ব্যাংক জব সার্কুলারসিটি ব্যাংক জব সার্কুলার

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (SO) নিয়োগ দেবে সিটি ব্যাংক

সিটি ব্যাংক লিমিটেড (The City Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। সম্প্রতি সিটি ব্যাংক লিমিটেড তাদের চার্জ-ব্যাক অ্যান্ড ডিসপিউট ম্যানেজমেন্ট বিভাগে “অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (SO)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ০৭ মার্চ, ২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
✓ জব গ্রেড: সিনিয়র অফিসার।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনার্স/ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
✓ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।
✓ পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ চার্জ-ব্যাক অ্যান্ড ডিসপিউট ম্যানেজমেন্ট-এর অভিজ্ঞতা থাকতে হবে।
✓ AMEX, VISA, MasterCard এবং CUP সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ০৭ মার্চ, ২০২৩।

সোর্সঃ বিডি জবস

About City Bank Limited:
The City Bank Limited is a Bangladeshi private commercial bank. The bank provides products and services in retail banking, corporate finance, SME Banking, women banking, digital banking, asset management, equity brokerage, and security. It has 132 branches. The bank is a licensee to issue Visa and MasterCard Debit and Credit Cards and it is the sole licensee of American Express Cards in Bangladesh.

The bank is responsible for all operations supporting the issuing of the new credit cards, including billing and accounting, customer service, credit management, and charge authorizations, as well as marketing for American Express cards in Bangladesh. The bank is a real-time online bank, having its branches, SME/ Agri branches spread across Bangladesh along with a full-fledged Islami Banking branch.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button