ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি- বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক হিসেবে অন্যতম একটি হলো ব্র্যাক ব্যাংক পিএলসি (Brac Bank PLC)। ব্যাংকটিতে “ব্রাঞ্চ ম্যানেজার” পদে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
চাকরির দায়-দায়িত্বঃ
✓ শাখা ব্যবস্থাপক হিসেবে বিস্তৃত ভূমিকা রাখতে হবে যা দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহক সেবার সুচারু কার্যকারিতা নিশ্চিত করবে।
✓ শাখা ব্যবস্থাপক এর মূল দায়িত্ব হলো মান ও ব্যবসা বৃদ্ধির মাধ্যমে এবং গ্রাহকের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দায়বদ্ধতা, সম্পদ ও মুনাফার দিক থেকে ব্যবসায়ের লক্ষ্য অর্জন এবং শাখার জন্য একটি সুঠাম পোর্টফোলিও বজায় রাখা।
✓ শাখার পি এন্ড এল এবং ব্যালান্সশিটের কার্যকারিতার পাশাপাশি অন্যান্য আর্থিক কেপিআইগুলোকে লো কস্ট লায়াবিলিটির মাধ্যমে অনুকূলিত করা।
✓ কোম্পানির ঝুঁকি অনুযায়ী উচ্চ মানের পোর্টফোলিও বজায় রাখা এবং ব্যবসায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা।
✓ নিয়মিত পর্যবেক্ষণ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মী বাহিনী পরিচালনায় কর্মচারীদের অনুশীলন ও আচরণের উত্তরণ ঘটানো।
✓ নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংক নীতিমালা অনুসারে সেবা সরবরাহ এবং লেনদেন প্রসেস নিশ্চিত করা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি গ্রাজুয়েশন ডিগ্রী ধারীরা আবেদন করতে পারবেন।
✓ সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
✓ প্রার্থীর কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য শর্তাবলীঃ
✓ শাখা ব্যবস্থাপক হিসেবে শাখা ম্যানেজমেন্ট এর সকল দক্ষতা থাকতে হবে।
✓ স্থানীয় ব্যাংকিং আইন, প্রবিধান এবং হস্তান্তরযোগ্য দলিল আইন (Negotiable Instrument Ac) সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে।
✓ সক্রিয়, উৎসাহী এবং উদ্যমী মনোভাবাপন্ন হতে হবে।
✓ নির্ধারিত লক্ষ্য এবং উন্নত সেবার মান অর্জন করতে স্ব-উদ্যোগী হতে হবে।
✓ কর্মকর্তা-কর্মচারীদের পরিচালনা, অনুপ্রেরণা এবং বিকাশের জন্য তদারকি ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
✓ ভাল যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক হতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন-ভাতা এবং তৎসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ব্র্যাক ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। ব্র্যাক ব্যাংক নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে কোন ফি গ্রহণ করে না। মনে রাখবেন ব্র্যাক ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান। যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ জানুয়ারি, ২০২৪।
সোর্সঃ ব্র্যাক ব্যাংক পিএলসি
About BRAC Bank PLC:
BRAC Bank PLC is a private commercial bank in Bangladesh, founded in 2001. The bank is a subsidiary of BRAC, a leading development organization in the country. BRAC Bank is known for its focus on small and medium-sized enterprises. With 187 branches, 374 ATMs, 461 SME Unit Offices, 541 Agent Banking Outlets and a diverse workforce of more than 8,000 people BRAC Bank also serves customers across the Corporate and Retail segments.
The bank has generated particularly strong financial performance over the past five years and now leads the industry in most of the financial metrics. With more than 1.3 million customers the bank has already proved to be the largest collateral-free SME financier in just 20 years of its operation in Bangladesh and continues to serve as a benchmark for governance, transparency and compliance in the banking sector.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
ব্র্যাক ব্যাংক পিএলসি (BRAC Bank PLC) বাংলাদেশের স্বায়ত্তশাসিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। এটি মূলত: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। ৪ জুলাই, ২০০১ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দেয়ার উদ্দেশ্য নিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ফজলে হাসান আবেদ এই ব্যাংকের প্রতিষ্ঠাতা। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশে বিদেশে ব্যাপক সন্মান, মর্যাদা ও সুপরিচিতি পেয়েছে।
ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯’ পদক অর্জন করেছে। ব্যাংকটি ২০০৭ সালে শেয়ার বাজারে তালিকভুক্ত হয়। ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে-
– এসএমই ব্যাংকিং
– বাণিজ্যিক ব্যাংকিং
– কার্ড সেবা (ডেবিট ও ক্রেডিট)
– কর্পোরেট ব্যাংকিং সেবা
– কনজুমার লোন
– এটিএম সেবা
– এজেন্ট ব্যাংকিং
ব্র্যাক ব্যাংক পিএলসি (BRAC Bank PLC)-এর বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো-
– ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড
– ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড
– বিকাশ (মোবাইল ব্যাংকিং সেবা) লিমিটেড
– ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড
– ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিআইটিএস)