বেসিক ব্যাংক পিএলসি
বেসিক ব্যাংক পিএলসি (বাংলাদেশ স্মল ইন্ডাষ্ট্রিজ এন্ড কমার্স ব্যাংক পিএলসি) – BASIC Bank PLC (Bangladesh Small Industries and Commerce Bank PLC) বেসরকারি খাতে পর্যাপ্ত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি শতভাগ সরকারি মালিকানাধীন ব্যাংক। ১৯১৩ সালের কোম্পানি আইনের আওতায় ১৯৮৮ সালের ২ আগস্ট ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সালের ২১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। মোট ৮০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন (বিসিসিআই ফাউন্ডেশনের ৭০% শেয়ার এবং বাংলাদেশ সরকারের ৩০% শেয়ার) নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। ৬ জুন, ১৯৯১ বিশ্বব্যাপী বিসিসিআই ফাউন্ডেশন অকার্যকর হয়ে গেলে উদ্ভূত অচলাবস্থা রোধ করতে বাংলাদেশ সরকার ৪ জুন, ১৯৯২ ফাউন্ডেশনের ১০০% শেয়ার ও ব্যাংকটি অধিগ্রহণ করে। তবে ব্যাংকটিকে জাতীয়করণ করা হয় নি। সরকারী মালিকানাধীন ব্যাংক হিসেবেই ব্যাংকটি পরিচিতি লাভ করেছে। বর্তমানে বেসিক ব্যাংকের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫৫,০০০ এবং ১০,৮৪৭ মিলিয়ন টাকা। বর্তমানে ব্যাংকটির ৭২টি শাখা, ৩৬টি উপ-শাখা, ১৬টি এটিএম বুথ এবং ২,০০০+ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এছাড়া ব্যাংকটির নিজস্ব একটি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত।
বেসিক ব্যাংক উন্নয়ন এবং বাণিজ্যিক ব্যাংকের এক সংমিশ্রণ। ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দিয়ে শিল্প খাত প্রসারের জন্য মধ্য ও দীর্ঘ মেয়াদি ঋণ সরবরাহ এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের দায়িত্বে নিয়োজিত। ব্যাংকটির মোট ঋণদানযোগ্য তহবিলের অন্তত শতকরা ৫০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়নে ব্যবহৃত হয়। বেসিক ব্যাংকের প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে (ক) ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদেরকে মেয়াদি ঋণ প্রদান; (খ) পুর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে আমানত গ্রহণ, চলতি ও সঞ্চয়ী হিসাব ব্যবস্থাপনা, ট্রেড ফাইন্যান্স, নির্মাণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ পর্যায়ে শিল্প অর্থায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তাকরণ; (গ) ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনা বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করা এবং (ঘ) নগর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এনজিওদের মধ্যস্থতায় ক্ষুদ্রঋণ প্রদান করা যাতে তারা সহজে পুঁজি সংগ্রহে সক্ষম হয়।
২০০৭ সালের মার্চ মাস থেকে ব্যাংকিং লেনদেন তথা সামগ্রিক কার্যক্রমকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার জন্য অন-লাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। ২০০৭ সালে এটিএম কার্ড প্রবর্তনের মাধ্যমে গ্রাহকদের নিকট ব্যাংকিং সেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে ব্যাংকটি ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম কার্ড, পয়েন্ট অব সেল সেবাসহ প্রযুক্তিনির্ভর অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করছে। শিল্পঋণ মঞ্জুরির ক্ষেত্রে পরিবেশের ওপর শিল্প প্রকল্পের প্রভাব বিবেচনায় নিয়ে পরিবেশ বান্ধব প্রকল্পে ঋণ মঞ্জুরি দেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের ধরন হচ্ছে- গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং, পাটজাত দ্রব্য, কেমিক্যাল, সিনথেটিক লেদার, এমব্রয়ডারি, পেপার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, হার্ডবোর্ড, মৎস্য ও চিংড়ি, ফিশিং নেট, খাদ্য প্রক্রিয়া, বিস্কুট ও ব্রেড, ময়দা মিল, লুব্রিকেটিং, সিএনজি ইত্যাদি।
Capital Position (মূলধন অবস্থান) BASIC Bank কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। BASIC Bank এর সেবাসমূহ নিম্নে তুলে ধরা হলো– বেসিক ব্যাংক লিমিটেড উন্নয়ন এবং বাণিজ্যিক ব্যাংকের এক সংমিশ্রণ। ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দিয়ে শিল্প খাত প্রসারের জন্য মধ্য ও দীর্ঘ মেয়াদি ঋণ সরবরাহ এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের দায়িত্বে নিয়োজিত। সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ী ব্যাংকটির মোট ঋণদানযোগ্য তহবিলের অন্তত শতকরা ৫০ ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পের অর্থায়নে ব্যবহূত হয়। বেসিক ব্যাংকের প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে: ক. ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদেরকে মেয়াদি ঋণ প্রদান; ব্যাংকের মৌল কর্ম পরিকল্পনা ও উদ্দেশ্য বাস্তবায়নে নীতি–নির্দেশনা দিয়ে থাকে ব্যাংকের পরিচালনা পর্ষদ। পুরো মালিকানা সরকারের হওয়ায় সরকারই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহীদের সমন্বয়ে পুরো পর্ষদের মনোনয়ন দিয়ে থাকে। ব্যবস্থাপনা পরিচালক পদাধিকার বলে পর্ষদের একজন সদস্য। বর্তমানে ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৭ সদস্যের পরিচালনা পর্ষদ রয়েছে। প্রযুক্তিগত ব্যাংকিং পরিচালনা পদ্ধতি উপরোক্ত পণ্য এবং সেবার পাশাপাশি BASIC Bank ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিস প্রদান করে। POS এবং ATM বিস্তৃত নেটওয়ার্ক আপনার ব্যাংকিংকে সহজ এবং ঝুঁকি মুক্ত রাখবে। বাংলাদেশে BASIC Bank এর দেশের ৩১টি জেলায় ৬৯টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। BASIC Bank এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা বিভাগ ও জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর নামের তালিকা সাজিয়েছি। AGRABAD BRANCH ASADGONJ BRANCH BABUBAZAR BRANCH BANANI BRANCH BANGSHAL BRANCH BASHUNDHARA BRANCH BELKUCHI BRANCH BOGRA BRANCH BARISAL BRANCH CEPZ BRANCH CHANDPUR BRANCH CHAPAINAWABGANJ BRANCH CHITALMARI BRANCH CHOWMUHANA BRANCH COMILLA BRANCH COX’SBAZAR BRANCH DEWANHAT BRANCH DHAKA CANTONMENT BRANCH DHANMONDI BRANCH DILKUSHA BRANCH DOHAZARI BRANCH ELENGA BRANCH FAKIRHAT BRANCH FARIDPUR BRANCH GAZIPUR CHOWRASTA BRANCH GULSHAN BRANCH ISHWARGANJ BRANCH ISLAMPUR BRANCH JESSORE BRANCH JHENAIDAH BRANCH JHIKARGACHA BRANCH JORARGANJ BRANCH JUBILEE ROAD BRANCH KARWAN BAZAR BRANCH KDA AVENUE BRANCH KERANIGANJ BRANCH KHATUNGONJ BRANCH KHULNA BRANCH KOTALIPARA BRANCH KUSHTIA BRANCH MADHABDI BRANCH MAIN BRANCH MATHBARIA BRANCH MATUAIL BRANCH MAWNA BRANCH MIRPUR BRANCH MIRPUR BAZAR BRANCH MOHIPUR BRANCH MOULVIBAZAR BRANCH MYMENSINGH BRANCH NARSINGDI BRANCH NATORE BRANCH PAHARTOLI BRANCH PATHERHAT BRANCH RAJSHAHI BRANCH RANGPUR BRANCH SAIDPUR BRANCH SATKHIRA BRANCH SAVAR BRANCH SHANTINAGAR BRANCH SHOLASHAHAR BRANCH SHYAMOLI BRANCH SIRAJGANJ BRANCH SONARPARA (RAYNAGAR) BRANCH TANBAZAR BRANCH TUNGIPARA BRANCH UTTARA BRANCH ZINDABAZAR BRANCH HEAD OFFICE ICT DIVISION CARD DIVISION BASIC BANK TRAINING INSTITUTE (BBTI) BASIC Bank এর দেশের ৫টি জেলায় মোট ১৪টি ATM বুথ রয়েছে। আপনি নীচে তালিকা থেকে সরাসরি আপনার কাছাকাছি বুথটি বেছে নিতে পারেন। BASIC Bank এর ATM Booth এর নাম, অবস্থান সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ ATM Booth এর ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে ATM Booth গুলোর নামের তালিকা সাজিয়েছি। ব্যাংক রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে–বামে মুদ্রিত থাকে। BASIC Bank এর সারা দেশে মোট ৬৯টি শাখা রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি। রাউটিং নম্বর BASIC Bank তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের হিসাব রেখেছে। নিম্নে হিসাব সমূহের নাম ও সুবিধা সমূহ তুলে ধরা হলো– বেসিক ব্যাংক “কৃষক সঞ্চয়ী হিসাব” বেসিক ব্যাংক “স্কুল ব্যাংকিং হিসাব” বেসিক ব্যাংক “মুক্তিযোদ্ধা সঞ্চয়ী হিসাব” বেসিক ব্যাংক “শ্রমিক সঞ্চয়ী হিসাব” বেসিক ব্যাংক “পথপুষ্প সঞ্চয়ী হিসাব” বেসিক ব্যাংক “চলন্তিকা হিসাব” বেসিক ব্যাংক “তৃনমূল সঞ্চয়ী হিসাব” হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যক্তিক হিসাবের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অ–ব্যক্তিক হিসাবের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (১) ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানঃ ট্রেড লাইসেন্সসহ হিসাব পরিচালনাকারীর (প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর) “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। (২) পার্টনারশিপঃ পার্টনারশিপ ডিড, ট্রেড লাইসেন্সসহ অংশীদারগণের পরিচিতির বিষয়ে “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম যথাযথভাবে পূরণসহ বেনিফিশিয়াল ওনার এর সংজ্ঞা অনুযায়ী প্রত্যেক পার্টনার/শেয়ারহোল্ডারের ফরম পূরণ করতে হবে। (৩) লিমিটেড কোম্পানিঃ সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিকেলস অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, বোর্ডের সভায় গৃহীত আনুষ্ঠানিক সিদ্ধান্ত (resolution), পরিচালক সম্পর্কিত ঘোষণা এবং হিসাব পরিচালনাকারীর বিষয়ে “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম যথাযথভাবে পূরণসহ বেনিফিশিয়াল ওনার এর সংজ্ঞা অনুযায়ী প্রত্যেক পরিচালকের/শেয়ারহোল্ডারের “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম পূরণ করতে হবে। (৪) সরকারী হিসাব (বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ), সরকারী মালিকানাধীন প্রতিষ্ঠান, আধা সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হিসাব, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রকল্পের হিসাবঃ হিসাব খোলা ও পরিচালনার জন্য সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্রসহ হিসাব পরিচালনাকারীর “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” পৃথক ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। (৫) ক্লাব/সোসাইটিঃ পরিচালনা পর্ষদ, বাই–লজ বা সংবিধান, হিসাব খোলার রেজল্যুশন, রেজিস্টার্ড হলে সরকারী অনুমোদনপত্র ইত্যাদিসহ সংশ্লিষ্ট সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য হিসাব পরিচালনাকারীর জন্য “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। (৬) সমবায় সমিতি/লিমিটেড সোসাইটিঃ কো–অপারেটিভ কর্মকর্তা কর্তৃক সত্যায়িত বাই–লজ, অফিস কর্মকর্তাদের (office bearers) বিবরণ, হিসাব খোলার বিষয়ে সিদ্ধান্ত (resolution), সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন ইত্যাদিসহ সংশ্লিষ্ট হিসাব পরিচালনাকারীর বিষয়ে “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। (৭) বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসাঃ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সদস্যগণের পূর্ণ পরিচিতি, হিসাব খোলার বিষয়ে সিদ্ধান্ত (resolution) ইত্যাদিসহ সংশ্লিষ্ট হিসাব পরিচালনাকারীর বিষয়ে “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। (৮) ট্রাস্টিঃ ডিড অব ট্রাস্ট এর সার্টিফাইড কপি, ট্রাস্টি বোর্ড এর সদস্যগণের পূর্ণ পরিচিতি, হিসাব খোলার বিষয়ে সিদ্ধান্ত (resolution) ইত্যাদিসহ সংশ্লিষ্ট হিসাব পরিচালনাকারীর বিষয়ে “ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী” ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। বেসিক ব্যাংক তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকিং সহজ ও সাবলীল করার জন্য বিভিন্ন ধরনের কার্ড প্রদান করে। আপনার সাথে এই কার্ড থাকলে নগদ অর্থ বহন করার প্রয়োজন হবে না, খাওয়া–দাওয়া বা ভ্রমণ করা যাই হোক না কেন সকল সুবিধা পাবেন। এই কার্ড ব্যবহার করা খুব সহজ এবং সুরক্ষিত। আপনি সহজেই বেসিক ব্যাংক এর যেকোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলে কার্ড পেতে পারেন। আবেদন ফরম পূরণ করে জমা দেয়ার ৭ কার্যদিবসের মধ্যে কার্ডটি পাবেন। প্রয়োজনে, সবসময়ে ব্যবহার করুন রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের এটিএম (ডেবিট কার্ড) আপনার আর্থিক প্রয়োজনে আমরা আছি সব সময়। বেসিক ব্যাংকের এটিএম (ডেবিট) কার্ডে যে সুবিধাগুলো বর্তমানে আপনি পাচ্ছেন– BASIC Bank তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের ঋণ বা ক্রেডিট দিয়ে থাকে। নিম্নে BASIC Bank এর ঋণ সমূহ তুলে ধরা হলো– Loan Programs (ঋণ কর্মসূচি) বেসিক “হোম লোন স্কীম” কর্পোরেট সামাজিক দায়িত্ব (CSR) এর ধারণাটি বিশ শতকের প্রথমার্ধে শুরু হয়। ১৯৫০ এর দশকের প্রথম দিকে এটি ব্যাপকভাবে অনুপ্রেরণা লাভ করে। বেসিক ব্যাংক লিমিটেড এ সিএসআর কার্যক্রমকে ব্যাংকের মূল দায়িত্ব হিসাবে বিবেচনা করা হয়। আমরা জানি যে, জাতিসংঘ ৮টি লক্ষ্য নির্ধারন করেছে (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, চরম দারিদ্র্য এবং ক্ষুধা নির্মূল করা, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, লিঙ্গ সমতা ও উন্নয়নে নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার কমে যাওয়া, মাতৃস্বাস্থ্যের উন্নতি, এইচআইভি/এইডস মোকাবেলা, ম্যালেরিয়া ও অন্যান্য রোগসমূহ নির্মুল করা, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব বজায় রাখা)। বেসিক ব্যাংক লিমিটেড সেই লক্ষ্যগুলির সাথে আংশিকভাবে তাদের সিএসআর কার্যক্রম সংযুক্ত করেছে। নিম্নে CSR কার্যক্রমগুলির কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হলোঃ Poverty Alleviation (দারিদ্র্য বিমোচন) Women Empowerment (নারীর ক্ষমতায়ন) Disaster Relief (দুর্যোগে ত্রান) Promotion of Entrepreneurship (উদ্যোক্তা উন্নয়ন)ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। নাম লোগো লিগ্যাল স্টাটাস পাবলিক লিমিটেড কোম্পানী প্রতিষ্ঠাকাল ১৯৮৮ ধরন সরকারী ব্যাংক ক্যাটাগরি কমার্শিয়াল ব্যাংক উৎপত্তি লোকাল ব্যাংক কোড ০৫৫ ঠিকানা সেনা কল্যাণ ভবন, ৫ম তলা, ১৯৫ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা ১০০০ টেলিফোন +৮৮০–২ ৯৫৬৮১৯০, ৯৫৬৪৮৩০, ৯৫৯০৫৪৮ ফ্যাক্স +৮৮০–২ ৯৫৬৪৮২৯, ৭১১৫৬১২, ৭১২৪৯১১ ইমেইল basicho@basicbanklimited.com ওয়েবসাইট www.basicbanklimited.com সুইফট BKSIBDDH
বেসিক ব্যাংকের মূলধন নিম্নরূপঃ
– অনুমোদিত মূলধন – ২০০০.০০ মিলিয়ন টাকা;
– পরিশোধিত মূলধন – ১৯৬৪.৬৫ মিলিয়ন টাকা;
– ৩১.০১.২০১০ তারিখে মোট রিজার্ভ এবং সারপ্লাস ২৫০৯.৭৮ মিলিয়ন টাকা।
খ. পুর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে আমানত গ্রহণ, চলতি ও সঞ্চয়ী হিসাব ব্যবস্থাপনা, ট্রেড ফাইন্যান্স, নির্মাণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ পর্যায়ে শিল্প অর্থায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তাকরণ;
গ. ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনা বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করা;
ঘ. নগর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এনজিওদের মধ্যস্থতায় ক্ষুদ্রঋণ প্রদান করা যাতে তারা সহজে পুঁজি সংগ্রহে সক্ষম হয়।
২০০৭ সালের মার্চ মাস থেকে ব্যাংকিং লেনদেন তথা সামগ্রিক কার্যক্রমকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার জন্য অন–লাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। ২০০৭ সালে ATM কার্ড প্রবর্তনের মাধ্যমে গ্রাহকদের নিকট ব্যাংকিং সেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটির সার্বিক কর্মকান্ড নিয়ন্ত্রণ করেন। ব্যবস্থাপনা পরিচালককে মহাব্যবস্থাপক এবং কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত বিভাগীয় প্রধানগণ সহায়তা করে থাকেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা পরিচালকের নিকট সরাসরি এবং বিভাগীয় প্রধানের নিকট বিষয় সংশ্লিষ্ট কর্মকান্ডের রিপোর্ট করে থাকেন।
Pine View (Ground floor)
100 Agrabad C/A, Chittagong-4100
Tel: 031-2520080, 725527, 814041
Fax: 031-714822
SWIFT: BKSIBDDH008
Branch Code: 08
E-mail: agrabad@basicbanklimited.com
M.A. Salam Market
774, Asadgonj, Chittagong-4100
Tel: 031-614569, 632112, 614942
Fax: 031-614942
SWIFT: BKSIBDDH016
Branch Code: 16
E-mail: asadgonj@basicbanklimited.com
Hajee Yusuf Mansion (1st floor)
56 Mitford Road, Babubazar, Dhaka-1100
Tel: 02-57393875, 02-7342989
Fax: 02-7341828
SWIFT: BKSIBDDH023
Branch Code: 23
E-mail: babubazar@basicbanklimited.com
6, Kemal Ataturk Avenue,
Banani-1213
Tel: 02-8833402, 8833403, 8833407
Fax: 02-8833035
SWIFT:
Branch Code: 47
E-mail: banani@basicbanklimited.com
230 North South Road
Bangshal, Dhaka-1100
Tel: 02-9563686, 9562615
Fax: 02-9557141
SWIFT: BKSIBDDH006
Branch Code: 06
E-mail: bangshal@basicbanklimited.com
Plot: 13, Block: A, Main Road,
Bashundhara R/A, Dhaka-1229
Tel: 02-8419650, 8419657, 8419658
Fax: 02-8432495
SWIFT:
Branch Code: 49
E-mail: bashundhara@basicbanklimited.com
Bhuyan Plaza
Mukundagati Bazar, Belkuchi, Sirajganj
Tel: 07522-56317
Fax: 07522-56539
SWIFT:
Branch Code: 40
E-mail: belkuchi@basicbanklimited.com
Bhabani Shachin Bhaban
Hari Dashi Market, 120 Baragola, Bogra-5800
Tel: 051-78793, 65672
Fax: 051-6572/111
SWIFT: BKSIBDDH012
Branch Code: 12
E-mail: bogra@basicbanklimited.com
102, Chawkbazar Road,
Barisal
Tel: 0431-65022, 61022
Fax: 0431-61022
SWIFT:
Branch Code: 27
E-mail: barisal@basicbanklimited.com
Islam Plaza, M A Aziz Road, Beside C.E.P.Z.
South Halishahar, Chittagong-4100
Tel: 031-740094, 800512
Fax: 031-800512
SWIFT:
Branch Code: 25
E-mail: cepz@basicbanklimited.com
Holding No.- 121, (Kalibari More), Comilla Road
Ward No-7, Pourashava Chandpur, Chandpur-3600
Tel: 0841-67201, 0841-67202
Fax: 0841-67203
SWIFT:
Branch Code: 38
E-mail: chandpur@basicbanklimited.com
Holding No.- 449, Huzrapur Road,
Chapainawabganj
Tel: 0781-51570, 0781-51580
Fax: 0781-51585
SWIFT:
Branch Code: 54
E-mail: chapainawabganj@basicbanklimited.com
Meem Sargical Clinic, Vill: Aruaborni,
Shaheed Minar Road, Chitalmari, Bagerhat
Tel: 04652-56035
Fax: 04652-56025
SWIFT:
Branch Code: 44
E-mail: chitalmari@basicbanklimited.com
152, Shamsernagar Road
Chowmuhana, Moulvibazar-3200
Tel: 0861-53238
Fax: 0861-53060
SWIFT:
Branch Code: 11
E-mail: chowmuhana@basicbanklimited.com
Holding No.- 03, A.M.D. Complex Market,
Chatipatty, Rajgonj, Comilla-3500
Tel: 081-65886
Fax: 081-71444
SWIFT:
Branch Code: 17
E-mail: comilla@basicbanklimited.com
Holding no.: 30 (Rashid Complex)
Main Road, Cox’sbazar Sadar, Cox’sbazar-4700
Tel: 0341-63585, 0341-63580
Fax: 0341-63589
SWIFT:
Branch Code: 56
E-mail: coxsbazar@basicbanklimited.com
4/B D.T. Road, Postarpar
Dewanhat, Chittagong-4100
Tel: 031-2512480-1
Fax: 031-2512482
SWIFT:
Branch Code: 30
E-mail: dewanhat@basicbanklimited.com
CB 211/4, VIP Road, Kochukhet, Bhashantek,
Dhaka Cantonment, Dhaka-1206
Tel: 02-8871159, 8871857
Fax: 02-8871858
SWIFT:
Branch Code: 64
E-mail: dhakacantonment@basicbanklimited.com
54, Manna’s Tower (1st floor), Road # 4/A,
Satmasjid Road, Dhanmodi R/A, Dhaka-1209
Tel: 02-9666912, 9614892, 58611669
Fax: 02-9676156/101
SWIFT:
Branch Code: 28
E-mail: dhanmondi@basicbanklimited.com
14 Dilkusha C/A
Dhaka-1000
Tel: 02-9563793-4
Fax: 02-9587150
SWIFT: BKSIBDDH015
Branch Code: 15
E-mail: dilkusha@basicbanklimited.com
Janakalyan Tower (1st floor), Main Raod,
Dohazari, Chandanaish, Chittagong
Tel: 04439009133
Fax:
SWIFT:
Branch Code: 59
E-mail: dohazari@basicbanklimited.com
Dr. Hasen Ali Super Market
Elenga Bazar Road, Elenga, Kalihati, Tangail
Tel:
Fax:
SWIFT:
Branch Code: 65
E-mail: elenga@basicbanklimited.com
Sheikh Matiur Rahman Market
Old Dhaka Road, Fakirhat, Bagerhat
Tel: 04653-56340
Fax: 04653-56339
SWIFT:
Branch Code: 43
E-mail: fakirhat@basicbanklimited.com
Holding no. 29/D, Ward no. 2,
Kotwali, Faridpur
Tel: 0631-67228, 67229
Fax: 0631-67230
SWIFT:
Branch Code: 46
E-mail: faridpur@basicbanklimited.com
Noor Plaza (1st floor), Gazipur Chowrasta
Mymensingh Road, Gazipur
Tel: 02-49263115, 49263134
Fax: 02-49263197
SWIFT:
Branch Code: 33
E-mail: gazipurchowrasta@basicbanklimited.com
33, Gulshan South Commercial Area,
Gulshan Circle-1, Dhaka
Tel: 9883501-2, 9899923, 9899927
Fax: 02-8857307
SWIFT: BKSIBDDH021
Branch Code: 21
E-mail: gulshan@basicbanklimited.com
41, Patbazar Road, Ishwarganj
Mymensingh
Tel: 0902-756153, 756152
Fax: 0902-756152
SWIFT:
Branch Code: 66
E-mail: ishwarganj@basicbanklimited.com
6-7, Islampur Road (2nd floor), Islampur
Dhaka-1100
Tel: 02-57394422, 02-57394722
Fax: 02-7394799
SWIFT:
Branch Code: 39
E-mail: islampur@basicbanklimited.com
35, M.K. Road (1st floor),
Jessore-7400
Tel: 0421-68586, 64288
Fax: 0421-68587
SWIFT:
Branch Code: 18
E-mail: jessore@basicbanklimited.com
203, Hossain Shaheed Suhrawardy Road, Jhenaidah Sadar
Jhenaidah
Tel: 0451-62880, 0451-62881
Fax: 0451-62885
SWIFT:
Branch Code: 67
E-mail: jhenaidah@basicbanklimited.com
Samad Market, Krishnanagar, Jhikargacha
Jessore
Tel: 04225-71635, 04225-71636
Fax: 04225-71655
SWIFT:
Branch Code: 48
E-mail: jhikargacha@basicbanklimited.com
Gopinathpur, Jorarganj, Mirersharai
Chittagong
Tel:
Fax:
SWIFT:
Branch Code: 68
E-mail: Jorarganj@basicbanklimited.com
G.R. Plaza, 5 Jubilee Road
Chittagong-4100
Tel: 031-634879, 638305
Fax: 031-2851738
SWIFT: BKSIBDDH013
Branch Code: 13
E-mail: jubileeroad@basicbanklimited.com
Latif Tower, 47 Karwan Bazar
Dhaka-1215
Tel: 02-8180208, 9146294
Fax: 02-9146364
SWIFT:
Branch Code: 31
E-mail: karwanbazar@basicbanklimited.com
Al-Mumin Centre(1st floor), 58, KDA Avenue
Sonadanga, Khulna-9100
Tel: 041-2832920, 041-2832924
Fax: 041-2832709
SWIFT:
Branch Code: 42
E-mail: kdaavenue@basicbanklimited.com
Century City Complex, Shaheed Delwar Hossain
Road, East Aganagar, South Keraniganj, Dhaka
Tel: 02-7764283, 7764284
Fax:
SWIFT:
Branch Code: 63
E-mail: keraniganj@basicbanklimited.com
193 Khatungonj,
Chitagong-4000
Tel: 031-614200, 614280
Fax: 031-622435
SWIFT: BKSIBDDH004
Branch Code: 04
E-mail: khatungonj@basicbanklimited.com
107, Sir Iqbal Road,
Khulna-9100
Tel: 041-720361, 721672
Fax: 041-812255
SWIFT: BKSIBDDH025
Branch Code: 05
E-mail: khulna@basicbanklimited.com
Bank Bhaban, Sultan Market,
Ghagore Bazar, Kotalipara, Gopalganj
Tel: 02-6651344, 02-6651343
Fax: 02-6651342
SWIFT:
Branch Code: 50
E-mail: kotalipara@basicbanklimited.com
Biswas Super Market (1st floor)
95/170, N.S. Road, Shapla Chattar,
Thanapara, Kushtia-7000
Tel: 071-63041
Fax: 071-63042
SWIFT:
Branch Code: 36
E-mail: kushtia@basicbanklimited.com
Bank Para
Madhabdi Bazar, Narsingdi-1604
Tel: 02-9446984, 9446985
Fax: 02-9446987
SWIFT:
Branch Code: 37
E-mail: madhabdi@basicbanklimited.com
Bana Shilpa Bhaban (Ground floor)
73 Motijheel C/A, Dhaka-1000
Tel: 02-9563068, 9553322
Fax: 02-9569417
SWIFT: BKSIBDDH002
Branch Code: 02
E-mail: main@basicbanklimited.com
Thanapara Road, Ward no. 09
Mathbaria, Pirojpur
Tel: 04625-75896, 04625-75897
Fax: 04625-75898
SWIFT:
Branch Code: 57
E-mail: mathbaria@basicbanklimited.com
Asiatic Shopping Mall Complex, Mominbagh
Chowrasta, Paradogair, Matuail, Demra, Dhaka
Tel: 02-7559797
Fax: 02-7559025
SWIFT:
Branch Code: 61
E-mail: matuail@basicbanklimited.com
Hamida Complex, Telihati
Sripur, Gazipur-1741
Tel: 0682-551155
Fax: 0682-552666
SWIFT:
Branch Code: 41
E-mail: mawna@basicbanklimited.com
BSCIC Electronics Complex, Industrial Plot No. 1/1
Section 7, Avenue 4, Road No. 3 Pallabi, Dhaka-1221
Tel: 02-9006249-50
Fax: 02-9011732
SWIFT: BKSIBDDH022
Branch Code: 22
E-mail: mirpur@basicbanklimited.com
Chowdhury Complex, Dhulia Khal Road,
Mirpur Bazar, Bahubal, Habiganj
Tel:
Fax:
SWIFT:
Branch Code: 62
E-mail: mirpurbazar@basicbanklimited.com
Nazibpur, Mohipur
Kalapara, Patuakhali
Tel:
Fax:
SWIFT:
Branch Code: 69
E-mail: mohipur@basicbanklimited.com
Gulbadan Market (1st Floor)
4 Moulvibazar, Dhaka-1211
Tel: 02-57315356, 57316991
Fax: 02-7341740
SWIFT: BKSIBDDH024
Branch Code: 10
E-mail: moulvibazar@basicbanklimited.com
76/A, Chhoto Bazar Road
Mymenshingh-2200
Tel: 091-51612, 51613, 51617
Fax: 091-51614
SWIFT:
Branch Code: 52
E-mail: mymensingh@basicbanklimited.com
Sutapatti Road
Narshingdi-1600
Tel: 02-9463145, 02-9452445
Fax: 02-9451631
SWIFT:
Branch Code: 19
E-mail: narsingdi@basicbanklimited.com
Holding No.- 327, Rosy Market
Station Bazar, Natore
Tel: 0771-66374, 0771-66574
Fax: 0771-66572
SWIFT:
Branch Code: 55
E-mail: natore@basicbanklimited.com
