২৭ ও ২৮ জুন ব্যাংকের যে সকল শাখা খোলা থাকবে
আগামী মঙ্গলবার (২৭ জুন, ২০২৩) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা এবং তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/ কর্মচারী/ কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ মঙ্গলবার ও বুধবার (২৭ ও ২৮ জুন, ২০২৩) সরকারি ছুটির দিন সীমিত পরিসরে খোলা রাখা সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২১ জুন, ২০২৩) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তফসিলি ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এর ২০ জুন, ২০২৩ তারিখের প্রজ্ঞাপন নম্বর-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৬.২৩-১০৪ এর মাধ্যমে মঙ্গলবার (২৭ জুন, ২০২৩) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকসমূহের শাখা/ উপশাখা বন্ধ থাকবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এতে আরোও বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-আযহা এর পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক/ কর্মচারী/ কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৭ ও ২৮ জুন ২০২৩ সরকারি ছুটির দিন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে:
মঙ্গলবার ও বুধবার (২৭ ও ২৮ জুন, ২০২৩) ব্যাংকে লেনদেন হবে- সকাল ১০:০০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত এবং অফিস অর্থাৎ ব্যাংক খোলা থাকবে- সকাল ১০:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত।
উক্ত সার্কুলারে আরোও বলা হয়েছে, সমুদ্র/ স্থল/ বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা /উপশাখা/ বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে ০৫ আগস্ট, ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ অনুসারে স্থানীয় প্রশাসনসহ বন্দর/ কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।