ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)
সবার জন্য সহজ ব্যাংকিং এই উদ্দেশ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) ব্যবস্থা ব্যাংকিং সেবায় অনলাইন বা ইলেকট্রনিক লেনদেনের আন্তঃ প্রতিযোগিতার বাজারে নতুন সেবা প্রদান এবং গ্রাহকদের মাঝে ব্যাপকভাবে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের ধারণা ছড়িয়ে দিচ্ছে এবং জনগণ এর সুফল ও পাচ্ছে।
অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS) মেশিন, ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং সহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে প্রচলিত অর্থ লেনদেনের ব্যবস্থাসমূহকে একটি স্বতন্ত্র কাঠামোর মাঝে নিয়ে এসে আন্তঃ ব্যাংকিং লেনদেনে আরও স্বচ্ছতা, দ্রুততা এবং ব্যয় সংকোচনের লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংক ২০১২ সালে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) এর সুবিধা চালু করে।
NPSB কি?
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) হল এমন একটি ইলেকট্রনিক প্লাটফর্ম, যেটা কার্ড ভিত্তিক অনলাইন রিটেইল লেনদেনের জন্য তফসিলি ব্যাংকগুলোর মধ্যে আন্তঃসংযোগ তৈরি করার জন্য ২০১২ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাত্রা শুরু করেছিল। যার উদ্দেশ্য ছিল NPSB DEBIT CARD ভিসা, মাস্টার কার্ড এবং অন্যান্য আন্তর্জাতিক ব্রান্ডের সাথে প্রতিযোগিতা করা এবং কম টাকায় গ্রাহকদের সার্ভিস প্রদান করা। বর্তমানে এনপিএসবি অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেল (পস), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেন প্রক্রিয়া করে থাকে।
সকল ধরনের ইলেকট্রনিক অর্থ লেনদেনের সুবিধাকে একটি প্ল্যাটফর্মে এনে ই-কমার্স এবং কার্ড এর মাধ্যমে লেনদেনকে উৎসাহিত করতে মূলত এনপিএসবি কাজ করছে। বর্তমানে ৫১টি ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এনপিএসবি নেটওয়ার্কের আওতায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অটোমেটেড টেলার মেশিন (ATM)
বর্তমানে বাংলাদেশের ৫৩টি ব্যাংক তাদের কার্ডের ব্যবসা পরিচালনা করছেন। ৫৩টি ব্যাংকের মধ্যে ৫১টি ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এর মাধ্যমে এটিএম লেনদেনের জন্য অন্তসংযোগ গ্রহণ করে থাকে। এনপিএসবি মেম্বার ব্যাংকের যেকোনো গ্রাহক যেকোনো ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে তাদের কার্ড ব্যবহার করতে পারেন। বর্তমানে কার্ড হোল্ডাররা এই নেটওয়ার্কের মাধ্যমে টাকা উত্তোলন, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স জানা, ২৪/৭ বাংলাদেশের প্রায় সকল এটিএম বুথ থেকে এই সেবা গ্রহণ করতে পারেন। ফলে বর্তমানে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য লম্বা লাইন খুব কমই চোখে পড়ে। অধিকাংশ ব্যাংকগুলো এখনো তাদের গ্রাহকদের জন্য নিজস্ব এটিএম এবং পস সুবিধা দিচ্ছে না। অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করার জন্য একজন গ্রাহককে টাকা উত্তোলনের জন্য ১৫ টাকা ভ্যাটসহ, ৫ টাকা ভ্যাটসহ মিনি স্টেটমেন্ট অথবা স্থিতি জানার জন্য প্রদান করতে হয়।
আরও দেখুন:
◾ বিডি-আরটিজিএসঃ অপার সম্ভাবনার সমীকরণ
◾ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)
◾ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) এর সুবিধা
পয়েন্ট অব সেল (POS)
৪৮টি ব্যাংক বর্তমানে এনপিএসবি এর মাধ্যমে গ্রাহকদের POS লেনদেনের জন্য তাদের নিজেদের মধ্যে আন্তঃসংযোগ গ্রহণ করেছে। এই এনপিএসবি মেম্বার ব্যাংকগুলোর গ্রাহকরা তাদের রিটেল কেনাকাটার জন্য যে কোন ব্যাংকে POS ব্যবহার করতে পারেন। গ্রাহকদের এই POS ব্যবহার করার কারণে ক্যাশ টাকা লেনদেনের হার অনেকাংশে কমে গিয়েছে। এনপিএসবি এর আওতাভুক্ত কোন POS মেশিন ব্যবহার করার জন্য কোন গ্রাহককে কোন অতিরিক্ত ফি প্রদান করতে হয় না।
ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রানস্ফার (IBFT)
এনপিএসবি এর মাধ্যমে বর্তমানে ৬টি ব্যাংকের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সিস্টেম চালু রয়েছেন। IBFT মেম্বারভুক্ত ব্যাংকের একজন একাউন্ট কার্ডধারী গ্রাহক এক ব্যাংক থেকে (একাউন্ট থেকে একাউন্ট/ কার্ড এবং একাউন্ট/ কার্ড থেকে একাউন্ট কার্ডে) অন্য ব্যাংকের একাউন্ট/ কার্ডে টাকা স্থানান্তর করতে পারেন। একজন গ্রাহক দিনে পাঁচবার সর্বমোট ২ লক্ষ টাকা স্থানান্তর করতে পারেন। একটি লেনদেন সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি হতে পারবে না। ব্যাংক তাদের গ্রাহকদের ইন্টারনেট ব্যাংকিং এর নিরাপত্তার জন্য ২ ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করেছেন। ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যে সকল সেবা প্রদান করে থাকেন তাহল- ইউটিলিটি বিল প্রদান, ক্রেডিট কার্ডের বিল, ইন্সুরেন্স এর কিস্তি ইত্যাদি।
Benefits of NPSB Banks (এনপিএসবি ব্যাংকের সুবিধা)
বর্তমানে গ্রাহকেরা এনপিএসবি এর মাধ্যমে নীচের সুবিধা গুলো পাচ্ছেঃ
• এটিএম এর মাধ্যমে ক্যাশ উঠানো/ টাকা তোলা। (প্রতি লেনদেন- ১৫ টাকা)
• এটিএম এর ব্যালেন্স জানা/ স্থিতি অনুসন্ধান (প্রতি লেনদেন- ৫ টাকা)
• এটিএম এর খুদে বিবরণী জানা (প্রতি লেনদেন- ৫ টাকা)
• পস মেশিনের মাধ্যমে কেনা-কাটা (ফ্রি)
• ইন্টারনেট ব্যাংকিং (ফ্রি)
• মোবাইল ব্যাংকিং (আসছে)।
NPSB সম্পর্কিত General Information (NPSB এর সাধারণ তথ্যাবলী) | |
বিবরণ | জানুয়ারি- ২০২০ |
ডেবিট কার্ড সংখ্যা | ১৮৬১১৬৮১ |
ক্রেডিট কার্ড সংখ্যা | ১৫৫৬৪৪৮ |
প্রিপেইড কার্ড সংখ্যা | ৪২৮৯১০ |
এটিএম বুথ সংখ্যা | ১০৯৬১ |
পিওএস টার্মিনাল সংখ্যা | ৬০৪৭৪ |
NPSB প্রত্যয়িত এটিএম ট্রান্স. এর জন্য ব্যাংক | ৫২টি ব্যাংক |
NPSB প্রত্যয়িত পিওএস ট্রান্স. এর জন্য ব্যাংক | ৫১টি ব্যাংক |
NPSB প্রত্যয়িত IBFT ট্রান্স. এর জন্য ব্যাংক | ২৪টি ব্যাংক |
NPSB member Banks in Bangladesh (বাংলাদেশে এনপিএসবি সদস্য ব্যাংক)
নিম্নে বাংলাদেশে এনপিএসবি সদস্য ব্যাংক সমূহের তালিকা তুলে ধরা হলো-
১. এবি ব্যাংক লিমিটেড
২. অগ্রণী ব্যাংক লিমিটেড
৩. আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড
৪. বাংলাদেশ কৃষি ব্যাংক
৫. বাংলাদেশ কমার্স ব্যাংক
৬. ব্যাংক আল-ফালাহ লিমিটেড
৭. ব্যাংক এশিয়া লিমিটেড
৮. বেসিক ব্যাংক লিমিটেড
৯. ব্র্যাক ব্যাংক লিমিটেড
১০. কমার্সিয়াল ব্যাংক অব সিলন
১১. ঢাকা ব্যাংক লিমিটেড
১২. ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
১৩. ইস্টার্ন ব্যাংক লিমিটেড
১৪. এক্সিম ব্যাংক লিমিটেড
১৫. ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
১৬. হাবিব ব্যাংক লিমিটেড
১৭. এইচএসবিসি
১৮. আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড
১৯. আইএফআইসি ব্যাংক লিমিটেড
২০. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
২১. যমুনা ব্যাংক লিমিটেড
২২. জনতা ব্যাংক লিমিটেড
২৩. মেঘনা ব্যাংক লিমিটেড
২৪. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
২৫. মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
২৬. মধুমতি ব্যাংক লিমিটেড
২৭. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
২৮. ন্যাশনাল ব্যাংক লিমিটেড
২৯. এনসিসি ব্যাংক লিমিটেড
৩০. এনআরবি ব্যাংক লিমিটেড
৩১. এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
৩২. এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড
৩৩. ওয়ান ব্যাংক লিমিটেড
৩৪. প্রাইম ব্যাংক লিমিটেড
৩৫. পুবালী ব্যাংক লিমিটেড
৩৬. এসবিএসি ব্যাংক লিমিটেড
৩৭. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
৩৮. সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
৩৯. সোনালী ব্যাংক লিমিটেড
৪০. সাউথইস্ট ব্যাংক লিমিটেড
৪১. স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
৪২. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড
৪৩. সিটি ব্যাংক লিমিটেড
৪৪. ষ্টেট ব্যাংক অব ইন্ডিয়া
৪৫. ট্রাস্ট ব্যাংক লিমিটেড
৪৬. ইউনিয়ন ব্যাংক লিমিটেড
৪৭. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং
৪৮. উত্তরা ব্যাংক লিমিটেড
৪৯. উরি ব্যাংক।
সোর্সঃ বাংলাদেশ ব্যাংক
আরও দেখুন:
◾ বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (BACH)
◾ বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (BACPS)
◾ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)
এটিএম উত্তোলন চার্জ ১০ টাকার মধ্যে করা উচিত।