ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সিলেবাস (AIBB)
ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সিলেবাস (AIBB) – অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB) পরীক্ষা হল ব্যাংকিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নত জ্ঞান অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে, যা ব্যাংকারদের আরও ভাল সিদ্ধান্ত নিতে সক্ষম করবে। এই পরীক্ষার মূল লক্ষ্য হল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চাওয়া ব্যাংকারদের ব্যাংকিং সম্পর্কে মৌলিক এবং অপরিহার্য জ্ঞান বৃদ্ধি করা।
অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB) পরীক্ষা ব্যাংকিং অপারেশন, অ্যাকাউন্টিং, ক্রেডিট অ্যানালাইসিস, ফরেন এক্সচেঞ্জ, ব্যাংকিং আইন ও প্রবিধান এবং ঝুঁকি ব্যবস্থাপনা সহ ব্যাংকিং সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো কভার করে। AIBB পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে প্রার্থীদের ব্যাংকিংয়ের মৌলিক নীতি এবং অনুশীলন সম্পর্কে শক্তিশালী জ্ঞান তৈরি করে।
আরও দেখুন:
◾ আইবিবি ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী
◾ প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট (AIBB)
সামগ্রিকভাবে AIBB পরীক্ষা ব্যাংকারদের পেশাগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এটি তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করে থাকে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। যেটি ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে কার্যকর হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
AIBB-এর নতুন সিলেবাস
নিম্নে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB)-এর নতুন সিলেবাস তুলে ধরা হলো-
201) Risk Management in Financial Institutions (RMFI)
202) Credit Operations and Management (COM)
203) Trade Finance and Foreign Exchange (TFFE)
204) Information and Communication Technology in Financial Institutions (ICTFI)
205) Treasury Management in Financial Institutions (TMFI)
AIBB-এর ঐচ্ছিক বিষয়ের সিলেবাস
অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB) পাশ করার জন্য উপরোক্ত অ্যাডভান্সড/ অ্যাপ্লায়েড বিষয়গুলো ছাড়াও পরীক্ষার্থীকে নিম্নলিখিত ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে যেকোন ০১ (একটি) বেছে নিতে হবে-
206. Accounting for Financial Institutions (AFI)
207. Financial Crime and Compliance (FCC)
208. Agriculture & Microfinance (AM)
209. Management Accounting (MA)
210. Marketing and Branding in Financial Services (MBFS)
211. Sustainable Finance (SF)
212. Shariah Based Banking (SBB)
213. Investment Banking (IB)
Can any give answers in bangla version of the subject treasury management?