অগ্রণী ব্যাংক পিএলসিইসলামী ব্যাংকিং

অগ্রণী ব্যাংক লিমিটেড এর ইসলামী ব্যাংকিং সেবা

আলহামদুলিল্লাহ। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ইসলামী ব্যাংকিং সেবা এখন আপনার শহরে!!! রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে অগ্রণী ব্যাংকই প্রথম ২০১০ সাল থেকে ৫টি ইসলামী ব্যাংকিং উইন্ডাের মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। আপনার শহরেও নতুন একটি ইসলামী ব্যাংকিং উইন্ডাে চালু হয়েছে। এক নজরে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ইসলামী ব্যাংকিং উইন্ডােসমূহ-

অগ্রণী ব্যাংক লিমিটেড এ ইসলামী ব্যাংকিং উইন্ডােসমুহ (২০১০ সাল থেকে)
১. আমিনকোর্ট কর্পোরেট শাখা, ঢাকা।
২. গুলশান কর্পোরেট শাখা, ঢাকা।
৩. লালদিঘীরপাড় কর্পোরেট শাখা, সিলেট।
৪. আগ্রাবাদ জাঃভঃ কর্পোরেট শাখা, চট্টগ্রাম।
৫. মাইজদীকোর্ট শাখা, নােয়াখালী।

নতুন ইসলামী ব্যাংকিং উইন্ডােসমূহ (২০১৯ সাল থেকে)
১. ইসলামপুর শাখা, ঢাকা।
২. মৌচাক শাখা, ঢাকা।
৩. উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, ঢাকা।
৪. মৌলভীবাজার শাখা, মৌলভীবাজার।
৫. ব্রাহ্মণবাড়িয়া শাখা, ব্রাহ্মণবাড়িয়া।
৬. সাহেব বাজার কর্পোরেট শাখা, রাজশাহী।
৭. বড় বাজার শাখা, কুষ্টিয়া।
৮. থানা রােড শাখা, বগুড়া।
৯. আসাদগঞ্জ কর্পোরেট শাখা, চট্টগ্রাম।
১০. স্যার ইকবাল রােড কর্পোরেট শাখা, খুলনা।

অগ্রণী ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংকিং এর বৈশিষ্ট্য
❏ সম্পূর্ণ শরীয়াহ ভিত্তিক পদ্ধতিতে আমানত ও বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হয়৷
❏ শক্তিশালী শরীয়াহ সুপারভাইজরি কমিটির মাধ্যমে কার্যক্রম নিয়ন্ত্রিত হয়৷
❏ ইসলামী ব্যাংকিং বিষয়ক সফটওয়ার এর মাধ্যমে রিয়েল টাইম অনলাইন সেবা দেয়া হয়৷
❏ ইসলামী জীবনধারা সহজীকরণে হজ্জ, মােহর ও ওয়াকফ এর মতাে আমানত হিসাব খােলার ব্যবস্থা আছে।
❏ উদ্যোক্তা/ ব্যবসায়ী/ গৃহনির্মাণ এর জন্য শরীয়াহ ভিত্তিক বাই-মুয়াজ্জাল, বাই-মুরাবাহা, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক এর মতাে বিনিয়ােগ পদ্ধতি ব্যবহার হয়ে থাকে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ইসলামী ব্যাংকিং কার্যক্রমে আরও যে সকল আমানত হিসাব খােলার সুযােগ আছে-
❏ আল-ওয়াদিয়াহ চলতি হিসাব
❏ মুদারাবা সঞ্চয়ী হিসাব
❏ মুদারাবা শর্ট নােটিস ডিপােজিট
❏ মুদারাবা বিশেষ সঞ্চয়ী ডিপােজিট স্কীম
❏ মুদারাবা মেয়াদী আমানত ও
❏ অগ্রণী মুদারাবা সঞ্চয়ী বন্ড।

সুদমুক্ত ও আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণে অগ্রণী ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং উইন্ডােতে আপনাকে স্বাগতম। সুদমুক্ত ও আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করুন এবং ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button