ইসলামী ব্যাংক এমক্যাশ ও কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ এর মাঝে চুক্তি স্বাক্ষর
গত ০৬/০৪/২০১৭ রোজ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক mCash এর fees payment এর আওতায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ এর সঙ্গে IBBL এর এক চুক্তি স্বাক্ষরিত হয়। পলিটেকনিকের পক্ষে প্রিন্সিপাল জনাব ইন্জিঃ মোঃ জমিদার রহমান এবং IBBL এর পক্ষে কুড়িগ্রাম শাখার এভিপি ও শাখা প্রধান জনাব মোঃ আনোয়ার হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম শাখার জুনিয়র অফিসার জনাব মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ। এই চুক্তি স্বাক্ষরের ফলে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ও শিক্ষার্থী/ অভিভাবকগণের সুবিধাসমুহ পাবেন তা নিম্নে তুলে ধরা হল-
শিক্ষার্থীদের ফিস প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাসমুহঃ
* ফিস গ্রহণের জন্য প্রতিষ্ঠানের কোন খরচ নাই
* ফিস গ্রহণের সর্বাধিক সহজ ব্যবস্থা
* কম প্রশাসনিক খরচে ফিস গ্রহণ
* ক্যাশ–ফ্লো এর নির্ভুল বিবরণী ও পেমেন্ট এর স্বচ্ছতা বৃদ্ধি
* কাগজ, অযাচিত ঝামেলা ও লোকবলের খরচ কমানো
* প্রতিষ্ঠানের এমক্যাশ একাউন্ট থেকে ইসলামী ব্যাংক একাউন্টে ফ্রি অর্থ স্থানান্তর
* ওয়েব পোর্টালের মাধ্যমে যেকোন সময় প্রতিষ্ঠানের একাউন্ট স্টেটমেন্ট ফ্রি গ্রহণ ও ব্যবহারের সুবিধা
* প্রতিটি লেনদেনের পর বিনামূল্যে নিশ্চিতকরণ এসএমএস–এর সুবিধা
* উদ্বৃত্ত টাকার উপর ইসলামী শরীয়াহ্ মোতাবেক মুনাফা প্রদান
* উচ্চ নিরাপত্তা এবং স্ব–নিয়ন্ত্রণ প্রক্রিয়া।
শিক্ষার্থী/ অভিভাবকগণের সুবিধাসমুহঃ
* প্রতিটি ছাত্র/ অভিভাবকগণ যেকোন সময় যেকোন স্থান থেকে ফিস পেমেন্ট করতে পারবেন
* প্রতিটি লেনদেনের পর বিনামূল্যে নিশ্চিতকরণ এসএমএস–এর সুবিধা
* প্রতিষ্ঠানের এমক্যাশ একাউন্টে তাৎক্ষণিক ও ঝামেলামুক্ত পেমেন্ট ব্যবস্থা
* যে কোন সময় একাউন্ট স্টেটমেন্ট ফ্রি গ্রহণ ও ব্যবহারের সুবিধা
* দেশব্যাপী বিস্তৃত প্রায় ৯০,০০০ এজেন্টের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের সুযোগ
* ফ্রি ক্যাশ–ইন ও মোবাইল রিচার্জ সুবিধাসহ ইসলামী ব্যাংকের সকল সেবা গ্রহণের ব্যবস্থা
* উদ্বৃত্ত টাকার উপর ইসলামী শরীয়াহ্ মোতাবেক মুনাফা প্রদান
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কর্পোরেট/ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এমক্যাশ সেবাসমুহঃ
* শিক্ষার্থীদের বেতন প্রদান ও গ্রহণ
* কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ ভাতা প্রদান ও গ্রহণ
* কর্পোরেট পেমেন্ট/ ফান্ড কালেকশন
* ব্যাংক একাউন্টে বা ব্যাংক একাউন্ট থেকে ফ্রি ফান্ড টান্সফার
* সকল প্রকার লেনদেনের রির্পোট সরবরাহ।
এছাড়া অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
১. যখন কোন ছাত্র তার এমক্যাশ একাউন্ট থেকে ফিস পেমেন্ট করবে, তখন তার কাছ থেকে এই সেবা বাবদ লেনদেনের পরিমাণের উপর ১.৫০% হারে বা ৫ টাকা (যেটি বেশী) চার্জ কেটে নেওয়া হবে।
২. প্রতিষ্ঠানের এমক্যাশ একাউন্টে সরাসরি ক্যাশ–ইন অপারেশন করা যাবে না।