আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মুদারাবা সঞ্চয়ী হিসাব (MSD)
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় কোনও ব্যক্তি বা কোনও ব্যক্তি গোষ্ঠী বা কোনও ফার্মের নামে এককভাবে বা যৌথভাবে মুদারাবা সঞ্চয়ী হিসাব খোলা যাবে।
মুদারাবা সঞ্চয়ী হিসাব খোলার নিয়মাবলী-
• ব্যক্তির একক/যৌথ নামে এবং ক্লাব, স্কুল ও মাদ্রাসা ইত্যাদি আর্থ–সামাজিক প্রতিষ্ঠানের নামে উক্ত হিসাব খোলা যাবে। হিসাব খোলার ক্ষেত্রে ব্যক্তির ২ কপি সত্যায়িত ছবি এবং ব্যাংকের সন্তুষ্টি মোতাবেক একজন পরিচয়দানকারীর কর্তৃক সনাক্ত করতে হবে।
• আর্থ –সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা ও পরিচালনা সংক্রান্ত রেজুলেশন প্রদান করতে হবে। যারা হিসাব পরিচালনা করবেন তাদের প্রত্যেকের ২ কপি সত্যায়িত ছবি লাগবে।
মুদারাবা সঞ্চয়ী হিসাব খুলতে যা লাগবে-
• পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেক আবেদনকারীর সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
• জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
• নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি ।
• হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
• প্রাথমিক আমানতের পরিমাণ ১,০০০ টাকা।
• অ্যাকাউন্ট খোলা ফর্মের মধ্যে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য।
• একাউন্টের মুনাফা মাসিক ভিত্তিতে হিসাব করে জুন ও ডিসেম্বর মাসে প্রদান করা হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল মুদারাবা সঞ্চয়ী হিসাব সম্পর্কে বিস্তারিত জানতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করুন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |