মেঘনা ব্যাংকের এমডি হলেন কাজী আহ্সান খলিল
মেঘনা ব্যাংকের এমডি হলেন কাজী আহ্সান খলিল- মেঘনা ব্যাংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন কাজী আহ্সান খলিল। করপোরেট ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, ট্রেড ফাইন্যান্স, প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে তার দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে কাজ করেছেন।
খলিল ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ৩৫ বছরের বহুমুখী কর্মজীবনে তিনি প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন। তিনি মেঘনা ব্যাংকে যোগদানের আগে এনআরবি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের নির্বাহী
কাজী আহ্সান খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। আগামী দিনে মেঘনা ব্যাংক তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |