শাখা ব্যাংকিং এর কার্যাবলী সমূহ
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ শাখা ব্যাংক পদ্ধতিতে প্রধান কার্যালয়ের মাধ্যমে দেশ ও দেশের বাইরে শাখা কার্যালয় স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে। এরূপ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্য ও আমদানি-রপ্তানিসহ অর্থনীতি’র সকল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নে শাখা ব্যাংকের কার্যাবলী সমূহ তুলে ধরা হলো-
১) Receiving deposit (আমানত সংগ্রহ)
শাখা ব্যাংক জনগণের ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। এ লক্ষ্যে শাখা ব্যাংক জনগণকে সঞ্চয়ে উৎসাহিত করে তোলে। ব্যাংক উক্ত সঞ্চয় আমানত হিসেবে সংরক্ষণের মাধ্যমে মূলধন গঠন করে৷
২) Giving loan (ঋণদান)
শাখা ব্যাংক বিভিন্ন খাতে বিভিন্ন মেয়াদে জনগণকে ঋণ দান করে। এই সকল ব্যাংক সাধারণত সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ রিজার্ভ হিসেবে সংরক্ষণ করে অবশিষ্ট অংশ জনগণ ও প্রতিষ্ঠানকে ঋণ দান করে৷
৩) Formation of capital (মূলধন গঠন)
শাখা ব্যাংক জনগণের সঞ্চয় আমানত হিসেবে সংরক্ষণের মাধ্যমে মূলধন গঠন করে। ব্যাংক দেশের অর্থনীতির বিভিন্ন লাভজনক ও উন্নয়নমূলক বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় মূলধন গঠন করে৷
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
৪) Investment (বিনিয়োগ)
অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত অধিক বিনিয়োগ। শাখা ব্যাংকিং আমানত সংগ্রহের মাধ্যমে মূলধন গঠন করে দেশের অর্থনীতির বিভিন্ন লাভজনক ও উন্নয়নমূলক খাতে বিনিয়োগ করে৷
৫) Money transfer (অর্থ স্থানান্তর)
অর্থ স্থানান্তর শাখা ব্যাংকের অন্যতম কাজ। শাখা ব্যাংক গ্রাহকদের পক্ষে দেশ ও দেশের বাইরে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে অর্থ স্থানান্তর করে। ব্যাংক সাধারনত চেক, ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, এমটি, টিটি ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইত্যাদি মাধ্যমে অর্থ এক স্থান হতে অন্য স্থানে স্থানে স্থানান্তর করে৷
৬) Collection and payment (পাওনা আদায় ও পরিশোধ)
শাখা ব্যাংক গ্রাহকের পক্ষে বিভিন্ন পাওনা আদায় ও পরিশোধ করে থাকে। এই সকল কার্যের বিনিময়ে ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কমিশন পায়৷
৭) Sales and purchase of share and securities (শেয়ার ও সিকিউরিটিজ ক্রয় বিক্রয়)
শাখা ব্যাংক বিভিন্ন কোম্পানির শেয়ার ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করে থাকে। এছাড়া এই ধরনের ব্যাংক সহকারি বন্ড ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ে সরকারকে সহযোগিতা করে থাকে৷
৮) Underwriting (অবলেখন)
শাখা ব্যাংক নতুন কোম্পানির শেয়ার ঋণপত্র ইত্যাদি ক্রয়-বিক্রয়ে অবলেখক হিসেবে কাজ করে। অনেক সময় শাখা ব্যাংক নিজেও বিভিন্ন ধরনের শেয়ার ও ঋণপত্র ক্রয় করে থাকে৷
৯) Foreign exchange (বৈদেশিক বিনিময়)
শাখা ব্যাংক আমদানিকারকের পক্ষে এলসি, বিনিময় বিল বাট্টাকরণ, বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বৈদেশিক বিনিময়ে সহযোগিতা করে থাকে৷ ফলশ্রুতিতে বৈদেশিক বাণিজ্য সহজ ও গতিশীল হয়৷
১০) Financing (অর্থসংস্থান)
শাখা ব্যাংক দেশের বিভিন্ন শিল্প, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থ সংস্থান করে। এ সকল ব্যাংক নতুন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান ও পুরাতন শিল্প ও ব্যবসায়ের সমপ্রসারণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করে৷
১১) Employment (কর্মসংস্থান)
শাখা ব্যাংক দেশে-বিদেশে বিভিন্ন শাখা স্থাপনের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে৷
১২) Distribution of risk (ঝুঁকি বন্টন)
শাখা ব্যাংকের অন্যতম কাজ হলো ঝুঁকি বন্টন করা। এ সকল ব্যাংকের এক শাখার লোকসান অন্য শাখার মুনাফা দ্বারা পূরণ করা হয়। ফলশ্রুতিতে সামগ্রিক ঝুঁকির পরিমাণ কমে যায়।