আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকব্যাংকস ইন বাংলাদেশ

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আনসার ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে। ব্যাংকটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন ১৯৯৫-এর অধীনে সরকার নিয়ন্ত্রিত একটি বিশেষায়িত ব্যাংক ও সংবিধিবদ্ধ সংস্থা। জাতীয় সংসদে বিল পাশের ফলে এই ব্যাংকটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। নভেম্বর ১৯৯৬ সালে ঢাকাস্থ লোকাল অফিস খোলার মাধ্যমে এ ব্যাংকের কার্যক্রম শুরু হয়।

২০১৬ সাল শেষে এ ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০০ কোটি এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৬.২৭ কোটি টাকায় দাঁড়ায়। ব্যাংকটির পরিশোধিত মূলধনের ৭১.০০ শতাংশ শেয়ার সরকারের এবং অবশিষ্ট শেয়ার আনসার-ভিডিপি সদস্য, আনসার-ভিডিপি কর্মকর্তা ও কর্মচারী এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণের। বর্তমানে ব্যাংকের শাখার সংখ্যা ২৩৯ টি, রিজিওনাল অফিস ১৮ টি এবং ১৩৬০ জন কর্মকর্তা ও কর্মচারী। ১৯ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ ও ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির তত্ত্বাবধানে ব্যাংকটি পরিচালিত হচ্ছে।

এক নজরে

নামAnsar VDP Unnayan Bank (আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক)
লোগোআনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
লিগ্যাল স্টাটাসপাবলিক লিমিটেড কোম্পানী
প্রতিষ্ঠাকাল১০ জানুয়ারি ১৯৯৬
ধরনরাষ্ট্রমালিকানাধীন
ক্যাটাগরিবিশেষায়িত ব্যাংক
উৎপত্তিদেশী ব্যাংক
ঠিকানাপ্রধান কার্যালয়ঃ আমান কোর্ট, ১৪, আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা, ২১৭
টেলিফোন+৮৮০৮৮৩৩২৮০০, +৮৮০-২ ৯৩৪৮৪৫২
ফ্যাক্স+৮৮০২ ৮৩১৩১৬৫
ইমেইলansarvdpbank@yahoo.com
ওয়েবসাইটwww.ansarvdpbank.gov.bd

এই ব্যাংকের স্লোগান দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, কর্ম সৃজন, অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সারাদেশে ৪.৫ মিলিয়ন আনসার ও ভিডিপি সদস্যের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে প্রয়োজনীয় পুঁজি সরবরাহ ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। একই গ্রামের পাঁচ জন সদস্য নিয়ে একটি গ্রুপ এবং সর্বোচ্চ ১০টি গ্রুপ নিয়ে একটি সেন্টার গঠনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। গ্রুপভুক্ত প্রত্যেক সদস্যকে গ্রামীণ ৬০টি খাতে জামানতবিহীন সর্বোচ্চ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। ক্ষুদ্রঋণের আওতায় বিতরণকৃত ঋণ ৫০টি সমান সাপ্তাহিক কিস্তিতে সুদসহ আদায় করা হয়ে থাকে। ২৫টি শাখায় মাসিক ভিত্তিতে ক্ষদ্রঋণ আদায় কার্যক্রম চালু আছে যা ১২টি মাসিক কিস্তিতে আদায় করা হয়। ঋণের পরিমাণের উপর ভিত্তি করে সাপ্তাহিক ন্যূনতম ২০ টাকা থেকে ১০০ টাকা জমা নেওয়া হয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
রিলেটেড লেখা

প্রচলিত গ্রুপভিত্তিক ক্ষুদ্রঋণ কার্যক্রম ছাড়াও ব্যক্তি পর্যায়ে উদ্যেক্তাদের মাঝে কয়েকটি উল্লেখযোগ্য ঋণ প্রদান কর্মসূচি চালু আছে। এগুলি হলো সরকারের কৃষিভিত্তিক শিল্পে ঋণ সহায়তা কর্মসূচির আওতায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন, কৃষিভিত্তিক শিল্পে চলতি মূলধন ঋণ/ব্যবসায় নগদ ঋণ, এসএমই খাতে চলতি মূলধন ঋণ/ব্যবসায় নগদ ঋণ, কনজ্যুমার’স ক্রেডিট স্কিম, স্থায়ী আমানতের বিপরীতে ঋণ এবং এসডিপিএস-এর বিপরীতে ঋণ। আনসার ভিডিপি ব্যাংক পরিচালিত কৃষিভিত্তিক শিল্পের জন্য ঋণ সহায়তা কর্মসূচির মূল উদ্দ্যেশ্য হলো কৃষিভিত্তিক প্রকল্পের সাথে সম্পৃক্ত আয়বর্ধক কর্মকান্ডে ঋণ সহায়তা প্রদান করা এবং ছোট আকারের কৃষিভিত্তিক প্রকল্পে অগ্রধিকার ভিত্তিতে ঋণ সহায়তা প্রদান করা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ারহোল্ডার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কনজ্যুমারস ক্রেডিট ঋণ বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। মার্চ ২০১০ পর্যন্ত এ খাতে ১৩৩ মিলিয়ন টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এদিকে ব্যাংকের ঋণ গ্রহীতাদের জন্য ১ জুলাই ২০০৩ তারিখ থেকে ঋণ বীমা তহবিল গঠন করা হয়েছে। ঋণ গ্রহীতারা ঋণের পরিমাণের ওপর ভিত্তি করে চাঁদা প্রদান করে থাকে। কোনো ঋণ গ্রহীতা মৃত্যুবরণ করলে ও তাঁর ওয়ারিশগণ ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ বীমা তহবিল থেকে অপরিশোধিত ঋণ সমন্বয় করা হয়ে থাকে।

সার্ভিস

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকেসেবাসমূহ নিম্নে তুলে ধরা হলো

☑ ব্যাংকের সেবা খাত সমূহ
ব্যাংকিং সেবা
কনজ্যুমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
আমানত কর্মসূচি
✅ সঞ্চয়ী আমানত
✅ নারী আমানত
✅ প্রবাস (প্রবাসী বাংলাদেশী সঞ্চয়) আমানত
✅ গ্রুপ সঞ্চয়ী আমানত
✅ ক্ষুদ্র সঞ্চয়ী কর্মসূচি/বিশেষ সঞ্চয়ী আমানত
✅ চলতি আমানত
✅ স্বল্প মেয়াদী আমানত
✅ এসডিপিএস
✅ হজ্জ সহায়ক ডিপোজিট স্কিম
✅ লাখপতি ডিপোজিট স্কিম
✅ আমানত দ্বিগুণ বৃদ্ধি প্রকল্প
✅ মেয়াদি আমানত ইত্যাদি
ঋণ কর্মসূচি
✅ কৃষিভিত্তিক শিল্পে চলতি মূলধন/ব্যবসায় নগদ ঋণ
✅ এসএমই খাতে চলতি মূলধন/ব্যবসায় নগদ ঋণ
✅ একটি বাড়ি একটি খামার সমন্বিত কৃষি ঋণ
✅ পার্সোনাল লোন
✅ গ্রামীণ পরিবহন (অটোরিকশা/থ্রি হুইলার) ঋণ
✅ আনসার ভিডিপি প্রণোদনা কৃষিভিত্তিক প্রকল্পে ঋণ
✅ অঙ্গীভূত (Embodied) আনসার ঋণ
✅ সৌর বিদ্যুৎ স্থাপন ঋণ
✅ বায়োগ্যাস প্লান্ট ঋণ
✅ আনসার অফিসার গৃহ নির্মাণ ঋণ
✅ প্রবাস গমন ঋণ
✅ উত্তরণ ঋণ
✅ মৎস্য চাষ (চিংড়ি ও অন্যান্য মাছ চাষ) ঋণ
✅ গবাদি পশু ও গাভী পালন ঋণ
✅ নারী আত্মকর্মসংস্থান ঋণ
✅ কম্পিউটার ঋণ
✅ এসডিপিএস হিসাবের স্থিতির বিপরীতে ঋণ
✅ স্থায়ী আমানত/সঞ্চয়পত্র/ওয়েজ বন্ড এর বিপরীতে ঋণ
✅ গ্রুপ সঞ্চয় আমানতের স্থিতির বিপরীতে ঋণ
✅ আমানত দ্বিগুণ বৃদ্ধি প্রকল্পের বিপরীতে ঋণ
✅ লাখপতি ডিপোজিট স্কিমের বিপরীতে ঋণ ইত্যাদি।

এ ব্যাংক থেকে জামানত ব্যতিরেকে, স্বল্প সুদে, সহজ শর্তে ঋণ গ্রহণ করে দারিদ্র বিমোচন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপরোল্লেখিত সেবাসমূহ গ্রহণ করুন।

উপরোক্ত পণ্য এবং সেবার পাশাপাশি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভিন্ন সার্ভিস প্রদান করে। 

লক্ষ্য ও উদ্দেশ্য

Goals (লক্ষ্য)
নিম্নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য লক্ষ্য সমূহ তুলে ধরা হলো-
✅ অধিক সংখ্যক আনসার ভিডিপি সদস্য ও সদস্যাগণ বা শেয়ার হোল্ডারকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনা;
✅ ব্যাংকের মুনাফা বৃদ্ধি করা;
✅ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ (Dividend) প্রদান করা;
✅ ব্যাংককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে একটি Vibrant এবং Financially Sound ব্যাংক হিসেবে পরিচিত হয়ে একটি বিশেষ পেশায় নিয়োজিত সদস্য-সদস্যাদের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভাবে অবদান রেখে ব্যাংকিং জগতে একটি রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করা।

Objectives (উদ্দেশ্য)
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য অবলম্বনকৃত কর্মকৌশল (Strategy) কে Actionable করার জন্য গৃহীত উদ্দেশ্যসমূহ নিম্নরূপ-
✅ অধিক সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যদেরকে ব্যাংকের ঋণ কার্যক্রমের আওতায় আনার জন্য শাখা সম্প্রসারণ করা;
✅ ব্যাংকের ঋণ গ্রহীতাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা (Changing Need) পূরণের জন্য ঋণের ধরন ও সীমা পরিবর্তন করা;
✅ বাজার ও ঋণগ্রহীতাদের চাহিদা মোতাবেক ইনোভেটিভ প্রডাক্ট সৃষ্টি করা, যাতে ঋণের ঝুঁকি কম হয়;
✅ কার্যকর Instrumental Tool প্রবর্তনের মাধ্যমে ব্যাংকের ঋণ কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করা;
✅ আনসার ও ভিডিপি সংগঠনের মাধ্যমে/নিজস্ব উদ্যোগে আনসার ভিডিপি সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা;
✅ মাঠ পর্যায়ে মনিটরিং ও সুপারভিশন নিশ্চিত করতে পর্যায়ক্রমে বৃহত্তর জেলা সদরে আঞ্চলিক কার্যালয় স্থাপন করা এবং উপজেলা সদরের শাখা সম্প্রসারণ করা।

Vision & Mission (ভিশন ও মিশন)
নিম্নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মিশন ও ভিশন সমূহ তুলে ধরা হলো-
প্রায় ৬০ লাখ আনসার-ভিডিপি সদস্যদের দারিদ্র বিমোচনের (Poverty Alleviation) মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করা;
আনসার ভিডিপি সদস্যদের আয়বর্ধক কর্মকাণ্ডে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করা;
অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির মাধ্যমে দেশের জিডিপি অর্থাৎ বেষ্টিক অর্থনীতিতে (Macro Economy) অবদান রাখা।

Development Strategy (উন্নয়ন কৌশল)
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য আনসার ও ভিডিপি শেয়ারহোল্ডারগণের প্রত্যাশা এবং ব্যাংকের সীমিত সম্পদের বিষয়টি বিবেচনায় এনে নিম্নবর্ণিত কলাকৌশল (Strategy) অবলম্বন করা হয়েছে-
✅ গ্রাহকদেরকে উন্নত ও বিশেষায়িত (Personalised) সেবা প্রদান করা;
✅ অধিক সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যদেরকে ব্যাংকের কার্যক্রমের আওতায় নিয়ে আসা;
✅ শাখা সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকের সেবা আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া;
✅ ব্যাংকের ঋণ কার্যক্রম বহুমুখীকরণ;
✅ ব্যাংকের সর্বস্তরে দ্রুত সেবা, গতিশীলতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে অটোমেশন পদ্ধতি চালু করা;
✅ Cost of Fund কমানোর মাধ্যমে সুদের হার কমানোর লক্ষ্যে স্বল্প সুদে তহবিল আহরণ করা এবং সুদের হার হ্রাস করা;
✅ তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা;
✅ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করন;
✅ জনশক্তির দক্ষতা বৃদ্ধি সহ তাদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করন।

মূলধন

মূলধন কাঠামো ও মূলধন
নিম্নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূলধন কাঠামো তুলে ধরা হলো-

মূলধন কাঠামো
নিম্নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূলধন কাঠামো তুলে ধরা হলো-
✅ সরকারের অংশ ৭১%
✅ শেয়ারহোল্ডারদের অংশ ২৯% ।

মূলধন
নিম্নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূলধন তুলে ধরা হলো-
✅ অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা
✅ পরিশোধিত মূলধন ১০৬.২৭ কোটি টাকা
(সরকারের ৭৫ কোটি এবং শেয়ার হোল্ডারদের ৩১.২৭ কোটি টাকা)।

Source of Fund (তহবিলের উৎস)
নিম্নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের তহবিলের উৎস সমূহ তুলে ধরা হলো-
ক) পরিশোধিত মূলধন ১০৬.২৭ কোটি টাকা
খ) কৃষিভিত্তিক শিল্পে সরকারি তহবিল ২০ কোটি টাকা
গ) বাংলাদেশ ব্যাংক হতে ঋণ ১২০ কোটি টাকা
ঘ) বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনুকূলে বন্ড ইস্যু ১০ কোটি টাকা
(৩০ কোটি টাকার মধ্যে ২০ কোটি টাকা পরিশোধিত)
ঙ) ক্ষুদ্রঋণ কার্যক্রমে ঋণগ্রহীতাদের বাধ্যতামূলক গ্রুপ সঞ্চয় ৫১.১৩ কোটি টাকা
চ) এসডিপিএস, এফডিআর, সঞ্চয়ী, চলতি, এসটিডি আমানত ইত্যাদি ৩২১.৬২ কোটি টাকা
ছ) বাংলাদেশ ব্যাংক হতে প্রাপ্ত তহবিল ২০০ কোটি টাকা (প্রক্রিয়াধীন)।
মোট ৬১৯.০২ কোটি টাকা।

গৃহীত পদক্ষেপ সমূহ
নিম্নে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করা হলো-
✅ তহবিলের ঘাটতি নিরসন এবং Low-cost তহবিল সংগ্রহের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০ কোটি টাকা প্রদানের বিষয়টি অনুমোদিত হয়েছে, যা ছাড়করণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
✅ ব্যাংকের সর্বস্তরে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে অটোমেশন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে ইতোমধ্যে অটমেশন পরিকল্পনা প্রণয়ন ও তা সুচারুভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ব্যাংকের আইটি এক্সপার্ট এর সমন্বয়ে একটি High Powered কমিটি গঠন করা হয়েছে।
✅ গ্রাহকদের চাহিদা মেটানোর পাশাপাশি ঝুঁকি হ্রাস করণের লক্ষ্যে উদ্ভাবনী পণ্য সৃষ্টি ও বহুমুখীকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
✅ উন্নত গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করণের মাধ্যমে শ্রেণিকৃত ঋণ ও চুক্তি ঋণ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
✅ লোকসানি শাখার সংখ্যা কমিয়ে এনে ব্যাংকের মুনাফা বৃদ্ধি করার পরিকল্পনা নেয়া হয়েছে।
✅ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তথা অর্থ মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী বার্ষিক জনপ্রতি ১০০ শ্রম ঘণ্টা প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে একজন নির্বাহীকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে।
✅ ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবনের বিষয়ে প্রচেষ্টা নেয়া হয়েছে।

হিসাব

বর্তমানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১২টি আমানত স্কীম উদ্ভাবন করা হয়েছে। আমানত স্কীম সম্পর্কিত তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলোঃ

➡ সঞ্চয়ী আমানত
✅ আমানতকারীর ধরন: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ।
✅ উদ্দেশ্য: গ্রাহকদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আপদকালীন সময়ে ব্যবহারের সুবিধা প্রদান করার উদ্দেশ্যে সঞ্চয় আমানত হিসাব চালু করা হয়েছে।
✅ সুদের হার ৪% ।

➡ নারী আমানত
✅ আমানতকারীর ধরন: আনসার ও ভিডিপি বাহিনীর কর্মরত মহিলা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত মহিলা কর্মকর্তা-কর্মচারী ও পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রী-কন্যা, অবসর প্রাপ্ত বা বেকার আনসার ও ভিডিপি সদস্যাগণ।
✅ উদ্দেশ্য: নারীদেরকে সঞ্চয়ে উৎসাহিত করার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলা।
✅ সুদের হার ৬% ।

➡ প্রবাস (প্রবাসী বাংলাদেশী সঞ্চয়) আমানত
✅ আমানতকারীর ধরন: আনসার ও ভিডিপি প্রবাসী সদস্য বা সদস্যা অথবা তাদের পক্ষে তাদের পরিবারের সদস্য/সদস্যা অথবা তাদের নির্বাচিত/মনোনীত যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ।
✅ উদ্দেশ্য: প্রবাসীদের কষ্টার্জিত অর্থের একটি অংশ এ প্রকল্পের আমানত হিসাবে জমা করার উদ্দেশ্যে প্রবাস আমানত স্কিম চালু করা হয়েছে।
✅ সুদের হার ৬% ।

➡ গ্রুপ সঞ্চয়ী আমানত
✅ আমানতকারীর ধরন: ব্যাংকের গ্রুপ ভুক্ত সদস্য-সদস্যাগণ।
✅ উদ্দেশ্য: ক্ষুদ্র ঋণ গ্রহণকারী গ্রুপ এর আওতাধীন বিত্তহীন/নিম্নবিত্ত/নিম্ন মধ্যবিত্ত সদস্যদের বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যমে আমানত সৃষ্টির লক্ষ্যে গ্রুপ সঞ্চয় আমানত চালু করা হয়েছে।
✅ সুদের হার ৪.৫০% ।

➡ ক্ষুদ্র সঞ্চয়ী কর্মসূচি/বিশেষ সঞ্চয়ী আমানত
✅ আমানতকারীর ধরন: এসএমই ঋণগ্রহীতাগণ।
✅ উদ্দেশ্য: এ কর্মসূচির মাধ্যমে এসএমই ঋণের সুবিধাভোগীদের মূলধন গঠনের সহায়তা প্রদান করা।
✅ সুদের হার ৪.৫০% ।

 চলতি আমানত
✅ আমানতকারীর ধরন: সকল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ।
✅ উদ্দেশ্য: সাধারণত অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান নামে চলমান লেনদেনের সুবিধা প্রদান করা হয়। এই হিসাবে কোন সুদ প্রদান করা হয় না।

➡ স্বল্প মেয়াদী আমানত
✅ আমানতকারীর ধরন: সকল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ।
✅ উদ্দেশ্য: এ আমানত হিসাব কেবলমাত্র অনুমোদিত প্রতিষ্ঠানের নামে খোলা হয়। তবে টাকা উত্তোলনের জন্য অবশ্যই শাখায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি চলতি হিসাব থাকতে হয়।
✅ সুদের হার ৩% ।

➡ এসডিপিএস
✅ আমানতকারীর ধরন: আনসার ও ভিডিপি বাহিনীর এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ৷
✅ উদ্দেশ্য: আনসার ভিডিপি সদস্য এবং এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মাসিক সঞ্চয় উৎসাহিত করার জন্য স্পেশাল ডিপোজিট পেনশন স্কিম চালু করা হয়েছে৷
✅ মেয়াদ পাঁচ বছর ও দশ বছর

➡ হজ্জ সহায়ক ডিপোজিট স্কিম
✅ আমানতকারীর ধরন: আনসার ও ভিডিপি বাহিনীর এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ৷
✅ উদ্দেশ্য: বিত্তহীন/নিম্নবিত্ত ধর্মপ্রাণ মুসলমানদের সঞ্চয়ের মাধ্যমে হজব্রত পালনের উদ্দেশ্যে এ বিশেষ কি চালু করা হয়েছে৷

➡ লাখপতি ডিপোজিট স্কিম
✅ আমানতকারীর ধরন: আনসার ও ভিডিপি বাহিনীর এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ৷
✅ উদ্দেশ্য: শেয়ারহোল্ডার সদস্যদের লাখোপতি হওয়ার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে লাখপতি ডিপোজিট স্কিম চালু করা হয়েছে৷
✅ মেয়াদ ১, ২, ৩, ৪, ৫ ও ১০ বছর৷

➡ আমানত দ্বিগুণ বৃদ্ধি প্রকল্প
✅ আমানতকারীর ধরন: আনসার ও ভিডিপি বাহিনীর এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ৷
✅ উদ্দেশ্য: লাভজনক ও আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ প্রদানের মাধ্যমে গ্রাহকদের বিশেষভাবে সঞ্চয়ে আগ্রহী করে তোলাই এ স্কিমের উদ্দেশ্য৷
✅ মেয়াদ ৮ বছরে দ্বিগুণ৷

 মেয়াদি আমানত
✅ আমানতকারীর ধরন: সকল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ।
✅ উদ্দেশ্য: ব্যাংকের শেয়ার হোল্ডারদের সুবিধা অনুযায়ী সঞ্চয় জমা করার উদ্দেশ্যে এ স্কিম চালু করা হয়েছে৷
✅ মেয়াদ ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর ও তদূর্ধ্ব৷

লোন

বর্তমানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ২২টি ঋণ খাত চালু রয়েছে। ঋণ খাত সম্পর্কিত তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলোঃ

➡ ক্ষুদ্র ঋণ
✅ ঋণ সুবিধাভোগী: পাঁচ/সাত সদস্য বিশিষ্ট গ্রুপ ভিত্তিক ঋণের উদ্দেশ্য দারিদ্র্য সীমার নিচে বসবাসরত আনসার ও ভিডিপি সদস্যদেরকে আয়বর্ধক খাতে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে সরকারের দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ক্ষুদ্রঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ ১ বছর।
✅ ঋণের সিলিং সর্বোচ্চ ৫০ হাজার টাকা৷

কৃষিভিত্তিক শিল্পে চলতি মূলধন/ব্যবসায় নগদ ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ ঋণের উদ্দেশ্য কৃষিভিত্তিক শিল্প বিকাশ সংক্রান্ত সরকারের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কৃষিভিত্তিক শিল্পে চলতি মূলধন বা ব্যবসায় নগদ ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ ১৮ মাস।
✅ ঋণের সিলিং ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত৷

এসএমই খাতে চলতি মূলধন/ব্যবসায় নগদ ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: ক্ষুদ্র ঋণ থেকে উন্নত (Graduated) আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের লক্ষ্যে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত খাত এসএমইতে চলতি মূলধন/ব্যবসায় নগদ ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ ১৮ মাস৷
✅ ঋণের সিলিং সর্বোচ্চ তিন লক্ষ টাকা৷

একটি বাড়ি একটি খামার সমন্বিত কৃষি ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: ব্যাটালিয়ন আনসারগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: কর্মরত ব্যাটালিয়ন আনসারদের বাড়ির অব্যবহৃত স্থানকে কৃষিভিত্তিক কর্মকাণ্ডে ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে একটি বাড়ি একটি খামার সমন্বিত কৃষি ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর৷
✅ ঋণের সিলিং মূল বেতনের ১৮ গুণ তবে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত৷

পার্সোনাল লোন
✅ ঋণ সুবিধা ভোগী: আনসার ও ভিডিপির কর্মকর্তা বা কর্মচারীগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: আনসার ও গ্রাম প্রতিরোধ বাহিনীতে স্থায়ীভাবে (Permanent) চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে পার্সোনাল লোন স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর৷
✅ ঋণের সিলিং মূল বেতনের ১২ গুণ।

গ্রামীণ পরিবহন (অটোরিকশা/থ্রি হুইলার) ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: দারিদ্র বিমোচন ও প্রতিঘরে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ে সরকারের লক্ষ্য বাস্তবায়নের নিয়ে সিএনজি/পেট্রল/ডিজেল চালিত অটোরিক্সা/থ্রি-হুইলার খাতে ঋণ সহায়তা প্রদানের জন্য সম্প্রতি গ্রামীণ পরিবহন স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ ১৮ মাস৷
✅ ঋণের সিলিং সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের ৭০% ৷

আনসার ভিডিপি প্রণোদনা কৃষিভিত্তিক প্রকল্পে ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: ঋণ পরিশোধের পরীক্ষিত আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ ঋণের উদ্দেশ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সংক্রান্ত বর্তমান সরকারের সুমহান পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আনসার ও ভিডিপির পরীক্ষিত সদস্যদের মধ্য মেয়াদী চলতি মূলধন ও ব্যবসায় নগদ ঋণ প্রদানের মাধ্যমে প্রণোদনা দেয়ার জন্য আনসার ভিডিপি প্রণোদনা কৃষিভিত্তিক ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ ১৮ মাস৷
✅ ঋণের সিলিং সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা৷ ব্যাংক ঋণে ইকুইটি অনুপাত ৭০ঃ ৩০ ।

অঙ্গীভূত (Embodied) আনসার ঋণ)
✅ ঋণ সুবিধা ভোগী: অঙ্গীভূত আনসার সদস্য ও সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: অঙ্গীভূত (Embodied) আনসার অংগীভূতকালীন সময়ে নিরাপত্তা বিধানের লক্ষ্যে অঙ্গীভূত আনসার ঋণ চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ দুই বছর৷
✅ ঋণের সিলিং সর্বোচ্চ সিলিং ৫০ হাজার টাকা৷

সৌর বিদ্যুৎ স্থাপন ঋণ
✅ ঋণের সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ।
✅ ঋণের উদ্দেশ্য: বর্তমান সরকারের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নকল্পে বিকল্প বিদ্যুৎ ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে সৌরবিদ্যুৎ স্থাপন ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ দুই বছর৷
✅ ঋণের সিলিং সর্বোচ্চ ৫০ হাজার টাকা৷

বায়োগ্যাস প্লান্ট ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: গবাদি পশু ও পোল্ট্রির বর্জ্য ব্যবহার করে গৃহস্থালি কাজে ব্যবহার উপযোগী মূল্যবান সম্পদ প্রাকৃতিক গ্যাস এবং উন্নত মানের প্রাকৃতিক সার উৎপাদন করে দেশকে সমৃদ্ধির সোপানে উন্নীত করার লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বসতবাড়িতে বায়োগ্যাস প্লান্ট স্থাপনকে উৎসাহিত করার জন্য বায়োগ্যাস প্লান্ট ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ দুই বছর৷
✅ ঋণের সিলিং সর্বোচ্চ ৫০ হাজার টাকা৷

আনসার অফিসার গৃহ নির্মাণ ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: প্রথম শ্রেণীর আনসার ও ভিডিপি কর্মকর্তা।
✅ উদ্দেশ্য: বাংলাদেশ আনসার বাহিনীর প্রথম শ্রেণী ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের আবাসন সঙ্কট নিরসনকল্পে তাদের উন্নয়নে ব্যাংকের সেবার হাত প্রসারিত করে আনসার কর্মকর্তা গৃহ নির্মাণ ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বা ১২০ মাস৷
✅ ঋণের সিলিং গ্রেড ভিত্তিক সিলিং নির্ধারিত৷ ঋণের মেয়াদ হবে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর বা ১২০ মাস৷

প্রবাস গমন ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ উদ্দেশ্য: চাকুরি নিয়ে বিদেশে গমনকারী আনসার ও ভিডিপি সদস্যদেরকে ঋণ সহায়তা প্রদানে সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা নিয়ে বিদেশ গমন ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ এক বছর হতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত৷
✅ ঋণের সিলিং আবেদনকারীর আবেদনকৃত অর্থের ভিত্তিতে নির্ধারিত হবে তবে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত৷

উত্তরণ ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: ঋণ পরিশোধে পরীক্ষিত আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: উৎপাদনকারীদের ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য উৎপাদনশীল খাতের পণ্য সরাসরি কৃষক বা উৎপাদনকারীর নিকট থেকে ক্রয় করে স্থানীয়ভাবে বা দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণের জন্য আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যদের মধ্যে ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ ১ বছর৷
✅ ঋণের সিলিং জমাকৃত সঞ্চয়ের দ্বিগুণ৷ তবে সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা৷

মৎস্য চাষ (চিংড়ি ও অন্যান্য মাছ চাষ) ঋণ
✅ ঋণের সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: দেশের ক্রমবর্ধমান আমিষের ঘাটতি পূরণ এবং বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে মৎস্য ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ মাসিক কিস্তিতে সর্বোচ্চ তিন বছর৷
✅ ঋণের সিলিং সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত৷

গবাদি পশু ও গাভী পালন ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: দেশের ক্রমবর্ধমান মাংস দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং কম্পোস্ট সারের ঘাটতি পূরণ পূর্বক বিশেষত গুঁড়ো দুধে আমদানি নির্ভরতা হ্রাস এর মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে সরকারের অঙ্গীকার পূরণের লক্ষ্যে গবাদিপশু ও গাভী পালনে ✅ ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ কাল হবে মাসিক কিস্তিতে সর্বোচ্চ তিন বছর৷ ঋণের সিলিং সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত৷

নারী আত্মকর্মসংস্থান ঋণ
✅ ঋণ সুবিধাভোগী: ঋণ পরিশোধে পরীক্ষিত আনসার ও ভিডিপি সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: নারীর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয়ের এর উৎস সৃষ্টি করে বর্তমান সরকারের নারীর ক্ষমতায়নের অঙ্গীকার বাস্তবায়নকল্পে নারী আত্মকর্মসংস্থান ঋণ চালু করা হয়েছে৷ ঋণের মেয়াদ ১ বছর৷
✅ ঋণের সিলিং জমাকৃত সঞ্চয়ের দ্বিগুণ৷ তবে সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা৷

কম্পিউটার ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় কম্পিউটার ব্যবহারকে উৎসাহিত করার জন্য কম্পিউটার ঋণ চালু করা হয়েছে৷ আনসার ও ভিডিপির কারিগরি প্রশিক্ষণের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য বা সদস্যাদের অগ্রাধিকার দেয়া হবে৷ এ ঋণের প্যাকেজে কম্পিউটার, প্রিন্টার এবং ইউপিএস অন্তর্ভুক্ত থাকবে৷
✅ ঋণের মেয়াদ ১৮ মাস৷
✅ ঋণের সিলিং সর্বোচ্চ ৭৫ হাজার টাকা৷ ব্যাংক ঋণ ইকুইটি ৭০ঃ ৩০ ৷

এসডিপিএস হিসাবের স্থিতির বিপরীতে ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: এ ব্যাংকের আনসার ভিডিপি সদস্য আনসার ও ভিডিপি সংগঠন এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এসডিপিএস হিসাবের বিপরীতে ঋণ প্রদান স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ হবে ১ বছর৷ তবে এ ঋণের মেয়াদ অবশ্যই আমানতের মেয়াদকাল এর মধ্যে সীমিত থাকবে৷
✅ ঋণের সিলিং এসডিপিএস আমানত হিসাব এর বর্তমান স্থিতির সর্বোচ্চ ৮০% পর্যন্ত ঋণ প্রদান করা যাবে৷

স্থায়ী আমানত/সঞ্চয়পত্র/ওয়েজ বন্ড এর বিপরীতে ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: অত্র ব্যাংকের আনসার ভিডিপি সদস্য আনসার ও ভিডিপি সংগঠন এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এফডিআর/সঞ্চয় পত্র/ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড/ডলার বন্ড এর বিপরীতে ঋণ প্রদান স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ হবে এক বছর৷ তবে এ ঋণের মেয়াদ অবশ্যই আমানতের মেয়াদকাল এর মধ্যে সীমিত থাকবে৷
✅ ঋণের সিলিং সংশ্লিষ্ট আমানত ইন্সট্রুমেন্ট এর স্থিতির সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ প্রদান করা যাবে৷

গ্রুপ সঞ্চয় আমানতের স্থিতির বিপরীতে ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: ব্যাংকের আমানত কারি সদস্য বা সদস্যাগণের নিজের, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী ও বাবা-মা এর চিকিৎসা, ছেলেমেয়েদের লেখাপড়া, বিয়ে ইত্যাদি জরুরি প্রয়োজনের বিষয়টি অগ্রাধিকার বিবেচনায় এনে গ্রুপ সঞ্চয় আমানত এর স্থিতির বিপরীতে ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ ১ বছর৷
✅ ঋণের সিলিং গ্রুপ সঞ্চয়/বিশেষ সঞ্চয়/ক্ষুদ্র সঞ্চয় হিসাবে জমাকৃত টাকার ৮০% পর্যন্ত ঋণ প্রদান করা হয়৷

আমানত দ্বিগুণ বৃদ্ধি প্রকল্পের বিপরীতে ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: মাঠ পর্যায়ের চাহিদার নিরিখে এবং ব্যাংকের ঝুঁকিমুক্ত লাভজনক বিনিয়োগের বিষয়টি বিবেচনায় এনে আমানত দ্বিগুণ বৃদ্ধি প্রকল্পের বিপরীতে ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ হবে এক বছর৷ তবে এ ঋণের মেয়াদ অবশ্যই আমানতের মেয়াদকাল এর মধ্যে সীমিত থাকবে৷
✅ ঋণের সিলিং আমানত হিসাবে জমাকৃত টাকার ৮০% পর্যন্ত ঋণ প্রদান করা হয়৷

লাখপতি ডিপোজিট স্কিমের বিপরীতে ঋণ
✅ ঋণ সুবিধা ভোগী: সকল আনসার ও ভিডিপি সদস্য বা সদস্যাগণ৷
✅ ঋণের উদ্দেশ্য: মাঠ পর্যায়ের ঋণের চাহিদার নিরিখে এবং ব্যাংকের ঝুঁকিমুক্ত লাভজনক বিনিয়োগের বিষয়টি বিবেচনায় এনে লাখপতি ডিপোজিট স্কিম এর বিপরীতে ঋণ স্কিম চালু করা হয়েছে৷
✅ ঋণের মেয়াদ হবে এক বছর৷ তবে এ ঋণের মেয়াদ অবশ্যই আমানতের মেয়াদকাল এর মধ্যে সীমিত থাকবে৷
✅ ঋণের সিলিং লাখপতি ডিপোজিট স্কিম আমানত হিসাবের বর্তমান স্থিতির সর্বোচ্চ ৮০% পর্যন্ত ঋণ প্রদান করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button