গল্প ও কবিতাব্যাংকার
প্রমোশন পেতে হলে
ওরে ও পাগলা ছেলে
প্রমোশন পেতে হলে
তেল দাও তেল
দেখ না তেল পেলে
পরোটাও ওঠে ফুলে
তেলের কী খেল!
দ্বিগুন কাজ করে
তুমি যদি যাও মরে
তাতে নেই লাভ
ম্যানেজমেন্ট মনে করে
প্রতিষ্ঠানের তরে
তুমি অভিশাপ!
হাওয়া লাগিয়ে গায়ে
বসের হাতে পায়ে
করো তেল মালিশ
ফাঁকিবাজি করে যাও
মাঝে মাঝে হাউকাউ
নেই তবু নালিশ!
নিবে না কভু চাপ
চাপ নেওয়া অভিশাপ
চাপ নেয় গাধা
চাপ নিলে দিনরাত
হবে শুধু কুপোকাত
দেখবে গোলক ধাঁধাঁ!
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তেলবাজ জুনিয়রে
উঠে তোমার ঘাড়ে
ঘুরাবে ছড়ি
লোকজন তাই দেখে
হাসবে রে একে একে
আহা মরি মরি!
ওগো পাগলা ছেলে
সবকিছু ঝেড়ে ফেলে
ডিপ্লোমা করো
তেল দাও মাঝে মাঝে
লাগবে দারুন কাজে
হবে তুমি বড়!
কার্টেসিঃ বেলাল হোসেন ফকির