ব্যাংকের মুনাফা বা সুদের হার নয় ছয় এর সহজ হিসাব
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ ১লা জুলাই ২০১৮ থেকে ব্যাংকের মুনাফা বা সুদের হার নিয়ে যে নয় এবং ছয় খেলা শুরু হয়েছে তার একটা সরল হিসাব দেখুন আশা করি বুঝতে পারবেন:
• ধরুন কোন একটি ব্যাংক ১০০ টাকা ডিপোজিট নিল ৬% মুনাফায় বা সুদে।
এর মধ্যে ১৯.৫ টাকা বাংলাদেশ ব্যাংকে CRR বা SLR আকারে রাখবে।
আবার ১০০ টাকা ডিপোজিট এর বিপরীত এ সর্বোচ্চ বিনিয়োগ/লোন সীমা: ৮৩.৫০ টাকা। এই দুইয়ের মিলিত নিয়ম মেনে ধরে নিন ব্যাংক বাকি ৮০ টাকা বিনিয়োগ/লোন দিবে।
• সকল তফসিলি ব্যাংকের গড় শ্রেনীকৃত বিনিয়োগ/ঋণ ১০%। বেসরকারি ব্যাংকে এই হার একটু কম ৫%।
সুতরাং আয় যোগ্য বিনিয়োগ/লোন: (৮০-৫)=৭৫ টাকা।
৭৫ টাকা বিনিয়োগ/লোন থেকে ৯% হারে মুনাফা/সুদ বাবদ আয়:
৭৫*৯%= ৬.৭৫ টাকা।
• ১০০ টাকা ডিপোজিট এর ৬% হারে মুনাফা/সুদ ব্যবদ ব্যয়:
১০০*৬%=৬.০০ টাকা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
• ব্যাংকিং ইন্ডাস্ট্রি এভারেজ পরিচালন ব্যয় ২%
সুতরাং মোট ব্যয়: ৬+২=৮/-
সুতরাং দিন শেষে এই ব্যাংকের নিট লোকসান ৬.৭৫-৮.০০ বা ১.২৫ টাকা বা ১.২৫%
• আয় বাড়ানোর উপায় মুনফা/সুদ ব্যতিত সার্ভিস ইনকামের উপর নজর দেয়া।
খরচ কমানোর উপায়: ৬% থেকেও কমে যদি ডিপোজিট পাওয়া যায়-যা অনিশ্চিত।
ভিন্ন উপায় হল: পরিচালন ব্যয় কমানো।
মালিক পক্ষ যতই বলুক তারা লাভ ঘরে নিবে না, বাস্তবে তা হবে না।
ফলাফল: পরিচালন ব্যয় কমাতে কর্মী ছাটাই, বোনাস না দেয়া, বেতন কমানো ইত্যাদি একটা সহজ সমাধান।
কার্টেসিঃ সংগৃহীত