যমে দিন রাত ২৪ ঘন্টা (ছুটির দিনসহ) বিশ্বের যে কোন প্রান্ত থেকে প্রেরিত রেমিটেন্স এর অর্থ ১ (এক) মিনিটে গ্রাহকের হিসাবে জমা করা হয়।
- বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংক একাউন্ট ছাড়াই ইসলামী ব্যাংকের সকল শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে সাথে সাথে নগদ তুলে নেয়া যায়।
- বিশ্বের যে কোন দেশ থেকে সরাসরি ইসলামী ব্যাংকের যে কোন শাখায় হিসাব খোলা যায়।
- iBanking এর মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে সেবা গ্রহণ করা যায়। (অ্যাকাউন্ট স্টেটমেন্ট, মোবাইল রিচার্জ, যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার ইত্যাদি)।
- iPaySafe এর মাধ্যমে ই–কমার্স পেমেন্ট করা যায়। (অনলাইনে কেনাকাটা, বিমান/বাসের টিকেট ক্রয়, ভিসা ফি প্রদান ইত্যাদি)।
- দেশ–ব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং আউটলেটে এবং mCash এর মাধ্যমে রেমিট্যান্সের টাকা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়।
- mCash এর টাকা এটিএম থেকে উঠানো যায় এবং মোবাইল রিচার্জ করা যায়।
- একাউন্ট ছাড়াই রেমিটেন্স কার্ডে বিদেশ থেকে টাকা পাঠানো যায় যা ব্যাংকের যে কোন শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, POS ও ATM থেকে উঠানো যায়।
- RTGS এর মাধ্যমে ইসলামী ব্যাংকে পাঠানো রেমিট্যান্স অন্য যেকোনো ব্যাংকে ৩০মিনিটের মধ্যে জমা করা হয়।
- অফশোর ব্যাংকিং ইউনিট (OBU) এর অধীনে বৈদেশিক মুদ্রায় (AWFCA, MFCDA, MFCTDRA) হিসাব খোলা যায় এবং মুনাফাসহ সে অর্থ যেকোনো সময় বিদেশে ফেরত নেয়া যায়।
- প্রবাসী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প (MNEIS) এর মাধ্যমে ৫ লক্ষ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করা যায়।
- Google Play Store ও Apple App Store থেকে IBBL iSmart ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে একাউন্টের তথ্য ও অন্যান্য সুবিধা গ্রহণ করা যায়।
- প্রবাসীগণ (SMS এর জন্য নিবন্ধিত) মোবাইল থেকে SMS করে একাউন্টের ব্যালেন্স ও বিবরণী জানতে পারেন (IBBL>BAL>88001714006969)।
- ইসলামী ব্যাংক কন্ট্যান্ট সেন্টারে (১৬২৫৯ বা ০০৮৮০২৮৩৩১০৯০) ফোন করে ২৪ ঘন্টা (ছুটির দিনসহ) বিশ্বের যে কোন প্রান্ত থেকে তথ্য ও সেবা গ্রহণ করা যায়।
বৈধ পথে টাকা পাঠাবো দেশ–উন্নয়নে অবদান রাখবো