ওয়ান ব্যাংক পেরোল ব্যাংকিং অফিসার (SO-SPO) নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়ান ব্যাংক পেরোল ব্যাংকিং অফিসার (SO-SPO) নিয়োগ বিজ্ঞপ্তি- বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি ব্যাংক হলো ওয়ান ব্যাংক পিএলসি (One Bank PLC)। ব্যাংকটির পেরোল ব্যাংকিং ডিভিশনে ‘সিনিয়র অফিসার – সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ সিনিয়র অফিসার – সিনিয়র প্রিন্সিপাল অফিসার
✓ ডিভিশন: পেরোল ব্যাংকিং।
✓ পদ সংখ্যা: ২টি৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
✓ একাডেমিক ক্যারিয়ারে ৩য় শ্রেণী/ বিভাগ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
✓ স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকের পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে রিটেইল অথবা কর্পোরেট সেলস ডিভিশনে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ পেরোল ব্যাংকিং বিজনেস-এর অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স- সর্বনিম্ন ২৮ বছর।
✓ টার্গেট এবং লক্ষ্য ওরিয়েন্টেড হতে হবে।
✓ শক্তিশালী আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে এবং সক্রিয় হতে হবে।
✓ গ্রাহককেন্দ্রিক মনোভাব থাকতে হবে।
✓ শক্তিশালী ক্লায়েন্ট সম্পর্ক তৈরি এবং বজায় রাখার ক্ষমতা থাকতে হবে।
✓ ইংরেজি ভাষায় পেশাদার কাজের দক্ষতা এবং বাংলায় নেটিভ দক্ষতা থাকতে হবে।
✓ মাইক্রোসফ্ট সফ্টওয়্যার (ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যে কোনো ধরনের প্ররোচনা স্বয়ংক্রিয়ভাবে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ জানুয়ারি, ২০২৪।
সোর্সঃ বিডি জবস
About ONE Bank PLC:
ONE Bank PLC was incorporated in May, 1999 with the registrar of Joint Stock Companies under the Companies Act. 1994, as a commercial bank in the private sector. The Bank is pledge-bound to serve the customers and the community with utmost dedication.
The prime focus is on efficiency, transparency, precision and motivation with the spirit and conviction to excel as ONE Bank in both value and image. The name `ONE Bank` is derived from the insight and long nourished feelings of the promoters to reach out to the people of all walks of life and progress together towards prosperity in a spirit of oneness.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |