ব্যাংক নির্বাহী

ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন মোঃ আলতাফ হুসাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ আলতাফ হুসাইন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ আলতাফ হুসাইন MANCOM ছাড়াও ব্যাংকের বিনিয়োগ কমিটির (IC) সদস্য। এর আগে তিনি ব্যাংকের সবচেয়ে বড় জোন ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-II এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-II এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইবিবিএল এর এসএমই বিভাগ গঠন এবং এসএমই নীতি ও নির্দেশিকা প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘ মেয়াদে ব্যাংকের এসএমই ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও দেখুন:
ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে গ্রাহককে জানাতে হবে

জনাব মোঃ আলতাফ হুসাইন ব্যাংকের পল্লী উন্নয়ন বিভাগ (আরডিডি)-তে কাজ করার সময়ও প্রচুর অবদান রাখেন। তিনি তার ব্যাংকিং ক্যারিয়ারে সকল সেক্টরে সাফল্যের চিহ্ন রেখেছেন। ইতিমধ্যে তিনি নিজেকে একজন অভিজ্ঞ ব্যাংকার হিসাবে প্রমাণ করেছেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

২০০৪ সালে ইসলামী ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকে যোগদানের আগে তিনি বিভিন্ন স্থানীয় এবং বহু-জাতিক কোম্পানিতে (ব্র্যাক, মাইডাস, এসইডিএফ, গ্রামীণ ফান্ড ইত্যাদি) দীর্ঘ ২০ বছর ধরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি এফবিসিসিআই, বিবিটিএ, বিআইবিএম, এফএডি, এসইডিএফ, আইসিসিবি, আইএফসি, ডিসিসিআই, সিআরআইএসএল ইত্যাদি দেশ-বিদেশের স্বনামধন্য সংস্থাগুলোর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং ফ্রান্স-এ ব্যাংকিং/ অর্থনীতির উপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছিলেন।

জনাব মোঃ আলতাফ হুসাইন মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার সমগ্র শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে সম্মানজনক এমবিএ (মেজর-ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button