ইচ্ছে করে (ব্যাংকার)
ইচ্ছে করে ডিপার্টমেন্টের
শুধু ইনচার্জ হই
বসে বসে দু’একটা
দিবো শুধু সই |
একটা ছেড়ে দু’টো ফাইল
সই দিবো না কভু
সামর্থ্য আছে আমার
কাজ করবো না তবু |
কাজ করলে বেতন যা পাই
না করলেও তাই
বেশি বেশি কাজ করে ভাই
লাভ যে কোনো নাই |
বসবাবু কাজ যা দিবে
মাথা পেতে নিবো
অধীনস্তদের কাজগুলো সব
ভাগ করে দিবো |
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কি যে মজা নিজের কাজে
দিবো আমি মন
বসবাবু তো দেখবে আমায়
ব্যস্ত সারাক্ষন |
নিজের বাড়ি নিজের গাড়ি
নিজের ব্যবসা আছে
সেসব নিয়ে ব্যস্ত আমি
ঘুরব তারই পাছে |
আত্মীয় স্বজন আছেন যারা
নিবো তাদের খবর
বন্ধু -বান্ধব কাউকে পেলে
গল্পে মজবো জবর |
আট ঘন্টা অফিস টাইম
পাঁচ ঘন্টা ফোনে
ফেসবুক আর ইউটিউবে
ঢুকবো ক্ষণে ক্ষণে |
কি যে মজা ও ভাই ফজা
ছয়টা যখন বাজে
আনন্দ ফুর্তি এসে
নাচে মনের মাঝে |
বসবাবু বলবেন যখন
কি করেছেন আজ?
বলবো আমি অধীনস্তরা
করেছে সব কাজ |
কাজ হয়নি, ভুল হয়েছে
সব যে ওদের দায়
আমার কোনো ভুল তো নাই
ভুল যে ডানে বায় |
এমনি করে ঘুরে ফিরে
সময় যাবে কেঁটে
বেতনটা কি হালাল হলো
ভাববো হেঁটে হেঁটে |
লেখকঃ বেলাল হোসেন ফকির