রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সোশ্যাল ইসলামী ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)- Social Islami Bank Limited (SIBL) দেশের বেসরকারি খাতের শরিয়াহ্ ভিত্তিক একটি ইসলামী ব্যাংক। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ব্যাংকটি তার কার্ড ডিপার্টমেন্ট-এ ‘<strongরিলেশনশিপ অফিসার (কন্ট্রাক্টচুয়াল)’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ৩১ মে, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নামঃ রিলেশনশিপ অফিসার (কন্ট্রাক্টচুয়াল)
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: চুক্তিভিত্তিক ও অস্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে।
✓ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স সর্বোচ্চ ৩০ বছর (ফ্রেশারদের জন্য)।
✓পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিল হতে পারে।
✓ শুধুমাত্র বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন।
✓ একটি দলে কাজ করার জন্য শক্তিশালী কোয়ালিটি থাকতে হবে।
✓ প্রার্থীদের কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে।
✓ প্রার্থীদের মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ গ্রাহককেন্দ্রিক মনোভাব থাকতে হবে।
✓ নিবেদিত, কর্মজীবন কেন্দ্রীভূত, চাপের মধ্যে কাজ করতে সক্ষম এবং আত্মনির্ভরশীল হতে হবে।
✓ আন্তরিক মনোভাবের সাথে কঠোর পরিশ্রমী হতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ মে, ২০২৩।
সোর্সঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (SIBL)
About Social Islami Bank Limited (SIBL):
Founded in 1995, Social Islami Bank Ltd. (SIBL) is the country’s leading value-added financial institution based on Shariah’ Principles. SIBL comprises of SIBL Securities Ltd, SIBL Investment Ltd, SIBL Foundation Hospital. The three-tier banking model (Formal, Non-formal & Voluntary), the first of its kind in the banking arena of Bangladesh, brings a new dynamism in welfare banking targeting eradication of poverty of the country with a motto of “Working Together for a Caring Society”. Working closely with Social Islami Banks valued clients and stakeholders to provide Social Islami Bank one-stop services, access to the very latest products using technology. Social Islami Banks unrivaled customer services has made them unparalleled in the industry. Social Islami Bank build a long-term business partnership with their clients helping them grow profitable.
Social Islami Bank always ready to serve you with 4000 employees in 179 branches and 195 subbranches across the country. It has also 356 Agent Banking Outlets to cater financial services to the remotest parts of the Land.
The strong conviction to create a caring society is the cornerstone of SIBL’s all activities. Social Islami Bank feel a strong affinity to the emotions of people. Social Islami Bank believe that only banking activities can’t usher their society to a just and equitable stage. Thus Social Islami Bank are extensively engaged in CSR activities on humanitarian grounds. Social Islami Bank work in the fields such as from poverty eradication to family empowerment. Unlike others, the Bank’s criteria for success are not only the key objective to make profit but also landmarks to become the country’s most humanitarian and complete Bank.