Plot No. 9 & 10, Block-G, Firoz Shah Housing Estate
Pahartoli, Chittagong
Tel: 031 2773449, 031 2773450
Fax: 031 2773448
SWIFT:
Branch Code: 45
E-mail: pahartoli@basicbanklimited.com
Ibrahim Soban Tower, Patherhat, Noapara,
Raozan, (Kaptai Road), Chittagong
Tel: 031-2573404, 2573406
Fax:
SWIFT:
Branch Code: 60
E-mail: patherhat@basicbanklimited.com
Anam Plaza (1st floor)
Shaheb Bazar, Rajshahi-6100
Tel: 0721-776278, 770976
Fax: 0721-770976
SWIFT:
Branch Code: 03
E-mail: rajshahi@basicbanklimited.com
97/1, Central Point, Central Road,
Rangpur-5400
Tel: 0521-67811,67812
Fax: 0521-67813
SWIFT:
Branch Code: 32
E-mail: rangpur@basicbanklimited.com
T. R. Road (Dinajpur Road),
Saidpur 5310, Nilphamari
Tel: 05526-72299, 72211
Fax: 05526-72288
SWIFT:
Branch Code: 20
E-mail: saidpur@basicbanklimited.com
12478(Old), Itagacha Bazar Mor,
Sultanpur Bara Bazar Road, Satkhira-9400
Tel: 0471-64010, 0471-64011
Fax: 0471-64012
SWIFT:
Branch Code: 51
E-mail: satkhira@basicbanklimited.com
Savar New Market
Holding # 3, Ward # 7, Savar, Dhaka-1340
Tel: 02-7745582
Fax: 02-7745581
SWIFT:
Branch Code: 35
E-mail: savar@basicbanklimited.com
Concord Grand (1st floor)
169/1, Shantinagar Road, Dhaka-1217
Tel: 02-9337441, 8314057, 9348056, 9347547
Fax: 02-9332674
SWIFT: BKSIBDDH009
Branch Code: 09
E-mail: shantinagar@basicbanklimited.com
Proskov Bhaban (1st floor), 110 CDA
Avenue, Nasirabad, Muradpur, Chittagong
Tel: 031-651066, 650855
Fax: 031-655304
SWIFT:
Branch Code: 24
E-mail: sholashahar@basicbanklimited.com
House# 24/1, Mohammadpur Housing Estate
Block B, Ring Road, Shyamoli, Dhaka-1207
Tel: 02-9142412, 02-9142413
Fax: 02-9120516
SWIFT:
Branch Code: 53
E-mail: shyamoli@basicbanklimited.com
Shapneel Shoping Complex
305, S.S. Plaza, S.S. Road, Sirajganj
Tel: 0751-64355, 64356
Fax: 0751-64357
SWIFT:
Branch Code: 29
E-mail: sirajganj@basicbanklimited.com
61, Monsuf-Rowshan Plaza, Sylhet-Tamabil Road,
Raynagar, Sonarpara, Sylhet
Tel: 0821-728780, 728802
Fax:
SWIFT:
Branch Code: 58
E-mail: sonarpara@basicbanklimited.com
55/21 S.T.S Tower, S.M Maleh Road
Tanbazar, Narayanganj-1400
Tel: 02-7631862, 02-7648601, 02-7646233
Fax: 02-7647161
SWIFT: BKSIBDDH014
Branch Code: 14
E-mail: tanbazar@basicbanklimited.com
220, Powra Super Market, Patgati Bazar
Tungipara, Gopalganj
Tel: 02-6656465
Fax: 02-6656466
SWIFT:
Branch Code: 34
E-mail: tungipara@basicbanklimited.com
Plot No. 67/A (1st floor), Rabindra Saroni
Sector-7, Uttara Model Town, Dhaka-1230.
Tel: 02-7911303,48951031,48950032
Fax: 02-8961031
SWIFT:
Branch Code: 26
E-mail: uttara@basicbanklimited.com
Wahid View (1st floor)
5477 East Zindabazar, Sylhet-3100
Tel: 0821-718462, 712548
Fax: 0821-712548
SWIFT: BKSIBDDH026
Branch Code: 07
E-mail: zindabazar@basicbanklimited.com
Sena Kalyan Bhaban (5th Floor)
195 Motijheel C/A, Dhaka-1000
Tel: 02-9568190, 9564830, 9590548, 9590549, 9556616
Fax: 02-9564829, 7115612, 7124911, 7125653
SWIFT: BKSIBDDH
Branch Code: 01
E-mail: basicho@basicbanklimited.com
Peoples Insurance Bhaban (5th Floor)
36, Dilkusha Commercial Area
Dhaka-1000
Tel: 02-9562960, 9555087
Fax: 02-9555518
Sena Kalayan Bhaban (5th Floor)
195 Motijheel C/A
Dhaka – 1000
Tel: 02-47118959, 02-47118960
Fax: 02-47118961
E-mail: basiccard@basicbanklimited.com
Gause Pak Biponi Bitan
28/G/1, Toyenobi Circular Road
Motijheel C/A, Dhaka 1000
Tel: 02-9131609
Fax: 02-9131623
E-mail: basicti@basicbanklimited.comবুথের নাম ঠিকানা Agrabad Agrabad C/A, Chittagong 4100 Bashundhara RA Bashundhara Residential Area, Dhaka Shimanto Square Shimanto Square, Dhanmondi, Dhaka Gulshan Gulshan South Avenue, Gulshan 1, Dhaka 1212 Kachukhet Kachukhet Main Road, Dhaka Cantonment, Dhaka Ring Road Ring Road, Shyamoli, Mohammadpur, Dhaka Dilkusha Br 13 Dilkusha C/A, OTOBI Building, Motijheel, Dhaka 1000 Bashundhara City Bashundhara City Shopping Complex, Panthapath, Dhaka IEB Ramna The Institution of Engineers, Bangladesh (IEB), Moulana Bhasani Road, Dhaka Shantinagar Shantinagar, Dhaka 1217 Jashimuddin Road Jashimuddin Road, Sector 3, Uttara, Dhaka Khulna Br 107 Sir Syed Iqbal Road, Khulna Mohipur Br Mohipur Branch, Kalapara, Patuakhali Mathbaria Mathbaria Pourashava, Mathbaria, Pirojpur শাখার নাম Chitalmari Branch, Bagerhat 055010229 Fakirhat Branch, Bagerhat 055010461 Barisal Branch, Barisal 055060282 Bogra Branch, Bogra 055100371 Chandpur Branch, Chandpur 055130312 Chapai Nawabganj Branch, Chapai Nawabganj 055700250 Agrabad Branch, Chittagong 055150134 Asadganj Branch, Chittagong 055150589 Chittagong EPZ Branch, Chittagong 055151575 Dewanhat Branch, Chittagong 055152440 Dohazari Branch, Chittagong 055152561 Jorarganj Branch, Chittagong 055153610 Jubilee Road Branch, Chittagong 055153649 Khatunganj Branch, Chittagong 055154277 Pahartoli Branch, Chittagong 055155926 Patherhat Branch, Chittagong 055156138 Sholoshahar Branch, Chittagong 055157337 Comilla Branch, Comilla 055191151 Cox’s Bazar Branch, Cox’s Bazar 055220251 Babubazar Branch, Dhaka 055270551 Banani Branch, Dhaka 055260437 Bangshal Branch, Dhaka 055270885 Bashundhara Branch, Dhaka 055260558 Dhaka Cantonment Branch, Dhaka 055260732 Dhanmodi Branch, Dhaka 055261186 Dilkusha Branch, Dhaka 055271905 Gulshan Branch, Dhaka 055261728 Islampur Branch, Dhaka 055272988 Karwan Bazar Branch, Dhaka 055262530 Keraniganj Branch, Dhaka 055273640 Main Branch, Dhaka 055271789 Matuail Branch, Dhaka 055274007 Mirpur Branch, Dhaka 055262985 Moulvibazar Branch, Dhaka 055274423 Savar Branch, Dhaka 055264091 Shantinagar Branch, Dhaka 055276342 Shyamoli Branch, Dhaka 055264309 Uttara Branch, Dhaka 055264633 Faridpur Branch, Faridpur 055290528 Gazipur Chowrasta Branch, Gazipur 055330554 Mawna Branch, Gazipur 055331003 Kotalipara Branch, Gopalganj 055350671 Tungipara Branch, Gopalganj 055351096 Mirpur Bazar Branch, Habiganj 055360137 Jessore Branch, Jessore 055410940 Jhikargacha Branch, Jessore 055411099 Jhenaidah Branch, Jhenaidah 055440644 KDA Avenue Branch, Khulna 055471400 Khulna Branch, Khulna 055471547 Kushtia Branch, Kushtia 055500942 Chowmuhana Branch, Moulvibazar 055580375 Ishwarganj Branch, Mymensingh 055611181 Mymensingh Branch, Mymensingh 055611752 Tanbazar Branch, Narayanganj 055671789 Madhabdi Branch, Narsingdi 055680688 Narsingdi Branch, Narsingdi 055680859 Natore Branch, Natore 055691093 Saidpur Branch, Nilphamari 055730796 Mohipur Branch, Patuakhali 055780854 Mathbaria Branch, Pirojpur 055790523 Rajshahi Branch, Rajshahi 055811936 Rangpur Branch, Rangpur 055851459 Satkhira Branch, Satkhira 055871097 Belkuchi Branch, Sirajganj 055880220 Sonarpara Branch, Sylhet 055913450 Zindabazar Branch, Sylhet 055914154 Elenga Branch, Tangail 055930820
– কৃষক ভাইয়েরা ১০ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে পারবেন।
– জমার উপর সুদ আয় বাৎসরিক ৪.২৫%।
– কোন প্রকার ব্যাংক চার্জ নাই।
– সরকারি ট্যাক্স/ডিউটি প্রযোজ্য।
– স্কুলে করি পড়ালেখা ব্যাংকিংও হচ্ছে শেখা এই স্লোগানকে সামনে রেখে বেসিক ব্যাংক চালু করেছে স্কুল ব্যাংকিং আমানত প্রকল্প।
– ৬ থেকে ১৮ বছর বয়সী স্কুলের ছোট্ট সোনামনির ন্যূনতম ১০০ টাকা জমা দিয়ে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে পারবে।
– জমার উপর সুদ আয় বাৎসরিক ৪.২৫%।
– কোন প্রকার ব্যাংক চার্জ নাই।
– সরকারি ট্যাক্স/ডিউটি প্রযোজ্য।
– দেশের গর্বিত মুক্তিযোদ্ধারা ন্যূনতম ১০ টাকা জমা দিয়ে এই সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
– জমার উপর সুদ আয় বাৎসরিক ৪.২৫%।
– কোন প্রকার ব্যাংক চার্জ নাই।
– সরকারি ট্যাক্স/ডিউটি প্রযোজ্য।
– ন্যূনতম ১০০ টাকা জমা দিয়ে তৈরি পোশাক ও চামড়া শিল্পে কর্মরত যে কোন শ্রমিক এই হিসাব খুলতে পারবেন।
– জমার উপর সুদ আয় বাৎসরিক ৪.২৫%।
– কোন প্রকার ব্যাংক চার্জ নাই।
– সরকারি ট্যাক্স/ডিউটি প্রযোজ্য।
– বিভিন্ন এনজিও এবং বেসিক ব্যাংকের মধ্যে চুক্তির মাধ্যমে এই হিসাব পরিচালিত হবে।
– পথশিশু ও কর্মজীবী শিশু/কিশোররা ১০ টাকা জমার মাধ্যমে এই হিসাব খুলতে পারবে।
– তাদের পক্ষে এনজিও প্রতিনিধি হিসাবটি পরিচালনা করবেন।
– জমার উপর সুদ আয় বাৎসরিক ৪.২৫%।
– কোন প্রকার ব্যাংক চার্জ নাই।
– সরকারি ট্যাক্স/ডিউটি প্রযোজ্য।
-চালক ভাইরা ১০০ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে পারবেন।
– জমার উপর সুদ আয় বাৎসরিক ৪.০০%।
– কোন প্রকার ব্যাংক চার্জ নাই।
– সরকারি ট্যাক্স/ডিউটি প্রযোজ্য।
– তৃনমূল পর্যায়ের জনগন ১০ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে পারবেন।
– জমার উপর সুদ আয় বাৎসরিক ৪.০০%।
– কোন প্রকার ব্যাংক চার্জ নাই।
– সরকারি ট্যাক্স/ডিউটি প্রযোজ্য।
– হিসাব খোলার আবেদন ফর্ম–যথাযথভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত।
– সদ্য তোলা ২ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি–পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত।
– নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
– জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
– হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
– বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি।
– হালনাগাদ টি.আই.এন সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।
– হিসাব খোলার আবেদন ফর্ম–যথাযথভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত।
– অ–ব্যক্তিক হিসাব সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির সদ্য তোলা ২ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি–পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত।
– জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
– হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
– বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি।
– হালনাগাদ টি.আই.এন সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।
– দিন রাত ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন।
– যে কোন সময় নিজ একাউন্টের ব্যালেন্স প্রাপ্তি।
– একাউন্টের মিনি স্টেটমেন্ট প্রিন্ট।
– প্রতিটি লেনদেনের তথ্য এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অবগত হওয়া।
– অন্য ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা উত্তোলন।
– বিভিন্ন বিপণি বিতান হতে এটিএম (ডেবিট) কার্ডের মাধ্যমে কেনাকাটা।
– এটিএম (ডেবিট) কার্ডের মাধ্যমে আয়কর প্রদান।
– ই–কমার্স লেনদেনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটা। এবং
– অচিরেই চালু হবে Fund Transfer এবং মোবাইল রিচার্জ।
ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দিয়ে শিল্প খাত প্রসারের জন্য মধ্য ও দীর্ঘ মেয়াদি ঋণ সরবরাহ এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের দায়িত্বে নিয়োজিত। সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ী ব্যাংকটির মোট ঋণদানযোগ্য তহবিলের অন্তত শতকরা ৫০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়নে ব্যবহূত হয়। শিল্পঋণ মঞ্জুরির ক্ষেত্রে পরিবেশের ওপর শিল্প প্রকল্পের প্রভাব বিবেচনায় নিয়ে পরিবেশ বান্ধব প্রকল্পে ঋণ মঞ্জুরি দেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের ধরন হচ্ছে গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং, পাটজাত দ্রব্য, কেমিক্যাল, সিনথেটিক লেদার, এমব্রয়ডারি, পেপার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং হার্ডবোর্ড, মৎস্য ও চিংড়ি, ফিশিং নেট, খাদ্য প্রক্রিয়া, বিস্কুট ও ব্রেড, ময়দা মিল, লুব্রিকেটিং, সিএনজি ইত্যাদি। শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বেসিক ব্যাংক ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু রেখেছে। এ কর্মসূচির আওতায় দরিদ্র ঋণ গ্রহীতাদের সরাসরি বা এনজিও–এর মাধ্যমে ঋণ বিতরণের ব্যবস্থা রয়েছে। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক দরিদ্র জনগোষ্ঠীর ৩০৯৪৭৩ জনের মধ্যে মোট ১৭৯২ মিলিয়ন টাকা বিতরণ করে। ঋণ আদায়ের হার শতকরা ৯৮ ভাগ।
– আপনার স্বপ্ন পূরণ অঙ্গীকারে “একটি বাড়ি/Apartment” নির্মাণের উদ্দেশ্যে বেসিক ব্যাংক নিয়ে এলো “বেসিক হোম লোন স্কীম”।
– আপনার বয়স কি ২৫ হতে ৬৫ বছর এর মধ্যে? তাহলে আপনিও হতে পারেন এই প্রকল্পের একজন গর্বিত অংশিদার।
– স্বল্প সুদে সর্বোচ্চ ২০ বছরের জন্য ১২০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোন দেয়া হয়।
– এই লোনে কোন প্রকার হিডেন চার্জ নেই।
বিশ্বব্যাপী স্বীকৃত যে, অ–সরকারী সংস্থা (NGOs) বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন, বিশেষ করে বাংলাদেশে একটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দরিদ্র এবং অতি দরিদ্র সম্প্রদায়ের অর্থের যোগান বাড়ানোর জন্য বেসিক ব্যাংক লিমিটেড ১৯৯৫ সাল থেকে স্বল্প সুদে (৭.০০% থেকে ১৩.০০% এর মধ্যে) এনজিওগুলির জন্য অর্থায়ন করছে। এ পর্যন্ত বেসিক ব্যাংক লিমিটেড বিভিন্ন শ্রেণীর ক্ষুদ্র ও বড় এবং স্থানীয়/আঞ্চলিক/জাতীয়/আন্তর্জাতিক মানের ৬৫টি এনজিওকে অর্থায়ন করেছে। এই ধরনের কার্যক্রমগুলি আয় এবং কর্মসংস্থান সৃষ্টি করেছে।
আমাদের জনসংখ্যার অর্ধেকই নারী, একটি টেকসই জাতীয় প্রবৃদ্ধি অর্জন করতে নারীদের এগিয়ে আনা অত্যান্ত জরুরী। অতএব, তাদের ক্রমবর্ধমানভাবে আমাদের উন্নয়ন কার্যক্রমের মূলধারায় আনা উচিত। এই বাস্তবতা বিবেচনায় বেসিক ব্যাংক সুদের হার হ্রাস করে সক্ষম নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা চালু করছে। এখন পর্যন্ত বেসিক ব্যাংক বেশ কয়েকজন নারী উদ্যোক্তাদের অর্থায়ন করেছে এবং আগামী দিনগুলোতে তা আরো গতিশীল হবে।
বেসিক ব্যাংক ২০১১ সালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ হাজার পিস কম্বল দান করে। পূর্ববর্তী বছরে নিমতলী ফায়ার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ব্যাংক একই তহবিলে ১ কোটি টাকা দান করে। ২০০৭ সালে বন্যাগ্রস্তদের জন্য উপদেষ্টা ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা এবং সিডরে ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ টাকা প্রদান করে।
বেসিক ব্যাংক নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (SMI) অর্থায়ন করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পায়নকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে। এর মাধ্যমে অনেক উদ্যোক্তা বেসিক ব্যাংক এর সাথে বেড়ে উঠেছেন যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।