গল্প ও কবিতাব্যাংকার
জনি জনি ছড়া (ব্যাংকার ভার্সন)
‘জনি জনি ইয়েস পাপা’—বাচ্চাদের একটি মজার ছড়া। যা বিভিন্ন সুরে গাওয়া হয়েছে এবং এটি বাচ্চাদের খুব পছন্দের একটি গান। এই ছড়াটির একটি ব্যাংকার ভার্সন অনেকদিন আগে ফেসবুকে পেয়েছিলাম। সেই ছড়াটি ব্যাংকারদের জীবনের সাথে কিছুটা মিলে যায়। ছড়াটি নিম্নে তুলে ধরলাম কিছুটা হলেও মজা পাবেন আশা করছি।
জনি জনি……ইয়েস পাপা!!
প্রাইভেট জব……ইয়েস পাপা!!
লট অফ টেনশন……ইয়েস পাপা!!
টু মাচ ওয়ার্ক……ইয়েস পাপা!!
ফ্যামিলি লাইফ……নো পাপা!!
বিপি সুগার……হাই পাপা!!
ইয়ারলি বোনাস……লেস পাপা!!
মান্থলি পে……লো পাপা!!
পার্সোনাল লাইফ……নো পাপা!!
উইকলি অফ……হা! হা! হা!