বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য সমূহ
বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর মাধ্যমে ডিসেম্বর ১৬, ১৯৭১ সালে প্রতিষ্ঠা লাভ করে। এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ‘ব্যাংকসমূহের ব্যাংক’। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে থাকে।
দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ কতগুলো উদ্দেশ্য রয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রতিষ্ঠান হিসেবে নিম্নে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য সমূহ তুলে ধরা হলো-
১) দেশের মুদ্রা সরবরাহ নিশ্চিত করা;
২) অর্থ ও ঋণ কাঠামোর ব্যবস্থাপনা;
৩) প্রয়োজনীয় মুদ্রা সংরক্ষণ;
৪) অর্থ ও রাজস্ব সম্পর্কিত নীতিমালা প্রণয়নে সহায়তা করা; এবং
৫) দেশে প্রকৃত একটি বিল বাজার গঠন করা।