ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় অ্যাকাউন্টিং থাকছে না
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার দুই পর্বেই আর ‘অ্যাকাউন্টিং’ বাধ্যতামূলক থাকছে না। প্রথম পর্বে অ্যাকাউন্টিংয়ের পরিবর্তে ‘গভর্ন্যান্স’ বিষয় যুক্ত হচ্ছে। দ্বিতীয় পর্বে অ্যাকাউন্টিংকে ঐচ্ছিক করে ‘ট্রেজারি ম্যানেজমেন্ট’ বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া উভয় পর্বের প্রতি বিষয়ে ১০০-এর মধ্যে পাস নম্বর হবে ৪৫। এতদিন যা ৫০ ছিল। আইবিবি কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষরের পর শিগগিরই নতুন এ সিলেবাস প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) আয় বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার-পরবর্তী সব পদে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব বাধ্যতামূলক করে সম্প্রতি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। আইবিবির ১৪৯তম কাউন্সিল সভার সিদ্ধান্তে এ সার্কুলার হয়। এ নিয়ে বিভিন্ন পক্ষের সমালোচনার মধ্যে গত ২০ ডিসেম্বর আইবিবির ১৫০তম সভা ডাকা হয়। গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান গভর্নর। তবে পরীক্ষা ও খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
আরও দেখুন:
◾ ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক থাকছেই
জানা গেছে, নতুন সিলেবাসের একটি খসড়া প্রস্তুত করে কাউন্সিল সদস্যদের কাছে পাঠিয়েছে আইবিবি। গভর্নর দেশে ফিরলেই যা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। এ আলোকেই আইবিবির ৯৬তম ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সিলেবাসের খসড়া অনুযায়ী প্রথম পর্বে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিবর্তে গভর্ন্যান্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যুক্ত হবে। আর মার্কেটিং অব ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিবর্তে যুক্ত হবে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। বাকি চারটি বিষয়ের নামে কিছু সংশোধনী এনে প্রিন্সিপালস অব ইকোনমিকস, লস অব প্র্যাকটিস অব জেনারেল ব্যাংকিং, বিজনেস কমিউনিকেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বহাল থাকবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যাংকিং ডিপ্লোমার দ্বিতীয় পর্বে বাধ্যতামূলক পাঁচটি বিষয়ের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পরিবর্তে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যুক্ত হবে। এ ছাড়া রিক্স ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এবং আইসিটি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বহাল থাকবে।
এখন থেকে ছয়টির পরিবর্তে ঐচ্ছিক বিষয় হবে আটটি। বিষয়গুলো হলো- অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স, এগ্রিকালচার অ্যান্ড মাইক্রোফাইন্যান্স, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ইন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সাসটেইনেবল ফাইন্যান্স, শরিয়াহ বেজড ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং। পরীক্ষার্থীরা দ্বিতীয় পর্বে এর মধ্যে যে কোনো একটি বিষয় নিতে পারবেন।
আরও দেখুন:
◾ আর্থিক প্রতিষ্ঠানেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক