ইন্টারনেট ব্যাংকিংইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

ইসলামী ব্যাংকের IBBL iSmart অ্যাপ-স্মার্টফোনে স্মার্ট ব্যাংকিং

ইসলামী ব্যাংকের IBBL iSmart অ্যাপ-স্পর্শে, লেনদেন নিমেষে, স্মার্টফোনে স্মার্ট ব্যাংকিং। Islami Bank Bangladesh Limited তাদের গ্রাহকদেরকে অসাধারণ সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে। তারই একটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। এই Internet Banking সেবা গ্রাহকরা যাতে সহজ ও স্বাচ্ছন্দ্যে তাদের স্মার্টফোনে ব্যবহার করতে পারেন সেজন্যই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহকদের জন্য এন্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন IBBL iSmart অ্যাপ লঞ্চ করেছে।

iSmart (মোবাইল অ্যাপ এর মাধ্যমে iBanking)
গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে ও লেনদেনের সুবিধা বিবেচনা করে iBanking এর বর্ধিত সেবা হিসেবে মোবাইল অ্যাপ iSmart চালু করা হয়েছে। এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজেই মোবাইলে iBanking চালাতে পারবেন।

IBBL iSmart ব্যবহারের পদ্ধতি
গুগল প্লে স্টোর থেকে iSmart অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। iSmart অ্যাপটি চালু করুন। মেনুতে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড (iBanking ইমেইল আইডি ও পাসওয়ার্ড) দিয়ে লগ ইন করুন। আপনার মোবাইলে OTP (One Time Password) মেসেজ আসবে। পাসওয়ার্ডটি OTP এর বক্সে input করে submit দিন।

আপনার ডিভাইসের জন্য একটি কোড নাম্বার আপনার ইমেইল নাম্বারে মেইল করা হবে। ইমেইলে প্রাপ্ত কোড নাম্বারটি এক্টিভেশন কোড বক্সে ইনপুট করে সাবমিট দিলে আপনার মোবাইল/ডিভাইসটি iSmart ব্যবহারের উপযোগী হবে। নতুন কোন ডিভাইস থেকে iSmart সেবা পেতে একইভাবে ডিভাইস Activate করে নিতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

IBBL iSmart অ্যাপ এর সুবিধা সমুহ
IBBL iSmart অ্যাপ আপনার ফোনে ইন্সটল করুন আর নিম্নোক্ত সুবিধাসমূহ উপভোগ করুন-
• ব্যালেন্স অনুসন্ধান
• হিসাব বিবরণী
• মোবাইলে ব্যালেন্স রিচার্জ
• ওয়াইম্যাক্স রিচার্জ
• ইসলামী ব্যাংকের অন্য হিসাবে Fund Transfer.

  • IBBL iSmart অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button