ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪২ সাম্প্রতিক সময়ে পরিবর্তিত বিষয়
ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা সাম্প্রতিক সময়ে পরিবর্তিত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪২তম পর্বে।
১. প্রশ্ন: মি শাখায় কি কাজ করেন?
উ: স্যার GB incharge এর দায়িত্বে আছি।
২. প্রশ্ন: অনেক অভিজ্ঞ, Master Circular-19 ভালভাবে পড়েছেন?
উ: জি স্যার পড়েছি।
৩. প্রশ্ন: মি: SCDD কি?
উ: Simplified Customer Due Diligence.
৪. প্রশ্ন: Simplified Customer due diligence বলতে কি বুঝায়?
উ: এতে কিছু গ্রাহকের ক্ষেত্রে সহজতর সতর্কতামুলক ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে।
৫. প্রশ্ন: কোন কোন অবস্থায় SCDD করতে হবে?
উ: স্যার, Walk in Customer এর বেলায় Short KYC এবং Financial Inclusion এর উদ্দেশ্যে Low Risk সম্পন্ন যেমন School Student, কৃষক ও No Frill Account খোলার ক্ষেত্রে সহজতর সতর্কতামুলক ব্যবস্থা গ্রহন করা।
৬. প্রশ্ন: বুঝলাম, কিন্তু No Frill Account বলতে কি বুঝেন?
উ: স্যার, No Frill Account হলো এমন Account যে গুলি:
# Nil Minimum Balance or Very Low Minimum balance.
# Service Charge is low.
# Banking Service is limited for this account.
৭. প্রশ্ন: Short KYC এর বেলায় ছবি যুক্ত ID Card কখন লাগবে?
উ: যদি walk in Customer ৫০,০০০ টাকার বেশি লেনদেন করে।
৮. প্রশ্ন: মি বলতে পারবেন CRR বর্তমানে কত?
উ: স্যার, CRR বর্তমানে ৫.৫%।
৯. প্রশ্ন: CRR এর ৫.৫% কিসের বিপরীতে রাখা হয়?
উ: স্যার, Time এবং Demand liability এর বিপরীতে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
১০. প্রশ্ন: বুঝলাম, তবে Inter Bank Loan ও তো একটা Liability সে ক্ষেত্রে কি হবে?
উ: স্যার, Inter Bank Loan গুলি CRR হিসাব করার সময় হিসাবে আসবে না।
১১. প্রশ্ন: এ ধরনের আর কি কি Liability আছে যেগুলির বিপরীতে CRR হিসাব করা হয় না, বলতে পারবেন?
উ: স্যার পারব, যেমন:
# Paid up Capital & Reserve
# Credit Balance in Profit & Loss Account
# Inter Bank Items
# Loans taken from BB
# Repo & any kind of Liquidity support taken from BB.
১২. বুঝলাম তবে Paid up Capital বলতে কি বুঝেন?
উ: স্যার, Share Holder দের পরিশোধ করা মুলধনকে বলা হয় Paid up Capital.
১৩. প্রশ্ন: মি Repo বলতে আপনি কি বুঝেন?
উ: স্যার, Repo হলো Repurchased Agreement অর্থাৎ-পুনরায় ক্রয় করার চুক্তিতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প সময়ের জন্য যে ঋণ দেয় তাকে বলে Repo।
১৪. প্রশ্ন: বর্তমান Repo এর Rate কত জানেন?
উ: বর্তমান Repo Rate হলো ৬%।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)