ব্যাংক শিক্ষাবৃত্তিস্কুল ব্যাংকিং

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি (উচ্চ মাধ্যমিক স্তর)

উচ্চ শিক্ষার পথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি আছে সাথে” এই শ্লোগানকে সামনে রেখে দেশজুড়ে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং-এর আলো ছড়িয়ে অসচ্ছল পরিবারে উচ্চ শিক্ষা পৌঁছে দিতে আবারও এগিয়ে এলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২০২১ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি’ এর সহায়তায় উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে গড়ে তুলুন সম্ভাবনাময় আগামী।

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা
• বিভাগীয় শহর/ সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগঃ জিপিএ-৫.০০ ও অন্যান্য বিভাগঃ জিপিএ-৪.৮০
• সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগঃ জিপিএ-৪.৮০ ও অন্যান্য বিভাগঃ জিপিএ-৪.৫০।

বৃত্তির পরিমাণ ও সময়কাল
– শিক্ষা স্তরঃ স্নাতক
– সময়কালঃ ৩-৫ বছর (নবায়নযোগ্য)
– মাসিক বৃত্তি-৩,৫০০ টাকা
– পাঠ্য উপকরণের জন্য (এককালীন) ৮,০০০ টাকা।

বৃত্তির জন্য আবেদনের নিয়মাবলী
• যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য বিবেচিত হবেন না।
• গ্রামীণ/ অনগ্রসর, আদিবাসী এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৭০ ভাগ নির্ধারিত থাকবে।
• প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতক ৫ ভাগ বৃত্তি সংরক্ষিত থাকবে।
• যে সকল আবেদনকারীর পিতা-মাতা/ অভিভাবকের বার্ষিক আয় (মাসিক ২০ হাজার টাকা হিসাবে বাৎসরিক) ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
• শিক্ষা বৃত্তির সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
• ২০২১ সালের এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আগ্রহী ও উপরোক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
• শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে ক্লিক করুন- এখানে
• বর্ণিত যোগ্যতা এবং শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
• সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
• আগামী ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের শিক্ষাবৃত্তি

• যে সকল শিক্ষার্থী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক/ সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

৩ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button