জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন এস এম আব্দুল ওয়াদুদ
জনতা ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন এস এম আব্দুল ওয়াদুদ। জনতা ভবন করপোরেট শাখায় মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি একই শাখায় উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
এস এম আব্দুল ওয়াদুদ ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
তিনি দিলকুশা করপোরেট শাখার শাখা ব্যবস্থাপক এবং ফরিদপুর এরিয়া অফিসে এরিয়া প্রধান হিসাবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি প্রধান কার্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিপার্টমেন্ট, এসএমই ডিপার্টমেন্ট, ওভারসিজ ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং বোর্ড সেক্রেটারিয়েটসহ বিভিন্ন ডিপার্টমেন্টে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আরও দেখুন:
◾ ঈদের আগে শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তিনি মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ড হতে বাণিজ্য বিভাগে ১৯৮২ সালে বোর্ড স্ট্যান্ড করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি ব্যাংকিংয়ে ডিপ্লোমাসহ দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ নেন। তিনি ১৯৬৬ সালে খুলনা জেলার ডুমুরিয়া থানার এর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।