ব্যাংক নির্বাহী
উত্তরা ব্যাংকের এমডি ও সিইও রবিউল হোসেন
উত্তরা ব্যাংকের এমডি ও সিইও রবিউল হোসেন- উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে তৃতীয় মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রবিউল হোসেন।
তিনি ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ৩৭ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধানসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করার পর ২০১৬ সালের ১০ মে থেকে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের নির্বাহী
রবিউল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |