ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ফেলোশিপ CIPA প্রোগ্রামে ভর্তি
ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স শিল্পের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হলে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ AAOIFI-এর এডুকেশন পার্টনার হিসেবে AAOIFI প্রণীত আন্তর্জাতিক মানসম্পন্ন “সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট (CIPA)” কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের মাধ্যমে ৮ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে গৌরবজনক CIPA ফেলোশিপ অর্জন করেছেন।
ভর্তির যোগ্যতা
• স্নাতক/ সমমান।
আরও দেখুন:
◾ ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়তে বিআইবিএমের এমবিএম কোর্স
ফেলোশিপের/ কোর্সের বৈশিষ্ট্য
• ইসলামী ব্যাংক ও ফাইন্যান্স শিল্পের প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, অডিটর, অ্যাডভাইজার হওয়ার সুযোগ।
• কোর্সটি সম্পন্ন করার পর বাংলাদেশের সকল ইসলামিক ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানসহ AAOIFI পরিচালিত বিশ্বের ৭৫ টি দেশে ২০০-এর অধিক ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ।
• দেশ/ দেশের বাইরে ইসলামী ব্যাংক, ইন্স্যুরেন্স ও ফাইন্যান্স প্রতিষ্ঠানে ১ বছরের ইন্টার্নি করার সুযোগ।
• CA, ACCA & CPA (US) সম্পন্নকারীদের জন্য কোর্স মডিউলে ছাড়ের সুযোগ।
• ইসলামিক ব্যাংকিং প্রফেশনাল, রেগুলেটর, বিশ্ববিদ্যালয় শিক্ষক, FCA, CIPA ও CSAA দ্বারা পাঠদান।
• CA, ACCA & CPA (US) ডিগ্রির ন্যায় নামের শেষে CIPA যোগ করা যাবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
পরীক্ষা পদ্ধতি
• পরীক্ষার সময়: জুন ও ডিসেম্বর।
• শিক্ষার মাধ্যম: ইংরেজি।
• পরীক্ষা পদ্ধতি: MCQ ।
• পরীক্ষা ও কোচিং ভেন্যু: CSB Training Institute ।
রেজিস্ট্রেশন ফি
• সরাসরি AAOIFI-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি ২২০০ ইউএস ডলার।
• সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের মাধ্যমে: রেজিস্ট্রেশন ফি ৬৬০ ইউএস ডলার (+ কোচিং ফি ৩৪০ ইউএস ডলার)।
• ৭০% ছাড়ে রেজিস্ট্রেশন চলছে।
AAOIFI
AAOIFI (The Accounting and Auditing Organization for Islamic Financial Institutions) একটি কর্পোরেট, ইসলামী, আন্তর্জাতিক, স্বায়ত্তশাসিত ও অলাভজনক বাহরাইনভিত্তিক সংস্থা। যার প্রধান কাজ হলো: ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স-এর স্ট্যান্ডার্ড (মানদণ্ড) প্রণয়ন করা। এ সকল মানদণ্ড বিশ্বের লিডিং ইসলামিক ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো অনুসরণ করছে। বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং গাইডলাইনে AAOIFI-এর স্ট্যান্ডার্ড অনুসরণের কথা বলা হয়েছে। তা ছাড়া সেন্ট্রাল শরীয়াহ বোর্ড প্রণীত ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ‘ডিপ্লোমা কোর্স অন ইসলামিক ফাইন্যান্স’ শীঘ্রই শুরু হবে, ইন-শা-আল্লাহ।
যোগাযোগের ঠিকানা
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অফ বাংলাদেশ
ওরিয়েন্টাল ট্রেড সেন্টার (লেভেল-৮ ও ৯), ৬৯/১ পুরানা পল্টন লাইন, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা-১০০০
কোর্স কোঅর্ডিনেটর নম্বর: ০১৯৫২-৮১৩২১২