এক্সিম ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ দেবে এক্সিম ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে অন্যতম একটি হলো এক্সিম ব্যাংক লিমিটেড (Exim Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্সিম ব্যাংক। ব্যাংকটিতে “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ স্নাতক এবং স্নাতকোত্তর উভয় স্তরে ন্যূনতম CGPA ২.২৫ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
✓ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্তরে GPA ২.৫০ অথবা ‘ও’ লেভেলে ৩-বি এর সাথে এবং ‘এ’ লেভেলে ২-বি এর সাথে কমপক্ষে ২-এ থাকতে হবে।
✓ শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
✓ প্রার্থীর কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স সর্বোচ্চ ৩০ বছর।
✓ ২০ আগস্ট, ২০২৩ তারিখ হিসেবে বয়স ৩০ বছরের বেশি নয়। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
✓ যোগদানের সময় প্রবেশন পিরিয়ড সহ ব্যাংকে ন্যূনতম ৫ বছর মেয়াদে সার্ভিস দেয়ার জন্য সিওরিটি বন্ড দিতে হবে।
✓ কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে (এমএস অফিস, ই-মেইল, ইন্টারনেটে ভাল দক্ষতা)।
✓ বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ মাল্টি-টাস্কিং ক্ষমতা এবং শক্তিশালী উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।

বেতন-ভাতাঃ
✓ মাসিক বেতন- প্রবেশন পিরিয়ডে ২৮,০০০ টাকা (কনসোলিডেটেড)।
✓ এক বছর প্রবেশন পিরিয়ড শেষে ব্যাংকের রেগুলার এমপ্লয়ি “অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)” হিসেবে মাসিক গ্রোস বেতন হবে- ৪০,৫০০ টাকা।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

আবেদনের পদ্ধতিঃ
✓ কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২০ আগস্ট, ২০২৩।

সোর্সঃ এক্সিম ব্যাংক লিমিটেড

About EXIM Bank:
Export Import Bank of Bangladesh Limited (EXIM Bank) was established in 1999 under the leadership of Late Mr Shahjahan Kabir, Founder Chairman who had been cherishing a dream of floating a commercial bank which would contribute to the socio-economic development of our country by facilitating industrialization, woman empowerment, foreign trade, infrastructural development, income generation for the marginal, and above all job creation. He had a long experience as a good banker. A group of highly qualified and successful entrepreneurs joined hands with the founder chairman to materialize his dream. Indeed, all of them had already established themselves in their respective businesses as the most successful business personalities in the country with their innovations, intelligence, talents, industriousness and honesty.

EXIM Bank starts functioning from 3rd August, 1999 with its name as Bengal Export Import Bank Ltd. On 16th November, 1999, it was renamed as Export Import Bank of Bangladesh Ltd. with Mr Alamgir Kabir as the Founder Advisor and Mr Mohammad Lakiotullah as the Founder Managing Director respectively with their long experience in the financial sector of our country. By their pragmatic decisions and management directives in the operational activities, this bank, in no time, earned a secure and distinctive position in the banking industry in terms of performance, growth, and excellence in management. Under the leadership of Mr Lakiotullah, the Bank migrated all of its conventional banking operation into Shariah Based Islami Banking in July 2004.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button