ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) হল একটি বিশেষ যোগ্যতা যা ইসলামিক ব্যাংকিং নীতি ও পদ্ধতি, শরীআহ-সম্মত আর্থিক অনুশীলন এবং ইসলামিক ফিন্যান্স সম্পর্কে গভীর জ্ঞান এবং দক্ষতা প্রমানের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সাধারণত ব্যাংকিং এবং ফিন্যান্স সেক্টরের প্রফেশনালদের জন্য বিশেষ করে যারা ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে তাদের কর্মজীবনকে এগিয়ে নিতে বা শরিয়াহ-সম্মত ব্যাংকিং পেশায় ভূমিকা রাখতে চায়।

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (IBBPLC)-এর ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমী (IBTRA) পরিচালনা করে থাকে। ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষা সাধারণত বছরে দুইবার আইবিটিআরএ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত হয়। ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্ট-১ পরীক্ষার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন, ইসলামী ব্যাংকিং ও প্রচলিত ব্যাংকিং এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ডিজাইন করা হয়েছে। অপরদিকে ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্ট-২ পরীক্ষার মাধ্যমে ব্যাংকারদের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন, ইসলামী ব্যাংকিং ও প্রচলিত ব্যাংকিং এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ডিজাইন করা হয়েছে। ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্ট-১ এবং পার্ট-২ পরীক্ষার সাবজেক্ট, সিলেবাস, পরীক্ষার্থীদের জন্য যোগ্যতার মানদণ্ড, রেজিস্ট্রেশন ফি, প্রাপ্যতা এবং এক্সাম ফর্ম সাবমিশন, বিভিন্ন ফর্ম, শর্তাবলী ও যোগাযোগের ঠিকানা সহ বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো:

আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE)

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্টপরীক্ষার সাবজেক্ট
(সকল বিষয় বাধ্যতামূলক)
কোডসাবজেক্ট এর নাম
১০১অল্টারনেটিভ ফিন্যান্সিয়াল সিস্টেম
১০২প্রিন্সিপলস অব ইকোনমিক্স: কনভেনশনাল এন্ড ইসলামিক
১০৩প্রিন্সিপলস অব একাউন্টিং
১০৪প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট
১০৫বিজনেস কমিউনিকেশন
১০৬থিওরি এন্ড প্রাকটিস অব ব্যাংকিং: ইসলামিক এন্ড কনভেনশনাল

আরও দেখুন:
ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্টপরীক্ষার সাবজেক্ট

(সকল বিষয় বাধ্যতামূলক)

কোডসাবজেক্ট এর নাম
২০১ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট
২০২ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফিন্যান্স
২০৩এথিক্স ইন ব্যাংকিং এন্ড লিগ্যাল এনভায়রনমেন্ট
২০৪ম্যানেজমেন্ট একাউন্টিং এন্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট
২০৫ব্যাংকিং
২০৬মাইক্রো ফিন্যান্স এন্ড রুরাল ব্যাংকিং: কনভেনশনাল এন্ড ইসলামিক

সিলেবাস

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) এর নির্ধারিত সিলেবাসের বিশদ বিবরণ এবং সাজেশন বই/ পড়ার উপকরণগুলো IBTRA-এর ওয়েবসাইটে পাওয়া যাবে। যদিও উপরে উল্লিখিত প্রতিটি বিষয়ের জন্য বিস্তারিত সিলেবাস প্রস্তুত করা হয়েছে তা শুধুমাত্র নির্দেশক হিসেবে কাজ করবে। পরীক্ষার পেশাগত প্রকৃতি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট বিষয়ের অন্তর্গত সকল বিষয় প্রার্থীকে অধ্যয়ন করতে হবে। প্রার্থীকে পরীক্ষার বিভিন্ন বিষয়ের অধীনে সাম্প্রতিক ঘটনাবলীর উপর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) সিলেবাস পেতে ক্লিক করুন- পার্ট-১ এবং পার্ট-২

পরীক্ষার্থীদের জন্য যোগ্যতার মানদণ্ড

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হতে প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:

  • প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারী হতে হবে এবং কমপক্ষে H.S.C পরীক্ষা বা তার সমমানের সার্টিফিকেটধারী হতে হবে।
  • প্রার্থীকে IBTRA কর্তৃক নির্ধারিত ফর্মে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ/ অফিস/ শাখা প্রধান কর্তৃক স্বাক্ষরিত সার্ভিস সংক্রান্ত একটি সার্টিফিকেট জমা দিতে হবে। পরীক্ষার এন্ট্রি ফর্মে এই ধরনের সার্টিফিকেট এর একটি ফর্ম প্রিন্ট হয়, যেটি প্রতিবার প্রার্থীকে পরীক্ষার জন্য আবেদন করার সময় পূরণ করতে হবে।
  • প্রার্থীকে IBTRA এর DIB-তে নিবন্ধিত হতে হবে এবং যদি তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে না থাকেন তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে।
  • IBTRA-এর ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে কোনো বিষয়ে আবেদন করলে প্রার্থীর প্রদেয় ফি/ সাবস্ক্রিপশন ফি বকেয়া রাখা যাবে না।

রেজিস্ট্রেশন ফি

ইসলামী ব্যাংক বা অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারী ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষার প্রার্থী হিসেবে এনরোল/ নথিভুক্ত করতে ১০০ টাকা রেজিস্ট্রেশন/ নিবন্ধন ফি দিতে হবে।

প্রাপ্যতা এবং এক্সাম ফর্ম সাবমিশন

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীকে ইসলামী ব্যাংক সেলফিনের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি সহ অনলাইন ফর্ম যথাযথভাবে পূরণের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে সাবমিট করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র এবং অন্যান্য তথ্য ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (IBTRA)-এর ওয়েবসাইট (www.ibtra.com) থেকে পাওয়া যাবে।

বিভিন্ন ফর্ম

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফর্ম সমূহ:

  • সেলফিনের মাধ্যমে ফি প্রদানের প্রক্রিয়া জানতে ক্লিক করুন- Fees Payment
  • ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) সার্টিফিকেট ফরম্যাট পেতে ক্লিক করুন- Certificate Format

অন্যান্য শর্তাবলী

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তগুলো নিম্নে তুলে ধরা হলো:

  • ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তাবলী পেতে ক্লিক করুন- টার্মস এন্ড কন্ডিশন

যোগাযোগের ঠিকানা

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (IBTRA)
১৩এ/২এ, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ
ফোন: (৮৮ ০২) ৪৮১২১১৮৬ এক্সটেনশন ৬০০ এবং ২০৪
আইপি ফোন: ৬৬৫ এবং ৫৪৯ (ডিআইবি সাপোর্ট)
ইমেইল: dib.ibtra@islamibankbd.com
ওয়েবসাইট: www.ibtra.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button