মার্কেন্টাইল ব্যাংকের এমডি হলেন মতিউল হাসান
মার্কেন্টাইল ব্যাংকের এমডি হলেন মতিউল হাসান – মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ রিস্ক অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মতিউল হাসান ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে ওই ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস ও লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের নির্বাহী
আইএফআইসি ব্যাংকের ওভারসিজ অপারেশনসের পাকিস্তান শাখাসমূহে তিনি গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকে (জয়েন্ট ভেঞ্চার অব আইএফআইসি) ডিএমডি হিসেবে অধিষ্ঠিত ছিলেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
২০১৪ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন এসোসিয়েটস।