ঢাকা ব্যাংক পিএলসিব্যাংক হিসাব
ঢাকা ব্যাংক তাওফির মুদারাবা ডিপোজিট পেনশন স্কিম (TMDPS)
ঢাকা ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১০০% বীমা কভারেজ সুবিধাসহ তাওফির মুদারাবা ডিপোজিট পেনশন স্কিম (টিএমডিপিএস)।
Key Features (মূল বৈশিষ্ট্য)
• ১০০% বীমা কভারেজ সুবিধা
• সম্ভাব্য বীমা প্রদান এবং সুবিধা
• প্রাক-মেয়াদপূর্তি এনক্যাশমেন্ট, সাধারণ এবং দুর্ঘটনাজনিত মৃত্যু
• মেয়াদ: ৮ বছর
• কিস্তির পরিমাণ: ১,০০০ টাকা
• অনুমিত ইভেন্ট ৫ বছর ২ মাস।
Monthly installment (মাসিক কিস্তি)
Required Document (প্রয়োজনীয় কাগজপত্র)
• হিসাব খোলার ফর্ম যথাযথভাবে পূরণ
• আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের ১ কপি ছবি
• জাতীয় পরিচয়পত্রের অনুলিপি/বৈধ পাসপোর্টের ফটোকপি
• নমিনীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
• নমিনীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
• হিসাব খোলার জন্য প্রয়োজনীয় অন্য যেকোন ডকুমেন্টস।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |