ব্যাংকিং

ড্রাফটের অর্থ প্রদানে প্রদানকারী শাখা বা ব্যাংকের সতর্কতা

ড্রাফট যে শাখার বরাবরে লিখিত সে শাখাকে এর অর্থ প্রদান করতে হয়। ড্রাফটের অর্থ প্রদানের বেলায় ব্যাংকারকে বেশ সতর্ক হতে হয়। এ সময় প্রদানকারী শাখার কর্মকর্তা যা দেখবেন বা লক্ষ্য রাখবেন তা হলো-

১) ড্রাফটের ওপর প্রদত্ত স্বাক্ষরের সাথে স্বাক্ষর বইয়ে রক্ষিত কর্মকর্তাদের স্বাক্ষর যথাযথভাবে মিলিয়ে দেখা;
২) সংশ্লিষ্ট ড্রাফটের এডভাইস প্রাপ্তি নিশ্চিত করা;
৩) ড্রাফটির রং, সাইজ ও কাগজ ব্যাংকের কি না তা সতর্কতার সাথে মিলিয়ে দেখে নিশ্চিত হওয়া;
৪) সংশ্লিষ্ট হিসাবে জমা হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button