DBBL ক্রেডিট কার্ডের আকর্ষনীয় সুবিধাসমূহ
ডাচ-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড সমূহে বেশ কিছু আকর্ষনীয় সুবিধা রয়েছে। নিম্নে DBBL ক্রেডিট কার্ডের আকর্ষনীয় সুবিধা সমূহ তুলে ধরা হলো-
Easy Pay
আপনার DBBL ক্রেডিট কার্ড দিয়ে easy pay সুবিধা গ্রহন করে অপরিশোধিত টাকা কিস্তিতে পরিশোধ করুন।
Easy Pay এর বৈশিষ্ট্য সমুহ
❏ কার্ডের অপরিশোধিত (সম্পূর্ণ/ আংশিক) টাকা (২০,০০০ টাকা বা তার অধিক) কিস্তিতে পরিশােধ করার সুবিধা।
❏ কোন বাড়তি ডকুমেন্ট-এর প্রয়োজন নেই।
❏ ৩/৬/৯/১২/১৮/২৪/৩৬ কিস্তিতে টাকা পরিশােধের সুবিধা।
❏ ৯% বাৎসরিক ইন্টারেস্ট এবং ১% প্রসেসিং ফি।
❏ কোন অতিরিক্ত চার্জ নেই।
❏ DBBL কল সেন্টার ১৬২১৬ এ ফোন দিয়ে আবেদন করার সুবিধা (পরবর্তী Statement Date এর আগে আবেদন করতে হবে)।
Easy Buy
DBBL ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো পন্য ক্রয় করে Easy Buy সুবিধা গ্রহন করে পণ্যের দাম কিস্তিতে পরিশোধ করুন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Easy Buy এর বৈশিষ্ট্য সমুহ
❏ কার্ডের মাধ্যমে যেকোনাে পণ্য ক্রয় করে কিস্তিতে দাম পরিশােধ করার সুবিধা।
❏ ১০,০০০ টাকা বা তার অধিক যেকোনাে ক্রয়কে কিস্তিতে রুপান্তরের সুবিধা।
❏ কোন বাড়তি ডকুমেন্ট-এর প্রয়োজন নেই।
❏ ৩/৬/৯/১২/১৮/২৪/৩৬ কিস্তিতে টাকা পরিশােধের সুবিধা।
❏ ৯% বাৎসরিক ইন্টারেস্ট এবং ১% প্রসেসিং ফি।
❏ কোন অতিরিক্ত চার্জ নেই।
❏ DBBL কল সেন্টার ১৬২১৬ এ ফোন দিয়ে আবেদন করার সুবিধা (পরবর্তী Statement Date এর আগে এবং পণ্য ক্রয়ের ৭ কার্যদিবসের মধ্যে আবেদন করতে হবে)।
Easy Loan
দৈনন্দিন যে কোন প্রয়োজনে DBBL ক্রেডিট কার্ডের অব্যবহৃত লিমিট Easy Loan সুবিধার মাধ্যমে ঋণে রূপান্তর করুন।
Easy Loan এর বৈশিষ্ট্য সমুহ
❏ কার্ডের অব্যবহৃত লিমিট ঋণে রূপান্তর করার সুবিধা।
❏ ৫০,০০০ টাকা বা তার অধিক অব্যবহৃত লিমিটকে ঋণে রুপান্তরের সুবিধা।
❏ কোন বাড়তি ডকুমেন্ট-এর প্রয়োজন নেই।
❏ ৩/৬/৯/১২/১৮/২৪/৩৬ কিস্তিতে টাকা পরিশােধের সুবিধা।
❏ ১০% বাৎসরিক ইন্টারেস্ট এবং ১% প্রসেসিং ফি।
❏ কোন অতিরিক্ত চার্জ নেই।
❏ DBBL কল সেন্টার ১৬২১৬ এ ফোন দিয়ে আবেদন করার সুবিধা (পরবর্তী Statement Date এর আগে আবেদন করতে হবে)।
বিস্তারিত জানতে
❏ ডাচ-বাংলা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
❏ অথবা কল সেন্টার- ১৬২১৬ এ ফোন করুন।
আমার একটা DBBL er credit card lagbe